World Cup 2025: রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার (INDW vs SAW) মধ্যে এক ঐতিহাসিক লড়াই দেখতে পাওয়া গেল। রুদ্ধশ্বাস লড়াইয়ে এক অনবদ্য জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। তৃতীয় বারের প্রচেষ্টায় অবশেষে বিশ্বকাপ নিজেদের নামে করলো টিম ইন্ডিয়া। ভারতীয় দল আজকেও টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসেছিল। ভারতের শুরুটা বেশ ভালোই হয়েছিল। স্মৃতি মন্ধনা ও শেফালী ভার্মার মধ্যে ১০৪ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের হয়ে অনবদ্য ইনিংস খেলেছিলেন শেফালী ভার্মা (Shefali Verma)। ৮৭ রানের একটি রুদ্ধশ্বাস ইনিংস খেলেছিলেন শেফালী। শেফালী ছাড়াও আজকের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন দীপ্তি শর্মা (Deepti Sharma)।
প্রথম বিশ্বকাপ জিতলো ভারত

৫৮ বলে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন দীপ্তি। পাশাপাশি, স্মৃতি (৪৫), জেমিমা রদ্রিগেজ (২৪), হারমানপ্রীত কৌর (২০), আমনজত কৌর (১৭), রিচা ঘোষ (৩৪), রাধা যাদব (৩) রানের ইনিংসে ভারত পৌঁছে যায় ২৯৮ রানে। রান তাড়া করতে এসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লওড়া উলভার্ট অসাধারণ সেঞ্চুরি হাঁকালেও ২৪৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৫২ রানে ম্যাচ জিতে প্রথম বারের জন্য বিশ্বকাপ জিতলো ভারত। এবারের টুর্নামেন্টে শুধু মাঠেই নয়, পুরস্কারের অঙ্কেও রেকর্ড গড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। আইসিসি জানিয়ে দিয়েছিল, এবারের মহিলা ওডিআই বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ১১৬ কোটি টাকা – যেটি ২০২২ সালের তুলনায় প্রায় ২৩৯ শতাংশ বেশি। অর্থাৎ এবার মহিলাদের বিশ্বকাপ সত্যিই সমতা ও মর্যাদার নতুন অধ্যায় লিখছে।
Read More: আউট নাকি নট আউট? জেমিমার উইকেট নিয়ে বিতর্কে বিশ্বকাপ, আম্পায়ারিং নিয়ে নিয়ে উঠল প্রশ্ন !!
মহিলা বিশ্বকাপে হলো টাকার বৃষ্টি

চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৩৭.৩ কোটি টাকা। আর রানার্স-আপ দল পাবে ২০ কোটি টাকা। ২০২২ সালে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১১ কোটি টাকা, যা তুলনায় এবারের অঙ্ক প্রায় তিনগুণ বেশি। তাছাড়া, সেমিফাইনালে পরাজিত ২ দল পাবে ৯.৩ কোটি টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারী দল পাবে ৫.৮ কোটি টাকা, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে ২.৩ কোটি টাকা করে। শুধু অংশগ্রহণ করলেই দলগুলো পাবে ২.২২ কোটি টাকা করে। তাছাড়া গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জেতার জন্য নির্ধারিত হয়েছে ৩০.৪৬ লাখ টাকা পুরস্কার। উল্লেখযোগ্যভাবে, ২০২৩ পুরুষদের বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল প্রায় ৩৫ কোটি টাকা। এবার মহিলাদের চ্যাম্পিয়ন সেই অঙ্ককেও ছাড়িয়ে যাবে পাবে প্রায় ২.৩ কোটি টাকা বেশি।
২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ পুরস্কারমূল্য তালিকা
- চ্যাম্পিয়ন (ভারত) – ৪.৪৮ মিলিয়ন ডলার – প্রায় ₹৩৯.৫৫ কোটি টাকা।
 - রানার্স-আপ (দক্ষিণ আফ্রিকা) – ২.২৪ মিলিয়ন ডলার – প্রায় ₹১৯.৭৭ কোটি টাকা।
 - সেমিফাইনালে পরাজিত দল (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড) – প্রতি দল ১.১২ মিলিয়ন ডলার – প্রায় ₹৯.৮৯ কোটি টাকা।
 - গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের পুরস্কার – ৩৪,৩১৪ ডলার – প্রায় ₹৩০.২৯ লক্ষ টাকা।
 - পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারী দল – ৭ লক্ষ ডলার – প্রায় ₹৬২ লক্ষ টাকা।
 - সপ্তম ও অষ্টম স্থানাধিকারী দল – ২.৮ লক্ষ ডলার – প্রায় ₹২৪.৭১ লক্ষ টাকা।
 - অংশগ্রহণের নির্দিষ্ট পুরস্কার (প্রতি দল) – ২.৫ লক্ষ ডলার – প্রায় ₹২২ লক্ষ টাকা।