বাদ গিল-জিতেশ, ঈশান কিষাণের সঙ্গে ভারতের টি২০ বিশ্বকাপ দলে এন্ট্রি পেলেন এই তারকা !! 1

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছিল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এই আইসিসি (ICC) ট্রফি জয় করে ব্লু ব্রিগেডরা। এরপর ভারতীয় ২০ ওভারের দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসন (Sanju Samson) দায়িত্বে এসেছেন। তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিয়ে দাপটের সঙ্গে একের পর এক সিরিজে জয় ছিনিয়ে নিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন তিনি। তার নেতৃত্বেই এই বছর এশিয়া কাপ (Asia Cup 2025) জয় করেছে ভারতীয় দল। এবার ব্লু ব্রিগেডরা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করেছে। এই বিশ্বকাপের জন্য এবার ভারতীয় দল সামনে এল।

Read More: ‘মেসি’কান্ডের নেপথ্যে চিটিংবাজি সৌরভের, অভিযোগ উঠতেই ৫০ কোটির মানহানির মামলা !!

বসছে টি২০ বিশ্বকাপের আসর-

Team india
Indian Cricket Team | Image: Getty Images

টি-টোয়েন্টি ফরম্যাটের হাত ধরে বিশ্বের অসংখ্য নতুন দেশ আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসার চেষ্টা করছে। শেষ ২০ ওভারের বিশ্বকাপে উগান্ডা, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলকে খেলতে দেখা গেছে। আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টকে ঘিরে এখন থেকেই ক্রিকেট ভক্তদের মনে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে ২০ টি দল। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলগুলির সঙ্গে সঙ্গে ওমান, ইতালি, কানাডার মতো পিছিয়ে থাকা দেশগুলিকে খেলতে দেখা যাবে। টি-টোয়েন্টির অন্যতম এই মহারণ শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ভারত প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA T20 Match) বিপক্ষে মাঠে নামবে। ১৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan T20 Match) হাইভোল্টেজ ম্যাচ।

বাদ পড়তে চলেছেন একাধিক তারকা-

গম্ভীর
Shubman Gill | Image: Getty Images

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2026) শুভমান গিলকে (Shubman Gill) ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনা হয়। সহ অধিনায়ক হিসেবে তিনি বর্তমানে এই ফরম্যাটে দায়িত্ব পালন করছেন। কিন্তু ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারছেন না। এর সঙ্গেই তার চোট সমস্যা দলকে চিন্তার মধ্যে রেখেছে। তার বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে সঞ্জু স্যামসন (Sanju Samson) আবারও জ্বলে ওঠেন। এছাড়াও সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুরন্ত পারফর্মেন্স করে ঈশান কিষাণ (Ishan Kishan) নির্বাচকদের বার্তা দিয়েছেন।

ফলে গিলকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা। ঈশান কিষাণ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে প্রবেশ করলে জিতেশ শর্মাও (Jitesh Sharma) বাদ পড়বেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

টি২০ বিশ্বকাপের জন্য সম্ভাব্য ভারতীয় দল-

ব্যাটসম্যান- সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিং

উইকেটকিপার- সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ

অলরাউন্ডার- শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর

বোলার- আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা

Read Also: “৫০০ কোটি দেবে মুম্বাই ইন্ডিয়ান্স..”, চর্চায় বাবর আজমের IPL’এর সবচেয়ে দামি তারকা হ‌ওয়ার দাবি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *