proteas-to-tour-pakistan-in-november

এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহী ও আফগানিস্তানের বিরুদ্ধে একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। আজ অর্থাৎ ৭ সেপ্টেম্বর রয়েছে ফাইনাল। এরপর আমিরশাহীর মাটিতেই এশিয়া কাপে অংশ নেবেন সলমন আলি আঘা, শাহীন শাহ আফ্রিদিরা। গ্রুপ-এ’তে ওমান, আরব আমিরশাহীর মত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে তাদের। মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতেরও। এখনও পর্যন্ত মাত্র দুইবার এশিয়া কাপ (Asia Cup) জিতেছে পাক শিবির। সেই সংখ্যান এবার তিনে নিয়ে যেতে মরিয়া তারা। এশিয়া কাপ শেষ হচ্ছে সেপ্টেম্বরের ২৮ তারিখ। তারপর ঘরের মাঠে দু’টি মেগা সিরিজ রয়েছে পাকিস্তানের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে রয়েছে তিনটি করে ওয়ান ডে ও টি-২০। এরপর তিন ফর্ম্যাটেই তারা মুখোমুখি হবে প্রোটিয়াদের (PAK vs SA)।

Read More: ৪, ৬, ৪, ৬, ৪…বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন কিয়েরণ পোলার্ড, গায়ানার বাইশ গজে তাণ্ডব ক্যারিবিয়ান কিংবদন্তির !!

মুখোমুখি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা-

PAK vs SA | পাকিস্তান | Image: Getty Images
PAK vs SA | Image: Getty Images

২০০৯ সালে টিম হোটেল থেকে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম যাওয়ার পথে সন্ত্রাসবাদী হামলার শিকার হয় শ্রীলঙ্কান ক্রিকেট দল। ছয়জন নিরাপত্তাকর্মী ও দুইজন সাধারণ মানুষ প্রাণ হারান সেই ঘটনায়। আহত হয়েছিলেন মাহেলা জয়বর্ধনে, অজন্তা মেন্ডিসদের (Ajantha Mendis) মত ক্রিকেটাররাও। ঐ ঘটনার পর এক দশক আইসিসি’র কালো তালিকায় ছিলো পাকিস্তান। দেশে কোনো রকম দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারে নি তারা। হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে হয়েছিলো দুবাই, শারজা এবং আবু ধাবি’কে। তবে গত দশকের শেষের বছরগুলি থেকে একটু একটু করে পাল্টেছে পরিস্থিতি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মত হেভিওয়েট প্রতিপক্ষ পাকিস্তানে গিয়ে সিরিজ খেলেছে। এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মত টুর্নামেন্টও আয়োজন করেছে পিসিবি।

অক্টোবরের শেষে পাকিস্তানে পা দিচ্ছে দক্ষিণ আফ্রিকাও (PAK vs SA)। প্রথমে টেস্ট, তারপর টি-২০ ও সবশেষে ওয়ান ডে খেলবে তারা। ১২ তারিখ থেকে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। এরপর ২০ তারিখ থেকে দ্বিতীয় ম্যাচটি রয়েছে রাওয়ালপিন্ডিতে। এই সিরিজ দিয়েই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা করবে পাকিস্তান। এরপর ২৮ অক্টোবর, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর তিনটি টি-২০ ম্যাচে সম্মুখসমরে নামবে দুই শিবির। প্রথম ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। আর বাকি দু’টি আয়োজিত হতে চলেছে লাহোরে। ৪, ৬ ও ৮ নভেম্বর রয়েছে তিনটি ওয়ান ডে ম্যাচ। পঞ্চাশ ওভারের সিরিজে ভেন্যু চয়নের ক্ষেত্রে চমক রেখেছে পিসিবি। লাহোর, করাচী বা রাওয়ালপিন্ডি নয়, বেছে নেওয়া হয়েছে ফয়জলাবাদকে।

১৭ বছর পর ফয়জলাবাদে হবে ম্যাচ-

Faisalabad's Iqbal Cricket Stadium | Image: Twitter
Faisalabad’s Iqbal Cricket Stadium | Image: Twitter

২০০৮ সালে ফয়জলাবাদের ইকবাল স্টেডিয়ামে একটি একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিলো পাকিস্তান ও শ্রীলঙ্কা। এরপর টানা ১৭ বছর কোনোরকম আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসে নি সেখানে। নভেম্বরের পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ মেটাতে চলেছে সেই আক্ষেপ। ৪, ৬ ও ৮ তারিখ তিনটি ম্যাচই হবে ফয়জলাবাদে। ইকবাল স্টেডিয়ামে ওয়ান ডে ফেরায় খুশি পিসিবি’র সিইও সুমেইর আহমেদ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানের প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে রয়েছি। ১৭ বছর পর ফয়জলাবাদে ওয়ান ডে ক্রিকেটের প্রত্যাবর্তন একটি বিশেষ মুহূর্ত। আমাদের ক্রিকেট ইতিহাসে ইকবাল স্টেডিয়ামের এক গৌরবময় অবস্থান রয়েছে এবং দেশের এই অংশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় আমরা উচ্ছ্বসিত।”

এক নজরে সম্পূর্ণ সূচি-

Also Read: অস্ট্রেলিয়া সফরের আগেই ওয়ান ডে’তে রোহিত-কোহলি, সেপ্টেম্বরেই মাঠে ফিরছেন দুই মহারথী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *