prithvi-shaw-smashed-ton-in-smat-2022

সাড়া জাগিয়ে শুরুটা করেছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই তাঁর মধ্যে দেখতে পেয়েছিলেন শচীন তেন্ডুলকরের ছায়া। স্কুল ক্রিকেটের আঙিনা থেকেই নিয়মিত সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর ২০১৮-এর অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ খ্যাতির নয়া শৃঙ্গে পৌঁছে দেয় পৃথ্বীকে (Prithvi Shaw)। অধিনায়ক হিসেবে বিশ্বজয় করেছিলেন তিনি। এরপর বেশীদিন অপেক্ষা করতে হয় নি। ২০১৮ সালেই প্রথমবার সিনিয়র জাতীয় দলের ডাক এসেছিলো তাঁর কাছে। অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতরান’ও করেছিলেন। কিন্তু সাফল্য দীর্ঘস্থায়ী হয় নি তাঁর। ফর্ম সমস্যা, বেহিসেবী জীবন ও অন্যান্য নানা কারণে হারিয়ে যাওয়ার মুখে তিনি। অসামান্য প্রতিভার অধিকারী তরুণ যাবতীয় সমস্যা দূরে সরিয়ে ছন্দে ফিরুন, প্রার্থনা ক্রিকেটজনতার।

Read More: IND vs AUS 3rd Test: তৃতীয় টেস্টের আগে কপাল পুড়লো টিম ইন্ডিয়ার, চিন্তা বাড়াচ্ছে বুমরাহ’র চোট !!

অসমের বিরুদ্ধে শতক পৃথ্বী’র-

Prithvi Shaw | Image: Twitter
Prithvi Shaw | Image: Twitter

ধারাবাহিকতার অভাব রয়েছে খেলায়, কিন্তু তা সত্ত্বেও পৃথ্বী শ’কে (Prithvi Shaw) এই প্রজন্মের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে মেনে নিতে আপত্তি নেই কারও। সেই প্রতিভার কিছু ঝলক দেখা গিয়েছিলো ২০২২ সালের সৈয়দ মুস্তাক আলি (SMAT 2022) ট্রফিতে। অসমের বিরুদ্ধে গ্রুপ-এ’র ম্যাচে জ্বলে উঠেছিলেন মুম্বইয়ের তরুণ। রাজকোটের মাঠে সেদিন রাজ চলেছিলো তরুণ তুর্কি’র। টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো অসম। ব্যুমেরাং হয়ে ফিরেছিলো সেই চাল। ওপেন করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন পৃথ্বী (Prithvi Shaw)। সহ-ওপেনার আমন খান আউট হয়েছিলেন ১৫ রান করে। তিনে নামা যশস্বী জয়সওয়ালকে সাথে নিয়ে দক্ষযজ্ঞ চালান পৃথ্বী। ডান হাতি তারকার বিক্রমে খড়কুটোর মত উড়ে গিয়েছিলো রিয়ান পরাগের দল।

১৬টি চার ও ৯টি ছক্কার সাহায্যে মাত্র ৬১ বলে ১৩৪ রান করেছিলেন পৃথ্বী (Prithvi Shaw)। স্ট্রাইক রেট ছিলো ২২০-র কাছাকাছি। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) সেদিন করেছিলেন ৩০ বলে ৪২ রান। আগামীর তারকা হয়ে ওঠার ইঙ্গিত মিলেছিলো তাঁর ব্যাটে। ফিনিশার শিবম দুবে ৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। স্কোরবোর্ডে ৩ উইকেটের বিনিময়ে ২৩০ রান যোগ করে ফেলে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে তুষার দেশপাণ্ডে, শামস মুলানি, ধবল কুলকার্ণিদের বোলিং-এর সামনে নতজানু হয় অসম। তারা ১৯.৩ বলে ১৬৯ রান করেই গুটিয়ে গিয়েছিলো। ১০ বলে ২৮ রানের ঝোড়ো ক্যামিও খেলেন রিয়ান পরাগ। ৬১ রানে জয় ছিনিয়ে নিয়েছিলো মুম্বই। সেবার ফাইনালে হিমাচল প্রদেশকে হারিয়ে ট্রফি জেতে মুম্বই। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক’ও হন পৃথ্বী শ (Prithvi Shaw)।

অন্ধকারে ডুবেছে পৃথ্বী’র কেরিয়ার-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

উল্কার গতিতে উত্থান হয়েছিলো পৃথ্বী শ-এর (Prithvi Shaw)। সেই একই গতিতে মুখ থুবড়েও পড়েছেন তিনি। ২০২০-২১’এর অস্ট্রেলিয়া সফরে ইনস্যুইং-এর বিপক্ষে তাঁর দুর্বলতা সামনে আসে। স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডদের সামলাতে গিয়ে ঘোর সমস্যায় পড়েন তিনি। সেই সিরিজে ব্যর্থ হওয়ার পর থেকে আর টেস্ট দলে ডাক আসে নি। ২০২১-এর শ্রীলঙ্কা সফরে শেষবার দেশের হয়ে ওডিআই ও টি-২০তেও দেখা গিয়েছে তাঁকে। এরপর তিন বছর কেটে গেলেও বন্ধই থেকেছে জাতীয় দলের দরজা। সম্প্রতি শৃঙ্খলাভঙ্গ ও ফিটনেস সংক্রান্ত জটিলতার কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছিলো মুম্বইয়ের রঞ্জি দল থেকে। আইপিএলের মেগা নিলামে ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস রেখেও দল পান নি তিনি। প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারত ২০২৪-এর সৈয়দ মুস্তাক আলি ট্রফি, কিন্তু সেখানেও ধারাবাহিক নন পৃথ্বী (Prithvi Shaw)।

Also Read: IPL 2025: চিন্তা বাড়লো নাইট রাইডার্সের, দল থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ব্যাটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *