PSL 2025: ভারতে যখন আইপিএল (IPL) নিয়ে উন্মাদনা তুঙ্গে তখন পড়শি দেশ পাকিস্তানে চলছে পিএসএল (PSL)। অন্যান্য বছরগুলোতে সাধারণত ফেব্রুয়ারি-মার্চ নাগাদ হয় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টটি। কিন্তু এই বছর আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় বাধ্য হয়েই আইপিএলের সাথে সরাসরি সংঘাতের পথে হাঁটতে হয়েছে পিসিবি’কে। দুই টুর্নামেন্টের জনপ্রিয়তায় যে আকাশ-পাতাল পার্থক্য তা দশম পিএসএল-এর প্রথম সপ্তাহেই পরিষ্কার। ভারতে যেখানে আইপিএল (IPL) চলাকালীন গ্যালারিতে তিলধারণের জায়গা থাকে না, সেখানে পাক লীগে দর্শকের দেখাই নেই। বারবার সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েছে শূন্য গ্যালারির ছবি। ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনের দিক থেকেও আইপিএলের থেকে যে যোজনখানেক পিছিয়ে রয়েছে পিএসএল (PSL), সাফ হয়েছে তাও।
Read More: IPL 2025: ম্যাচ হেরেও শাস্তির মুখে অক্ষর প্যাটেল, বিপুল পরিমাণ জরিমানা সহ করা হচ্ছে ‘ব্যান’ !!
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড নিঃসন্দেহে আইপিএল (IPL)। কোটি-কোটি টাকা মুহূর্তে খরচ করতেও পিছপা হয় না ফ্র্যাঞ্চাইজিগুলো। কয়েক সেকেন্ডের টেলিভিশন বিজ্ঞাপনের স্লট’ও বিক্রি হয় বিশাল অঙ্কের টাকায়। সেখানে পিএসএলের মিডিয়া রাইটস বা বিজ্ঞাপনী স্লটের দাম তুলনায় অনেকটাই কম। আইপিএলে যেখানে মাঠের ধারে টাইটেল স্পন্সর টাটা’র নতুন একটি গাড়ি রাখা থাকে বিজ্ঞাপনের জন্য, সেখানে পিএসএল-এ (PSL) দেখা মিললো কেবলমাত্র একটি মোটরবাইকের। তাও আধুনিক কোনো সুপারবাইক নয়, বরং সাদামাটা সেই মোটরসাইকেল ভারতের যে কোনো নাগরিককে মনে করাতে পারে নব্বইয়ের দশকের কথা। একবিংশ শতকে এহেন বাইকের বিজ্ঞাপন দিতে হচ্ছে? প্রশ্ন তুলে পিসিবি, পিএসএল (PSL) ও পাকিস্তানের দিকে একের পর এক কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন ভারতীয় নেটনাগরিকেরা।
‘পিএসএল মানে পয়সা শর্টেজ লীগ,’ ট্যুইটারে লিখেছেন এক নেটিজেন। ‘পাকিস্তানে ক্রিকেট মানেই নিত্যনতুন বিনোদন,’ মন্তব্য অন্য একজনের। ‘আমি ভেবে পাই না এরা কোন যুগে বাস করছে! এই বাইক তো বিশ্বের সব আধুনিক দেশে ইতিহাস হয়ে গিয়েছে,’ লিখেছেন অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ‘কোথায় টাটার আধুনিক এসইউভি আর কোথায় এই জং ধরা মোটরবাইক,’ কটাক্ষের সুর তীব্র করেছেন আরও একজন। দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলি জানিয়েছিলেন যে ভালো পারফর্ম্যান্স করতে পারলে আইপিএলের জনপ্রিয়তায় পিএসএলের (PSL) পক্ষে ভাগ বসানো সম্ভব। বাইক বিতর্কের পর কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকেও। ‘আগামী ৫০ বছরেও আইপিএলের ধারেকাছে আসতে পারবে না পিএসএল,’ লিখেছেন একজন।
দেখুন ট্যুইট চিত্র-
Iska engine kaha hai ? @TheRealPCB
— gaurav sharma (@GauravShar819) April 13, 2025
Is this real ? @grok
— Sudhinsk (@Sudhinskicloud1) April 13, 2025
Even we had a better budget for the college friend’s birthday gift 😭😭pic.twitter.com/SxZICws24D
— Desi Girl (@RelatableBae7) April 13, 2025
Bike without an Engine at PSL 👀
— Raylan (@raylan1001) April 13, 2025
Is that a Vintage bike?
— Harry (@Just_Harryy_) April 13, 2025
Engine alag se khareedna h Kya 😂😂
— Explorer CJ (@XplorerCJ) April 13, 2025
Esse toh bakri de dete
— RitiH🕉🚩 (@UnapologeticH_1) April 13, 2025
Never Laugh at Someone’s Poverty but u can laugh at Rizwan Bhai’s Tuk Tuk
— Lohith Reddy🦋🍷 (@Love_Cinemaa) April 13, 2025
— Dev (@DevAtCricket) April 13, 2025
Pakistan Super league❎️
Pakistan Splendor league✅️— मंदोदरी (रावण का परिवार) (@Mrs_Raavan_) April 13, 2025