prithvi-shaw-shares-practice-selfie

২০১৮ সালে ভারতীয় ক্রিকেটের আকাশে ধূমকেতুর মত উত্থান পৃথ্বী শ-এর (Prithvi Shaw)। অধিনায়ক হিসেবে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলেন তিনি। সিনিয়র জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্যও অপেক্ষা করতে হয় নি বেশীদিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে শতরান করে সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিন, রোহিত শর্মা’দের মত কিংবদন্তিদের রেকর্ডে ভাগ বসান তিনি। আগামীতে বাইশ গজ শাসন করবেন পৃথ্বী (Prithvi Shaw), ভবিষ্যদ্বাণী করেছিলেন অনেকে। তাঁকে ‘দ্বিতীয় শচীন’ আখ্যাও দিয়েছিলেন কেউ কেউ। কিন্তু প্রত্যাশিত পথে এগোয় নি পৃথ্বী’র কেরিয়ার। অফ ফর্ম, ফিটনেসজনিত সমস্যা আর উচ্ছৃঙ্খল জীবনযাপন বাধা হয়ে দাঁড়ায় তাঁর জন্য। প্রথমে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েন। এরপর আইপিএল ও ঘরোয়া ক্রিকেটেও প্রশ্নের মুখে পড়ে তাঁর জায়গা। একের পর এক ধাক্কা খাওয়ার পর এখন ঘুরে দাঁড়ানোর লড়াই লড়ছেন ২৫ বর্ষীয় তরুণ।

Read More: পাকিস্তান ছেড়েছেন বাবর, এশিয়া কাপ খেলবেন হং কং-এর জার্সিতে !!

মহারাষ্ট্রের অনুশীলনে পৃথ্বী-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

মুম্বইতে জন্ম পৃথ্বী শ-এর (Prithvi Shaw)। ঘরোয়া ক্রিকেটে পথচলা শুরু করেন মুম্বইয়ের হয়ে। রঞ্জি, বিজয় হাজারে ট্রফি বা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছিলেন নিয়মিত। কিন্তু গত বছর কর্মকর্তাদের রোষানলে পড়তে হয় তাঁকে। প্রথমে রঞ্জি ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় তাঁকে। এরপর ফেরানো হয়েছিলো সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। কিন্তু শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে তরুণ ওপেনারের বিরুদ্ধে। ম্যাচের দিন ভোররাতে টিম হোটেলে ফেরেন পৃথ্বী (Prithvi Shaw), নির্দিষ্ট সময়ে অনুশীলনে আসেন না, এমনকি মাঠে ফিল্ডিং-এর সময় নিজের সেরাটুকু দেন না-এমন একের পর এক অভিযোগ তাঁর বিরুদ্ধে করেছিলেন মুম্বই কর্মকর্তারা। এমনকি সতীর্থ শ্রেয়স আইয়ার’ও (Shreyas Iyer) পাশে দাঁড়ান নি তাঁর। “কাউকে বেবিসিট করা সম্ভব নয়,” বলতে শোনা গিয়েছিলো তাঁকে। এরপর বিজয় হাজারে ট্রফির স্কোয়াড থেকে ফের বাদ পড়েন পৃথ্বী।

মুম্বই দলে প্রত্যাবর্তন ঘটানো যে কঠিন তা অনুমান করতে পেরেছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। তাই নয়া মরসুমের আগে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এনওসি চেয়ে নিয়েছেন এমসিএ থেকে। ভেঙেছেন দীর্ঘদিনের সম্পর্ক। কোন দলে যোগ দেবেন প্রতিভাবান ব্যাটার? কৌতূহল ছিলো অনুরাগীদের মধ্যে। শেষমশ মহারাষ্ট্রে নাম লিখিয়েছেন তিনি। পুরনো ভুলত্রুটি মুছে নয়া উদ্যমে ব্যাট হাতে মাঠে নামতে চান, জানিয়েছেন নিজেই। চলতি মাসেই শুরু হচ্ছে ২০২৫-২৬ ঘরোয়া ক্রিকেট মরসুম। তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন পৃথ্বী (Prithvi Shaw)। আজ মহারাষ্ট্রের সাদা জার্সিতে নিজের একটি সেল্‌ফি ইন্সটাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “আমার প্রিয় ফর্ম্যাটে ফিরে এলাম।” মুম্বইয়ের রঞ্জি স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন। এবার মহারাষ্ট্রের হয়ে লাল বলের ক্রিকেটে তিনি যে ‘প্রায়শ্চিত্ত’ করতে মরিয়া তা বুঝিয়ে দিয়েছেন তিনি।

দেখে নিন সেই সেলফি-

Prithvi Shaw | Image: Instagram
Prithvi Shaw | Image: Instagram

‘অনেক ভুল করেছি,’ স্বীকারোক্তি পৃথ্বী’র-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

অল্প বয়সেই কেরিয়ারে নানা উত্থানপতনের সাক্ষী থাকতে হয়েছে পৃথ্বী শ-কে (Prithvi Shaw)। বিপুল জনপ্রিয়তা যেমন দেখেছেন, তেমনই নিজেকে ক্রিকেটের মূলস্রোত থেকে হারিয়ে যেতেও দেখেছেন তিনি। নিজের ভুলেই যে ডুবেছেন অন্ধকারে তা মাসখানেক আগে নিউজ ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকারই করে নিয়েছিলেন ক্রিকেট তারকা। আক্ষেপের সুরে তিনি বলেছিলেন, “অনেকগুলো বিষয় রয়েছে। মানুষজনের ধারণার বাইরে সেটা। আমি জানি আসলে কি হয়েছে। আমি বুঝতে পারি। আমি জীবনে প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমি ক্রিকেটকে সময় দেওয়া কমিয়ে দিয়েছিলাম। আগে প্রচুর অনুশীলন করতাম। নেটে ৩ থেকে ৪ ঘন্টা ব্যাটিং করতাম। ব্যাটিং করার সময় কখনও ক্লান্ত হতাম না। দিনের অর্ধেকটা মাঠেই কাটত। আমি স্বীকার করছি যে আমার ফোকাস নড়ে গিয়েছিলো।”

 Also Read: “একটা ম্যাচ খুবই তুচ্ছ বিষয়…” এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাক, ক্ষোভ উগড়ে দিলেন হরভজন সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *