সাম্প্রতিক সময়ে রোহিত শর্মা (Rohit Sharma) এই বছর আইপিএলের (IPL 2025) মধ্যেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। এর ফলে ভারতীয় লাল বলের ক্রিকেটে বড়ো শূন্যতা তৈরি হয়। এরপরে বিরাট কোহলিও (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে ভক্তদের হতাশ করেন। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ উল্লেখ করেছেন যে এই দুই তারকা ব্যাটসম্যানের এখনও টেস্ট ক্রিকেটে অনেক কিছু দেওয়ার ছিলো। এর মধ্যে বিসিসিআই (BCCI) আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল প্রস্তুত করেছে। অনেক অভিজ্ঞ তারকা এই দলে জায়গা পাননি। এবার ভারতের এই অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান অবসর ঘোষণা করে ক্রিকেট মহলে আলোচনায় উঠে এসেছেন।
Read More: মাঝ সমুদ্রে দুর্ঘটনার কবলে সৌরভের দাদা-বউদি, মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন সিএবি প্রধান !!
অবসর নিলেন গুজরাটের প্রাক্তন অধিনায়ক-

ভারতে অসংখ্য অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন যারা প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে নিজেদের প্রমাণ করেছেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নিতে পারেননি। তাদের মধ্যে অন্যতম নাম হলো প্রিয়াঙ্ক পাঞ্চাল (Priyank Panchal)। গুজরাটের এই প্রাক্তন অধিনায়ক দীর্ঘদিন ধরে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে রীতিমত রাজত্ব করেছেন। তার ব্যাটিং দক্ষতায় দলকে এনে দিয়েছেন একাধিক সম্মান। এবার তিনি আজ সব ধরনের ক্রিকেট থেকে বিদায় ঘোষণা করলেন। প্রিয়াঙ্ক পাঞ্চাল (Priyank Panchal) সোশ্যাল মিডিয়ায় আবেগ ঘন পোস্ট করে লেখেন, “বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে সবাই বাবার মতো হতে চায়। বাবার আদর্শে প্রভাবিত হন সন্তানরা। আমিও আলাদা নই। আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার বাবা শক্তি জুগিয়েছেন। ছোট শহর থেকে ভারতীয় দলের ক্যাপ পরার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। সেই স্বপ্ন আমি দুই দশক ধরে বহন করে নিয়ে গেছি। আমি প্রিয়াঙ্ক পাঞ্চাল (Priyank Panchal) তাৎক্ষণিক সিদ্ধান্তে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। যারা আমায় এত বছর ধরে সাহায্য করেছেন সকলের কাছে আমি কৃতজ্ঞ।”
প্রিয়াঙ্ক পাঞ্চালের কৃতিত্ব-

প্রিয়াঙ্ক পাঞ্চাল (Priyank Panchal) ঘরোয়া লাল বলের ক্রিকেটে ১২৭ ম্যাচে সংগ্রহ করেছেন ৮৮৫৬ রান। তার ব্যাট থেকে এসেছে ৩৪ টি অর্ধশতরান ও ২৯ টি শতরান। ঘরোয়া ক্রিকেটে ২০১৬-১৭ মরসুমে রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে ৪৬০ বলে অপরাজিত ৩১৪ রান করে রেকর্ড তৈরি করেছিলেন তিনি। প্রিয়াঙ্ক পাঞ্চাল (Priyank Panchal) ৯৭ টি লিস্ট ‘এ’ ম্যাচের সঙ্গে খেলেছেন ৫৯ টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৬-১৭ সরসুমে গুজরাটকে এই অভিজ্ঞ ব্যাটসম্যান রঞ্জি ট্রফির শিরোপা এনে দিয়েছিলেন। এছাড়াও এই দলের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফি ও বিজয় হাজারে ট্রফিও জয় করেছেন প্রিয়াঙ্ক (Priyank Panchal)। ফলে তিনি অবসর নেওয়ার পর তার বর্ণাঢ্য ক্রিকেট জীবনকে সম্মান জানিয়ে গুজরাট ক্রিকেট এসোসিয়েশন (GCA) পোস্ট করেছে। তারা লিখেছে, “এক যুগের অবসান ঘটলো। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রিয়াঙ্ক পাঞ্চালের এই দীর্ঘ ক্রিকেট যাত্রাকে অভিনন্দন জানাচ্ছে। তিনি ২৬ মে, ২০২৫ তারিখে সকল ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। প্রিয়াঙ্ক ভারতীয় ‘এ’ দলের হয়ে এবং গুজরাট দলের হয়ে সাহসের সঙ্গে অধিনায়কত্ব করেছেন। আমরা তাকে স্যালুট জানাই। আগামী জীবনের জন্য সাফল্য কামনা করি।”