বেশ কিছু সময় ধরেই খবরের লাইমলাইটে রয়েছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। এক তরুণ ডানহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে আত্মপ্রকাশ ঘটে পৃথ্বীর। তবে, ফর্ম ও ফিটনেসের অভাবের কারণে দল থেকে বাদ যান তিনি। খুব অল্প বয়স থেকেই পৃথ্বী প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন। অল্প বয়সেই তিনি তার বিস্ফোরক ব্যাটিং দিয়ে সকলের নজর কেড়েছিলেন। অধিনায়ক হিসাবে তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন সেঞ্চুরি হাঁকিয়ে। যদিও বারবার দলের বাইরে থাকতে হয়েছে শ’কে।
Read More: বিশ্বকাপের আগেই হাতির দাঁত দেখালো পাকিস্তান, ‘বুমরাহ’-কে দিয়ে বিপক্ষকে করলো কুপোকাত !!
Read More: বিশ্বকাপের আগেই হাতির দাঁত দেখালো পাকিস্তান, ‘বুমরাহ’-কে দিয়ে বিপক্ষকে করলো কুপোকাত !!
ঘরোয়া ক্রিকেটে রান বানিয়েও সুযোগ পাচ্ছেন না পৃথ্বী
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ রান স্কোরার হওয়ার সত্বেও এবছর আইপিএলে তার পারফরমেন্সের উপর প্রভাব ফেলেছে, পাশাপাশি গত দুই বছরে তিনি কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। তার জায়গা নিয়ে নিয়েছেন তারই সতীর্থ শুভমান গিল (Shubman Gill)। তবে, জাতীয় দলে সুযোগ না পেয়েও, তিনি কাউন্টি ক্রিকেটে নিজেকে মনোনিবেশ করতে চান। এখন দেওধর ট্রফি বাদ দিয়ে তিনি যুক্তরাজ্য ভ্রমণ করতে প্রস্তুত চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলার জন্য। ক্রিকবাজকে দেওয়া একটি সাক্ষাৎকারে, পৃথ্বী ক্রমাগত বিতর্কের মধ্যে থাকার কথা নিয়ে মুখ খুললেন।
তার উপর থাকা অভিযোগ গুলো নিয়ে মন্তব্য নিয়ে তিনি বলেন, “আমি আমার মধ্যে থাকতেই বেশি পছন্দ করি। আমাকে নিয়ে মানুষ অনেক কথা বলে। কিন্তু আমাকে যারা চেনেন তারা জানেন আমি কেমন। কোন বন্ধু নেই আমার, বেশি বন্ধুত্ব করতে আমি পছন্দ করি না। নিজের চিন্তাভাবনা কারও সঙ্গে ভাগ করে নিতে ভয় করে। কোনও না কোনও ভাবে সেটা সমাজমাধ্যমে চলে আসে। আমার খুব কম বন্ধু। মাত্র দু’জন আমার বন্ধু। কিন্তু তাদেরও আমি সব কিছু বলি না। খুব কম কথাই বলি তাদের সাথে।“
একা থাকতেই পছন্দ করেন পৃথ্বী
পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা নান রকম অভিযোগ নিয়ে মন্তব্য করে তিনি বলেছেন, “এসব অভিযোগ শুনতে হবে, এটা কাটানোর অন্যকোন উপায় নেই। যদি আপনার কান থাকে তবে অবশ্যই আপনার সম্পর্কে যা বলা হচ্ছে আপনি সেটা শুনতে পাবেন। তাই যখন কেউ আপনাকে নিয়ে কিছু বলে সেটা অবশ্যই কানে বাজে, তবে এগুলোকে উপেক্ষা করে মাঠের ভিতর কি হচ্ছে সেবিষয়ে ভাবতে হবে।” এছাড়া তিনি একাই নিজের জীবন উপভোগ করছেন বলেও জানিয়েছেন। এবিষয়ে মন্তব্য করে তিনি জানিয়েছেন যে, “আমি খেলা শেষ হলে আমার রুমে ফিরে যাই এবং আরাম করি, স্নান করি এবং প্লেস্টেশন খেলি – ফিফা, কল অফ ডিউটি বা আনচার্টেড। বাইরে গেলেই মানুষ বিরক্ত করবে, সোশ্যাল মিডিয়া খুললেও সেখানে পিছু লেগে থাকবে। তাছাড়া, বাইরে গিয়ে আমি কি করবো? আমি যেখানেই যাই না কেন সেখানে কিছু না কিছু ঘটে। তাই যাওয়া বন্ধ করে দিয়েছি। আজকাল আমি একা একাই লাঞ্চ এবং ডিনার করি আর এখন আমি একা থাকাটা বেশ পছন্দ করি।“