ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ পিএস‌এল, পাকিস্তান ছাড়ছেন বিদেশি তারকা ক্রিকেটাররা !! 1

PSL 2025: ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতে নাজেহাল অবস্থা পাকিস্তানের প্রতিটি প্রদেশ। এইরকম পরিস্থিতিতে চলমান পাকিস্তান সুপার লিগ (PSL 2025) নিয়ে চিন্তার মধ্যে রয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (PCB)। ফলে গতকাল তারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চললেও রাতের ঘুম উড়েছে পিএস‌এলে (PSL) অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটারদের। তাদের নিরাপত্তা দেওয়াই এখন বড়ো চ্যালেঞ্জ পিসিবির কাছে।

Read More: রোহিত সরতেই ভাগ্য খুললো এই ৩ তরুণ তুর্কি’র, সুযোগ পাবেন ওপেনার হিসেবে !!

পাকিস্তান ছাড়ছেন বিদেশি তারকারা-

ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ পিএস‌এল, পাকিস্তান ছাড়ছেন বিদেশি তারকা ক্রিকেটাররা !! 2
PSL 2025 | Images: Instagram

কাশ্মীরে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন নিরীহ পর্যটকদের মৃত্যুর ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে। এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে তথ্য সামনে আসে। এরপরেই ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে প্রতিবেশী দেশকে যোগ্য জবাব দেয়। নিখুঁত হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ৯ টি জঙ্গি ঘাঁটি। পাকিস্তানও ড্রোন হামলার মাধ্যমে প্রত্যাঘাত করার চেষ্টা করেছিল কিন্তু ভারতীয় সেনার দক্ষতায় ব্যর্থ হয় এই পরিকল্পনা। বর্তমানে পাল্টা প্রতিরোধ তৈরি করেছে ইন্ডিয়া। অন্যদিকে বালোচিস্থানের উত্থান পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপরেও চাপ সৃষ্টি করেছে।

এইরকম পরিস্থিতিতে গতকাল পিএস‌এলের (PSL) গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল করে দেওয়া হয়। যুদ্ধের পরিস্থিতির মধ্যেই নিরাপত্তার কারণে পাকিস্তান ছাড়ছেন এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী একাধিক বিদেশি তারকা। উল্লেখ্য চলতি পিএস‌এলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ডেভিড ওয়ার্নার (David Warner) করাচি কিংসের হয়ে, জেসন হোল্ডার (Jason Holder) এবং র‌্যাসি ভ্যান ডার ডুসেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে অংশগ্রহণ করছেন। এছাড়াও মুলতান সুলতানসের মতো দলে ক্রিস জর্ডান, শাই হোপ (Shai Hope) এবং জশুয়া লিটলের (Joshua Little) মতো তারকা রয়েছেন।

পিসিবির বড়ো সিদ্ধান্ত-

ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ পিএস‌এল, পাকিস্তান ছাড়ছেন বিদেশি তারকা ক্রিকেটাররা !! 3
PSL 2025 | Images: Instagram

এই বছর ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (PSL 2025)। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের ২৬ টি ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কোয়েটা গ্ল্যাডিয়েটরস চলতি টুর্নামেন্টে ৯ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে আছে। করাচি কিংস জয়লাভ করেছে ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো। তারা জানিয়েছে যে পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলো আর পাকিস্তানে অনুষ্ঠিত হবে না। বাকি ম্যাচগুলি আরব আমিরশাহিতে স্থানান্তরিত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ম্যাচগুলির জন্য নতুন ক্রীড়াসূচি প্রকাশ করা হয়নি। পিসিবি (PCB) খুব তাড়াতাড়ি পাকিস্তান সুপার লিগের নতুন ক্রীড়াসূচি প্রকাশ করবে। অন্যদিকে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারতে চলমান আইপিএল (IPL 2025) নিয়েও বিসিসিআই (BCCI) আজ‌ই বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর সামনে আসছে।

Read Also: IPL 2025: বাতাসে বারুদের গন্ধ, যুদ্ধ পরিস্থিতিতে ভারত ছেড়ে দেশে ফেরার চেষ্টায় বিদেশী তারকারা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *