IPL 2025: এক অসাধারণ ম্যাচের পরিসমাপ্তি ঘটলো পাঞ্জাব ও চেন্নাইয়ের। ১৮ রানে চেন্নাইকে পরাস্ত করলো পাঞ্জাব কিংস। এবারের আইপিএলে এই নিয়ে তৃতীয় ম্যাচ জিতলো পাঞ্জাব কিংস। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। প্রথমে ব্যাটিং করতে এসে, একেরপর এক উইকেট হারাতে দেখা গিয়েছিল দলকে। ৮৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস (PBKS)।
একদিকে পাঞ্জাবের অর্ধেক দল ড্রেসিং রুমে পৌঁছে গিয়েছে তো অন্যদিকে ২৪ বছরের প্রিয়ান্স আর্য (Priyansh Arya) চেন্নাইয়ের অভিজ্ঞ পেসারদের নিয়ে ছেলেখেলা করছিলেন। ৪২ বলে ৭টি চার ও ৯টি ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলেন প্রিয়ান্স। শেষের দিকে শশাঙ্ক সিং (Shashank Singh) ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেলেন ও জেনিসেনের ব্যাট থেকে এসেছিল ১৯ বলে ৩৪ রান। যার দৌলতে ২১৯ রান বানিয়ে ফেলে পাঞ্জাব কিংস।
Read More: IPL 2025 PBKS vs CSK Highlights: পাঞ্জাবকে জেতালো প্রিয়াংশের শতরান, টানা চার ম্যাচ হেরে ছিটকে যাওয়ার মুখে চেন্নাই !!
১৮ রানে ম্যাচ জিতলো পাঞ্জাব

পাঞ্জাবের বানানো এই রান তাড়া করতে এসে আজ চেন্নাইয়ের ওপেনার জুটি ডেভন কনওয়ে এবং রাচিনের মধ্যে ৬১ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। ৩৬ রানে রাচিন আউট হন এবং পরেই ক্যাপ্টেন ঋতুরাজ ১ রানে প্যাভিলিয়নে ফেরেন। শিবম দুবের ব্যাট থেকে ২৭ বলে ৪২ রানের একটি ঝকঝকে ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল এবং দলের হয়ে সর্বাধিক ৬৯ রানের ইনিংসটি এসেছিল ডেভন কনওয়ের ব্যাট থেকে যেটি এসেছিল ৪৯ বলে। শেষের দিকে কনওয়েকে রিটায়ার আউট করা হয়েছিল। থালা ধোনি (MS Dhoni) ১২ বলে ২৭ রানের ইনিংস খেলে ভক্তদের আনন্দিত করলেও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান বানাতে সক্ষম হয়েছিল চেন্নাই বাহিনী। ১৮ রানে জয় সুনিশ্চিত করে তালিকায় তৃতীয় স্থানে উঠে আসলো পাঞ্জাব।
ম্যাচ সেরা হলেন শতক বীর প্রয়ান্স

চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকিয়ে সেরা হয়েছেন প্রিয়ান্স আর্য। মন্তব্য করে তিনি বলেছেন, “(আমি) এখন জগতের বাইরে, আমি খুব খুশি বোধ করছি। আমার মনে হয় আমার দলে আরও অবদান রাখা উচিত। শ্রেয়স আমাকে আমার মতন করেই ব্যাটিং করতে বলেছিলেন। গত ম্যাচে আমি আউট হওয়ার পরেও তিনি আমাকে আমার স্বাভাবিক খেলা খেলতে বলেন। নেহাল যখন ব্যাট করতে এলো, আমি তাকে বলেছিলাম আমরা সিঙ্গেলস এবং ডাবলস খুঁজব, কিন্তু সেও আমাকে বলল যে তুমি প্রথম থেকে যেটা করে আসছিলে সেটাই করে যেতে। (বোলারদের প্রসঙ্গে) সকল বোলাররা ভালো, যেকোনো বোলারই আমাকে বিরক্ত করতে পারে।“