prithvi-shaw-shines-in-dy-patil-league
Prithvi Shaw | Image: Getty Images

স্কুল ক্রিকেটের সময় থেকেই সংবাদমাধ্যমের ফোকাসে ছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। মুম্বইয়ের তরুণ তুর্কি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ২০১৮ সালের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের পর। অধিনায়ক হিসেবে সেবার ট্রফি জেতেন তিনি। সিনিয়র দলে অভিষেকের জন্য বেশীদিন অপেক্ষা করতে হয় নি পৃথ্বী’কে। ঐ বছরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে ডাক পান। শুরুটা করেছিলেন শতরান করে। কিন্তু সাফল্যের সোনালী সময় দীর্ঘস্থায়ী হয় নি তাঁর জীবনে। যেভাবে উল্কার গতিতে উত্থান হয়েছিলো, ঠিক সেভাবেই হারিয়েও যান তিনি। অফ ফর্মের পাশাপাশি মাঠের বাইরে জড়িয়ে পড়েন নানা সমস্যায়। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলে সুযোগ ছিলো প্রত্যাবর্তন ঘটানোর। কিন্তু সেখানেও নিজের প্রতিভার সাথে সুবিচার করতে পারেন নি পৃথ্বী (Prithvi Shaw)। ২০২৫-এ আইপিএল নিলামে অবিক্রিত থাকেন তিনি। এমনকি মুম্বইয়ের প্রথম শ্রেণি ও লিস্ট-এ ক্রিকেট দলেও ঠাঁই হয় নি তাঁর।

Read More: IPL 2025: স্বপ্নভঙ্গ KL রাহুলের, পাচ্ছেন না দিল্লী ক্যাপিটালসের অধিনায়কত্ব !!

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পৃথ্বী শ-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

মাত্র ২৫ বছর বয়স পৃথ্বী শ-এর (Prithvi Shaw)। কিন্তু এর মধ্যেই শৃঙ্খলাভঙ্গ, নিষিদ্ধ পদার্থ সেবনের মত গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে তাঁর ফিটনেস নিয়েও। মাঠ ও মাঠের বাইরে নানান সমস্যায় জর্জরিত পৃথ্বী চেষ্টা করছেন নিজেকে একটা ‘দ্বিতীয় সুযোগ’ দিতে। রঞ্জি বা বিজয় হাজারে ট্রফি খেলতে পারেন নি দল থেকে বাদ পড়ায়। আপাতত সুযোগ নেই আইপিএল খেলারও। এমতাবস্থায় ডি ওয়াই পাতিল টি-২০ লীগকেই প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন ওপেনিং ব্যাটার। কর্পোরেট টুর্নামেন্টে রুট মোবাইল দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন তিনি। নবি মুম্বইয়ের মাঠে প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচে যেভাবে পারফর্ম করেছেন পৃথ্বী (Prithvi Shaw), তা আশার আলো দেখাচ্ছে অনুরাগীদের। টাটা ও টেক স্পোর্টস দলের বিরুদ্ধে দুই ম্যাচেই অর্ধশতক করেছেন তিনি। চার-ছক্কার ফুলঝুড়ি দেখা গিয়েছে তাঁর ব্যাটে।

প্রথম ম্যাচে ২০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ বলে ৬৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন পৃথ্বী শ। মারেন ১২ টি চার। ইনিংসে সর্বোচ্চ স্কোর অবশ্য অথর্ব কালের। ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৯৪ করেন তিনি। সহজেই লক্ষ্যে পৌঁছে যায় পৃথ্বীদের দল। দ্বিতীয় ম্যাচে টেক স্পোর্টসের বিরুদ্ধে ফের বিধ্বংসী রূপ ধরেছিলেন মুম্বইয়ের তরুণ। ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলে তিনি করেন ৬৫ রান। দুই ম্যাচ মিলিয়ে আপাতত তাঁর রান সংখ্যা ১২৮। স্ট্রাইক রেট ২১০-এর কাছাকাছি। ১১২ করেছেন কেবল বাউন্ডারি আর ওভার বাউন্ডারি মেরে। অর্থাৎ মোট রানের ৮৭.৫ শতাংশ কেবল বড় শট হাঁকিয়েই করেছেন তিনি। ডি ওয়াই পাতিল টি-২০ লীগে বেশ ফিট ও আগ্রাসী মনে হয়েছে তাঁকে। রানের খিদেও যে ফিরেছে তা স্পষ্ট পরিসংখ্যান থেকে।

আইপিএলে খেলতে পারেন পৃথ্বী-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

২০১৮ সাল থেকে ২০২৪ অবধি দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলেছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। কিন্তু প্রতিভার প্রতি সুবিচার করতে পারেন নি মুম্বইয়ের তরুণ। ৭৯টি ম্যাচে ২৩.৯৪ গড়ে করেছেন ১৮৮২ রান। ২০২৫-এ আর তাঁকে ধরে রাখার ঝুঁকি নেয় নি দিল্লী। ‘রিলিজড’ হওয়ার পর মেগা নিলামে নাম লিখিয়েছিলেন তিনি। বেস প্রাইসও কমিয়ে রেখেছিলেন ৭৫ লক্ষ। কিন্তু কোনো দলই আগ্রহ দেখায় নি তাঁকে নিয়ে। শেষমেশ অবিক্রিতই থাকেন তিনি। তবে ডি ওয়াই পাতিল টি-২০ লীগের ফর্ম যদি ধরে রাখতে পারেন তিনি, তাহলে আসন্ন আইপিএলে শিকে ছিঁড়লেও ছিঁড়তে পারে পৃথ্বী’র কপালে। কোনো ভারতীয় তারকা যদি টুর্নামেন্ট শুরুর আগে বা আইপিএলের (IPL) মাঝপথে আহত হন, সেক্ষেত্রে বিকল্প হিসেবে ২৫ বছরের তরুণকে ভেবে দেখা হতে পারে। সুযোগের জন্য অপেক্ষা করা ছাড়া আপাতত কোন রাস্তা খোলা নেই তাঁর জন্য।

Also Read: CT 2025: “লাহোরের আলো পরিষ্কার তো?..” আফগানদের কাছে হারের পর ইংল্যান্ডকে কটাক্ষ করলেন সুনীল গাভাস্কার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *