Indian Test Team
Indian Test Team

IND vs WI: ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে বর্ডার-গাওস্কর ট্রফিতে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিলো ভারতীয় দল। ২০২১-এর পর দ্বিতীয়বার লাল বলের লড়াইতে বিশ্বসেরা হওয়ার সুযোগ ছিলো টিম ইন্ডিয়ার সামনে। ফাইনালে প্রতিপক্ষ ছিলো অস্ট্রেলিয়াই। বিগত ছয় বছর অজিদের বিপক্ষে কোনো টেস্ট সিরিজে হারে নি ভারত। সেই সাফল্যের খতিয়ান আশা জাগিয়েছিলো সমর্থকদের মনে। অনেকেই মনে করেছিলেন ২০২১-এর ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর এবার ঘুরে দাঁড়াবে ভারত। কিন্তু সেই আশা পূরণ হয় এই বারও। ইংল্যান্ডের কেনিংটন ওভালে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলীয় আগ্রাসনের সামনে অসহায় লেগেছে ভারতকে। ব্যাটে-বলে কামিন্স, স্টিভ স্মিথদের (Steve Smith) মোকাবিলা না করতে পেরে ভারত হারে ২০৯ রানের বিশাল ব্যবধানে।

ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয় ভারতীয় দল। ২০১৩ সালের পর ফের আইসিসি প্রতিযোগিতা জয়ের যে স্বপ্ন দেখেছিলেন ১৪০ কোটি ভারতবাসী তা ভাঙে টেস্টের পঞ্চমদিনের সকালেই। এই শোচনীয় হারের পর আপাতত কোনো ম্যাচ নেই টিম ইন্ডিয়ার। জুলাইয়ের গোড়ায় ক্যারিবিয়ান সফরে যাবেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’রা (Rohit Sharma)। সেখানে ১২ থেকে ১৬ জুলাই এবং ২০ থেকে ২৪ জুলাই দুটি টেস্ট ম্যাচ খেলবে ‘মেন ইন ব্লু।’ অজিদের বিপক্ষে পরাজয়ের পর উইন্ডিজের বিরুদ্ধে বড় পরীক্ষা টিম ইন্ডিয়ার ব্যাটিং তারকাদের। টেস্ট সিরিজ শেষে দলের ক্রিকেটারদের অধিকাংশই রয়ে যাবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সীমিত ওভারের সিরিজ খেলবেন সেখানে। আর ভারতীয় দলকে বিদায় জানিয়ে ইংল্যান্ডের বিমানে চড়বেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। টেস্ট সিরিজের পর তিনি সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে উড়ে যাবেন।

Read More: “ভরসা থাকুক রোহিতের ওপর…” কঠিন সময়ে হিটম্যান পাশে পাচ্ছেন বিশ্বজয়ী অস্ট্রেলীয় অধিনায়ককে !!

ইংল্যান্ডেই ফিরবেন পূজারা-

Cheteshwar Pujara | IND vs WI | Image: Getty Images
Cheteshwar Pujara | Image: Getty Images

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর উইন্ডিজ সফরে জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। তারপর তিনি ফিরে যাবেন ইংল্যান্ডে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের জার্সি গায়ে দেখা যাবে তাঁকে। গত মরসুম থেকে সাসেক্সের হয়ে নিয়মিত খেলছেন তিনি। গত বছর টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৮ ম্যাচ খেলে করেন ১০৯৪ রান। ব্যাটিং গড় ছিলো ১০০’র বেশী। পাঁচটি শতরান এবং দুটি দ্বিশতরানও ছিলো তাঁর। এই বছর বাকি ভারতীয় ক্রিকেটাররা যখন আইপিএল খেলতে ব্যস্ত ছিলেন তখন পূজারা (Cheteshwar Pujara) উড়ে গিয়েছিলেন ইংল্যান্ডে। সাসেক্সের অধিনায়কও নির্বাচিত হয়েছিলেন তিনি। কাউন্টিতে ভালো ফর্মেই দেখা গিয়েছিলো তাঁকে। আপাতত ৬ ম্যাচে ৬৮.১২ গড়ে তাঁর রান সংখ্যা ৫৪৫। ডারহামের বিরুদ্ধে শতরান দিয়ে কাউন্টি মরসুম শুরু করেছিলেন তিনি। এরপর গ্লস্টারশায়ার এবং ওরচেস্টারশায়ারের বিরুদ্ধেও শতক এসেছে তাঁর ব্যাট থেকে। তিনটি শতরান ছাড়াও করেছেন ১টি অর্ধ-শতরান। কাউন্টির ফর্ম অবশ্য তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বজায় রাখতে পারেন নি। দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১৪ এবং ২৭ রান।

কাউন্টি ক্রিকেটে রাহানে, আর্শদীপও-

Arshdeep Singh | IND vs WI | Image: Twitter
Arshdeep Singh | Image: Twitter

কাউন্টি ক্রিকেটে বহু ভারতীয় তারকাকে খেলতে দেখা গিয়েছে। গ্ল্যামারগনের হয়ে এক মরসুম খেলেছিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) খেলেছেন কেন্টের হয়ে। শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) ১৯৯২ মরসুমে যোগ দিয়েছিলেন ইয়র্কশায়ার দলে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। প্রথমে ল্যাঙ্কাশায়ার এবং পরে গ্ল্যামারগনের জার্সিতে দেখা গিয়েছে বাংলার মহারাজকে। গ্ল্যামারগনের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন ভারতীয় ক্রিকেটের নবতম নক্ষত্র শুভমান গিলও (Shubman Gill)। সারে’র হয়ে কাউন্টি ক্রিকেট খেলার কথা ছিলো বিরাট কোহলির (Virat Kohli)। তবে তা আর বাস্তবায়িত হয় নি। এই মরসুমে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) পাশাপাশি কাউন্টিতে দেখা যাচ্ছে আরও দুই ভারতীয় মুখও। বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh) কেন্টের হয়ে নিয়মিত মাঠে নামছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের জার্সিতে লড়াকু ৮৯ রান করার পর অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) মাঠে নামবেন লেস্টারশায়ারের হয়ে।

Also Read: ভক্তের ভালোবাসা পেলেন ঋতুরাজ গায়কোয়াড়, আবেগঘণ মুহূর্তের সাক্ষী থাকলো মহারাষ্ট্র প্রিমিয়ার লীগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *