priyansh-arya-hits-six-straight-sixes

এক নতুন তারার সন্ধান আজ পেলো দেশের ক্রিকেটজনতা। তিনি-প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। দিল্লীর তরুণ চলতি ডিপিএল (DPL 2024) টুর্নামেন্টে ধারাবাহিক রান করে আসছেন। কিন্তু আজ সাউথ দিল্লী সুপারস্টার্স বনাম নর্থ দিল্লী স্ট্রাইকার্সের ম্যাচে যে উচ্চতায় তিনি নিজেকে তুলে নিয়ে গেলেন, তার পর আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলির রেডারে যে তিনি জায়গা করে নেবেন তা বলাই বাহুল্য। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সাউথ দিল্লী’র অধিনায়ক আয়ুষ বাদোনি। প্রথম উইকেট তারা হারিয়েছিলো তৃতীয় ওভারের দ্বিতীয় বলে। এর পর অরুণ জেটলি স্টেডিয়ামের বাইশ গজে তাণ্ডব চালান আয়ুষ বাদোনি। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস তারকার ব্যাট থেকে আসে অবিশ্বাস্য শতরান। তাঁর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঝড় তুললেন প্রিয়াংশ আর্য’ও (Priyansh Arya)। ৫০ বলে ১২০ রানের ইনিংস তাঁর’ও। দুর্ধর্শ ব্যাটিং-এ ফেরালেন যুবরাজের স্মৃতি।

Read More: ৬, ৬, ৬, ৪, ৬…আয়ুষ বাদোনির ব্যাটে ধ্বংসযজ্ঞ, ১৯ ছক্কা, ৮টি বাউন্ডারিতে সাজালেন ১৬৫ রানের ইনিংস !!

ছয় ছক্কার নজির গড়লেন প্রিয়াংশ আর্য-

Priyansh Arya | Image: Twitter
Priyansh Arya | Image: Twitter

টি-২০ ইতিহাসে প্রথমবার এক ওভারের ছ’টি বলকেই বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার যুবরাজ সিং (Yuvraj Singh)। ২০০৭-এ ডারবানের মাঠে তিনি ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ওভারের সবক’টি বলে মেরেছিলেন ছক্কা। এরপর এই রেকর্ড স্পর্শ করেছেন কিয়েরণ পোলার্ড’ও (Kieron Pollard)। আজ থেকে দুই তারকা ক্রিকেটারের পাশে জায়গা করে নিলেন দিল্লীর প্রিয়াংশ আর্য’ও (Priyansh Arya)। সাউথ দিল্লী সুপারস্টার্স ইনিংসের ১২তম ওভারে বল করছিলেন মনন ভরদ্বাজ। বাম হাতি স্পিনারের প্রথম বলটিকে লং অফের উপর দিয়ে ওড়ান প্রিয়াংশ। দ্বিতীয়,  তৃতীয় ও চতুর্থ ডেলিভারি তিন’টি উড়ে যায় লং অন ঘেঁষে। পঞ্চম ছক্কাটি তিনি মারেন ঠিক বোলারের মাথার উপর। ষষ্ঠ বলটি অফ সাইডে রেখেছিলেন মনন। তাকেও লং অফের পাশ দিয়েই উড়িয়ে দেন প্রিয়াংশ। গড়ে ফেলেন ইতিহাস। .

দেখুন সেই ছয় ছক্কার ওভার-

স্যর গ্যারি সোবার্সের নজির ছুঁলেন প্রিয়াংশ-

Sir Gary Sobers | Image: Twitter
Sir Gary Sobers | Image: Twitter

১৯৬৮ সালের ৩১ অগস্ট ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের অসাধ্যসাধন করেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যর গ্যারি সোবার্স (Sir Gary Sobers)। গ্ল্যামারগনের বিরুদ্ধে এক ওভারের ছ’টি বলে ছ’টি ছক্কা হাঁকিয়েছিলেন নটিংহ্যামশায়ার অধিনায়ক। প্রথম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁর নজির গড়ার ঠিক ৫৬ বছর পর, ২০২৪ সালের ৩১ অগস্ট সোবার্সের মতই এক ওভারের ছ’টি বলে ছক্কা হাঁকালেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। ভারতীয়দের মধ্যে রবি শাস্ত্রীর’ও এই কৃতিত্ব রয়েছে। এছাড়া ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক ওভারে ছ’টি ছয় মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস’ও। কেবল ছয় ছক্কার রেকর্ড গড়েই থেমে যান নি প্রিয়াংশ। সাথে আয়ুষ বাদোনির সাথে ২৮৬ রানের জুটি গড়ে জায়গা করে নিয়েছেন ইতিহাস বইয়ের পাতায়। টি-২০’র ইতিহাসে কোনো উইকেটেই এরচেয়ে বড় পার্টনারশিপের নজির নেই।

সহজ জয় সাউথ দিল্লী সুপারস্টার্সের-

South Delhi Superstarz | Image: Twitter
South Delhi Superstarz | Image: Twitter

বাদোনি ও প্রিয়াংশ (Priyansh Arya) ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩০৮ রান তুলে ফেলেছিলো সাউথ দিল্লী সুপারস্টার্স। এই নিয়ে টি-২০ ইতিহাসে দ্বিতীয়বার এক ইনিংসে ৩০০ রানের বেশী উঠলো। ২০২৪-এর আইপিএলে সানরাইজার্স ২৮৬ রান তুলতে সক্ষম হয়েছিলো। তখন থেকেই ৩০০’র প্রত্যাশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। সেই অপেক্ষা মিটলো আজ। জবাবে ব্যাট করতে নামা নর্থ দিল্লী স্ট্রাইকার্স চাপা পড়লো রানের পাহাড়ের নীচে। একটা সময় ১২৪ রানের মধ্যে তারা ৭ উইকেট হারিয়ে ফেলেছিলো। লজ্জার হাত থেকে রক্ষা করলেন অধিনায়ক প্রাংশু বিজয়রান ও বৈভব রাওয়াল। প্রাংশুর ব্যাট থেকে আসে ৩২ বলে ৬২ রান, বৈভব করেন ১৪ বলে ৩২। তাঁদের সৌজন্যেই ২০ ওভারে ১৯৬ রান অবধি পৌঁছায় স্ট্রাইকার্স’রা। তবুও হারতে হয়েছে ১১২ রানে।

Also Read: আইপিএল নিলামের আগে MI ছাড়ছেন অর্জুন তেন্ডুলকার, ২০ কোটির বিনিময়ে এই দলে নিচ্ছেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *