ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি (Virat Kohli), বর্তমানে বেশ ফর্মেও আছেন বিরাট কোহলি, তার এই পারফরমেন্সের জন্যই ভারতীয় দলকে অনেকটা আত্মবিশ্বাসী মনে হচ্ছে। তিনি বেশ কয়েক বছর ধরে PUMA-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যে কারণেইএই কোম্পানির পণ্যের প্রচার করতে দেখা যায় বিরাট কোহলিকে। যদিও তার স্ত্রী আনুশকা শর্মার (Anuska Sharma) সঙ্গে পুমা কোম্পানির কোনো সম্পর্ক নেই। কিন্তু এই কোম্পানির কারণেই বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন তিনি। এই উল্লেখযোগ্য ব্র্যান্ড পুমা আনুশকা শর্মার সাথে খুবই বাজে কাজ করেছে। যার জন্য ইনস্টাগ্রামে জবাব দিলেন এই অভিনেত্রী নিজেই।
পুমা কোম্পানির সাথে বিবাদে জড়ালেন আনুশকা শর্মা
ক্রিকেটাররা সহ বলিউড অভিনেতা ও অভিনেত্রীদের বড় বড় কোম্পানির হয়ে প্রচার করতে দেখা যায়, এর বিনিময়ে তারা মোটা অংকের টাকাও পেয়ে থাকেন, আনুশকা শর্মার ফায়দা তুলেছে পুমা ব্র্যান্ড, এই সংস্থাটি তাদের প্রচারের জন্য আনুশকা শর্মার ছবি ব্যবহার করেছে, যদিও এই কোম্পানির সঙ্গে আনুশকার কোনো সম্পর্ক নেই। এর পরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন এই বলিউড অভিনেত্রী, একইসঙ্গে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্কিত হয়ে উঠছে। তিনি সোশ্যাল মিডিয়ায় PUMA ইন্ডিয়া কে উল্লেখ করে লিখেছেন, “আমি নিশ্চিত যে আপনারা এ বিষয়ে সচেতন যে প্রচারমূলক উদ্দেশ্যে কারোর ছবি ব্যবহার করার আগে তার থেকে অনুমতি নেওয়া প্রয়োজন, কারণ আমি আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নই। দয়া করে এটাকে সরিয়ে দিন!”
Whole Anushka Vs Puma India controversy covered here
See the thread 👇#ViratKohli #AnushkaSharma #pumaindia pic.twitter.com/h4lFNl2Uaa— Saavan (@saavan1811) December 19, 2022
আনুশকার পাশে দাঁড়ালেন কোহলি
তবে পত্নীর এই অবস্থা দেখে চুপ থাকেননি বিরাট, তিনি সরাসরি তার ইন্সটা হ্যান্ডেল ব্যাবহার করে পুমি কোম্পানিকে বিষয়টি দেখার জন্য আবেদন জানিয়েছেন, যদিও পুমা কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি এখনও পর্যন্ত। বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটে অন্যতম বড় নাম, তিনি ভারতীয় দলের হয়ে শেষ ওডিআই ম্যাচে তার ৭২ তম শতরান সম্পূর্ণ করলেন, বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ১০৩ টেস্টে করেছেন ৮০৯৪ রান, ২৬৫ ওডিআই ম্যাচে করেছেন ১২৪৭১ রান, ১১৫ টি টোয়েন্টি ম্যাচে করেছেন ৪০০৮ রান ও ২২৩ আইপিএল ম্যাচে তিনি ৬৬২৪ রান করেছেন।
Boss lady 💚 #AnushkaSharma pic.twitter.com/1PYkS4I9lm
— h. ᴾᴬᵀᴴᴬᴬᴺ🌙 (@moonchilddxz) December 19, 2022