priyansh-arya-idolizes-shubman-gill

২০২৫-এর আইপিএলে ঝড় তুলেছিলেন দিল্লীর তরুণ প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। পাঞ্জাব কিংসের জার্সিতে ১৭ ইনিংসে প্রায় ১৮০ স্ট্রাইক রেটে তিনি করেছিলেন ৪৭৫ রান। একটি শতরান ও ২টি অর্ধশতক এসেছিলো বছর ২৩-এর তরুণের ব্যাট থেকে। এগারো বছর পর পাঞ্জাবের আইপিএল ফাইনালে পৌঁছনোর নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলো প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ও প্রভসিমরণ সিং-এর ওপেনিং জুটি। সেই আগুনে ফর্ম দিল্লী প্রিমিয়ার লীগ টুর্নামেন্টেও বজায় রেখেছেন বাম হাতি ব্যাটার। আউটার দিল্লী ওয়ারিয়র্সের জার্সিতে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে চলেছেন তিনি। ইস্ট দিল্লীর রাইডার্সের বিপক্ষে মাত্র ৫২ বলে করেছেন শতরান। ৩০ বলে ৭৬ করেছেন নর্থ দিল্লী স্ট্রাইকার্সের বিরুদ্ধেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যত পরিকল্পনা ব্যক্ত করেছেন প্রিয়াংশ। চাপ সামলান কি ভাবে? জানিয়েছেন তাও।

Read More: TOP 5: এমন ৫ জন ভারতীয় ক্রিকেটার যাদের শৈশবের প্রেম পরিণতি পেয়েছে বিবাহ বন্ধনে !!

ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য-

Priyansh Arya | Image: Getty Images
Priyansh Arya | Image: Getty Images

গত বছর দিল্লী প্রিমিয়ার লীগে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। ছন্দে রয়েছেন এবারও। একটি শতরান ও একটি অর্ধশতক-সহ আট ইনিংসে করেছেন ৩০৩ রান। তাঁর ব্যাটিং গড় ৩৭.৮৮ এবং স্ট্রাইক রেট ১৬৬.৪৮। ব্যাট করার সময় চাপ অনুভব করেন না তিনি, সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তরুণ তুর্কি। ব্যক্তিগত পারফর্ম্যান্স নয় বরং তিনি এগিয়ে রেখেছেন দলীয় সাফল্যকে। বলেছেন, “না, গত বছর কোনো চাপ ছিলো না। এবারও আমি তেমন কিছু অনুভব করি নি। আমি কেবল গত বছরের চেয়ে ভালো খেলতে চাই। এখনও তিনটে ম্যাচ বাকি রয়েছে। আমরা সেখানে ঘুরে দাঁড়াতে চাই।” লাগাতার ভালো খেলে চলাই যে তাঁর প্রাথমিক লক্ষ্য, তাও স্পষ্ট করেছেন প্রিয়াংশ (Priyansh Arya)।

“ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজন রয়েছে। দল যদি জেতে তাহলে ঝোড়ো ইনিংসগুলি দেখতে ভালো লাগে। কিন্তু যদি তা নয়, সেক্ষেত্রে আমি বুঝতে পারি যে আমায় ধারাবাহিকতার দিকে আরও জোর দিতে হবে,” সংযোজন প্রিয়াংশের। ২০২৫-এও প্রথমবার আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। নজর কেড়েছে তাঁর পারফর্ম্যান্স। সাফল্যের জন্য পাঞ্জাব কিংস কোচ রিকি পন্টিং ও অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ধন্যবাদ জানিয়েছেন বাম হাতি ওপেনার। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ওনারা দু’জনেই আমায় প্রচুর স্বাধীনতা দিয়েছেন। দলের সুবিধার্থে আমি যেভাবে খেলতে চেয়েছি সেভাবে খেলার অনুমতি দিয়েছেন। আমি ১০ বলে ৩০ করি বা ৩০ বলে ৩০ করি, যদি সেটা দলের জন্য মঙ্গলজনক হয়, তাহলেই ওনারা খুশি ছিলেন।”

DPL-এ ধুন্ধুমার ব্যাটিং প্রিয়াংশের, দেখুন ভিডিও-

লাল বলের ক্রিকেট খেলতে চান প্রিয়াংশ-

Priyansh Arya | Image: Twitter
Priyansh Arya | Image: Twitter

টি-২০ ক্রিকেটে ইতিমধ্যেই সাফল্য পেয়েছেন প্রিয়াংশ (Priyansh Arya)। জায়গা করে নিয়েছেন চর্চার কেন্দ্রে। কিন্তু নিজেকে কুড়ি ওভারের ফর্ম্যাটে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। বরং তাঁর ফোকাসে লাল বলের ক্রিকেট। আসন্ন রঞ্জি মরসুমের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে বছর ২৩-এর তরুণ জানিয়েছেন, “আমি অনুর্দ্ধ-১৯ ও অনুর্দ্ধ-২৩ পর্যায়ে প্রচুর লাল বলের ক্রিকেট খেলেছি। অবশ্যই রঞ্জি ট্রফি অনেক কঠিন। পরিস্থিতি আলাদা হয়, ম্যাচগুলো শুরু হয় সকালে। বিষয়গুলি বেশ চ্যালেঞ্জিং। আর সেটাই উপভোগ্য। লাল বলের ক্রিকেটে আমার আদর্শ শুভমান গিল।” সম্প্রতি ভারতের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ইনিংসে করেছেন ৭৫৪। ‘আইডল’-এর দেখানো পথে হাঁটতে পারবেন প্রিয়াংশ? প্রশ্নের উত্তরের অপেক্ষায় ক্রিকেটজনতা।

Also Read: TOP 5: বাইশ গজের বাইরেও সাবলীল এই পাঁচ ক্রিকেট তারকা, অন্য ভূমিকাতেও কেড়ে নিয়েছেন নজর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *