আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে দূরে সরিয়ে রাখা গেল না ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara)। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝে ঢুকে পড়লেন কিংবদন্তি তারকা। বিগত কয়েকদিন ধরে চলছিল জল্পনা, ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে গেলে ভারতীয় দলে প্রয়োজন পূজারার মতন ব্যাটসম্যানকে। এর আগে পূজারা অস্ট্রেলিয়ার মাটিতে নিজেকে প্রমাণ দিয়েছেন বারম্বার। তবে এবার অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ছন্দে দেখতে পাওয়া যাবে তারকা ব্যাটসম্যান পূজারাকে।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগেই সুযোগ পেলেন পূজারা
আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলী ট্রফি তাই আপাতত পঞ্চম রাউন্ডের পর রঞ্জি ট্রফি কিছু দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টি লীগ শেষ হবে আবার রঞ্জি ট্রফির ম্যাচগুলো শুরু হবে। ভারতীয় দলের তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) জাতীয় দলে সুযোগ না পেলেও নিজেকে প্রমাণ করতে রঞ্জি ট্রফি খেলে আসছেন। যদিও তিনি সামনে সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ট্রফিতে অংশ নেবেন না। তাই এই অবসর সময়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পূজারা। তিনি বর্ডার-গাভাস্কার ট্রফিতে ধারাভাষ্যকার হিসাবে বর্ডার-গাভাস্কার ট্রফিতে এন্ট্রি নিচ্ছেন। পূজারা স্টার স্পোর্টসের হয়ে হিন্দিতে ধারাভাষ্য দেবেন।
Read More: নেতৃত্বে ফিরছেন শ্রেয়স আইয়ার, মেগা নিলামের আগেই সামনে চমকপ্রদ তথ্য !!
ঘরোয়া ক্রিকেটে দারুন ফর্মে রয়েছেন পূজারা
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার চরম ব্যর্থতার পর ভক্তরা রাহানে ও পূজারকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনার দাবি তুলেছিল। বিশেষ করে পূজারা ঘরোয়া ক্রিকেটে যে রকম ছন্দে ছিলেন তাতে অজি সফরে তার নির্বাচন নিয়ে বিশেজ্ঞরা নানান মতামত পেশ করেও ছিলেন।
জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে বেশ দারুন ব্যাটিং করছেন পূজারা। এবছর রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে একটি শতরান ও একটি দ্বিশতরান হাঁকিয়েছেন। ছত্তিশগড়ের বিরুদ্ধে ২৩৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে পূজারা এখনও পর্যন্ত ২৭৫ টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন এবং ৪৫৩ টি ইনিংসে ২১,১৬৮ রান বানিয়েছেন। ক্যারিয়ার জুড়ে ৬৬ বার শতরান ও ৮০ বার অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান হলো ৩৫২।