prithvi-shines-in-mumbai-t20-league

গত এক-দেড় বছরে লাগাতার কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে পৃথ্বী শ-কে (Prithvi Shaw)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘসময় দূরেই রয়েছেন তিনি। গত বছর বাদ পড়েন মুম্বই রঞ্জি স্কোয়াড থেকেও। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁকে দ্বিতীয় সুযোগ দেওয়ার কথা ভেবেছিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) কর্মকর্তারা। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন নি তিনি। বরং শৃঙ্খলাজনিত কারণে জড়িয়েছিলেন বিতর্কে। সময়ে অনুশীলনে না আসা, রাতভর পার্টি করার অভিযোগ উঠেছিলো তাঁর বিরুদ্ধে। সঙ্গে ছিলো ফিটনেস সমস্যাও। ফলে বিজয় হাজারে ট্রফি থেকে ছাঁটাই করা হয় তাঁকে। আইপিএলেও হালে পানি পান নি পৃথ্বী (Prithvi Shaw)। মেগা নিলামে তাঁর প্রতি আগ্রহই দেখায় নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর অবশেষে টি-২০ মুম্বই লীগে ঘুরে দাঁড়ালেন তিনি।

Read More: রাহুল-আথিয়া’র জীবনে নামলো অন্ধকার, হারালেন পরিবারের সদস্যকে !!

গত ৬ জুন থেকে শুরু হয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত টি-২০ মুম্বই লীগের তৃতীয় মরসুম। ‘আইকন’ প্লেয়ার হিসেবে নর্থ মুম্বই প্যান্থারস দলের জার্সি গায়ে চাপিয়েছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। টুর্নামেন্টের শুরুটা ভালো হয় নি তাঁর। প্রথম ম্যাচে বান্দ্রা ব্লাস্টার্সের বিরুদ্ধে করেছিলেন ৫ রান। সোবো মুম্বই ফ্যালকনসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ৫-এর বেশী এগোতে পারেন নি ২৫ বর্ষীয় ওপেনিং ব্যাটার। তৃতীয় ম্যাচে আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্স সাবআর্বসের বিপক্ষে তাঁর ব্যাট থেকে আসে ১২ বলে ১৯ রান। ঘুরে দাঁড়ানোর আভাস তিনি দিয়েছিলেন আর্কস আন্ধেরির বিরুদ্ধে ২৩ বলে ৩৩ রান করে। ফর্মে ফিরলেন আজ আজ ট্রায়াম্ফ নাইট মুম্বই নর্থ ইস্টের বিরুদ্ধে। টসে হেরে প্রথম ব্যাট করতে নামে পৃথ্বীর (Prithvi Shaw) দল। মাত্র ৩৪ বলে ৭৫ করে নজর কেড়ে নেন ২৫ বর্ষীয় তরুণ।

১২টি চার মারেন পৃথ্বী (Prithvi Shaw)। হাঁকান ৩টি ছক্কা’ও। তাঁর ধুন্ধুমার ব্যাটিং-এর ‘অ্যান্টিডোট’ খুঁজে বার করতে রীতিমত হিমশিম খেতে হলো ট্রায়াম্ফ নাইট মুম্বই নর্থ ইস্ট’কে। শেষমেশ সূর্যাংশ শেগড়ের বলে উইকেট হারান তিনি। পৃথ্বী’র পাশাপাশি ‘প্যান্থারস’দের হয়ে রান পেয়েছেন হর্ষল দীপক যাদব (৩০ বলে ৪৬) ও রাহুল দীপক সাওয়ান্ত’ও (৯ বলে ২৬*)। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় স্কোরবোর্ডে ৭ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে তারা। ‘নাইট’দের ওপেনার সিদ্ধান্ত মঙ্গেশ আধতরাও ৪৫ বলে ৭৬ রানের চমৎকার ইনিংস খেললেও বাকিরা বিশেষ সুবিধা করতে পারেন নি। টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) খেলছেন ‘মুম্বই নর্থ ইস্ট’-এর হয়ে। ২৯-এর বেশী এগোতে পারেন নি তিনিও। নির্ধারিত ১৯.৫ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায় তারা। ৩৮ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেন পৃথ্বীরা (Prithvi Shaw)।

Also Read: আইপিএল থেকে অবসর নিচ্ছেন বিরাট কোহলি, পদপিষ্টের ঘটনার জেরে নিলেন এই সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *