আইপিএলের (IPL 2025) মঞ্চ থেকে প্রতি বছর একাধিক তরুণ ক্রিকেটার জাতীয় দলে উঠে আসেন। তবে তাদের শুরুটা বেশিভাগ সময় ঘরোয়া ক্রিকেটে থেকে হয়ে থাকে। বিসিসিআই (BCCI) সব সময় ঘরোয়া টুর্নামেন্টগুলিকে উৎসাহ দেয়। এই বছর আইপিএলেও আমরা একাধিক প্রতিভাবান ভারতীয় তরুণ ক্রিকেটারদের লড়াই করতে দেখেছি। তাদের মধ্যে প্রিয়াংশ আর্য (Priyansh Arya), অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) এবং বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) অন্যতম। তবে অনেক ক্রিকেটার আছেন যারা আইপিএল থেকে জনপ্রিয়তা পাওয়ার পর সফলতা ধরে রাখতে পারেননি। পৃথ্বী শ (Prithvi Shaw)-কে এক সময় ভবিষ্যতের শচীন তেন্ডুলকার বলা হতো। কিন্তু এই বছর মেগা নিলামে কোনো দলে তিনি জায়গা করে নিতে পারেননি। আজ তার এক বিধ্বংসী ইনিংস তুলে ধরা হলো।
Read More: ভারতের মাটিতে হবে WTC’এর ফাইনাল, প্রস্তুতি শুরু করলো বিসিসিআই !!
রঞ্জিতে ব্যাটিং তান্ডব পৃথ্বীর-

২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দল পৃথ্বী শ (Prithvi Shaw)-এর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর তিনি আইপিএল সহ জাতীয় দলেও নিজের জায়গা করে নিয়েছিলেন। এমনকি রঞ্জি ট্রফিতেও এই তারকা ব্যাটসম্যান একাধিক বিধ্বংসী ইনিংস খেলেছেন যা এখনও ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে আছে। তবে সাম্প্রতিক সময় পৃথ্বী শ-এর অনিয়ন্ত্রিত জীবনযাপন ক্রিকেট মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। বর্তমানে তিনি শারীরিকভাবে ফিট নন বলেও জল্পনা সামনে এসেছিল। অন্যদিকে এই ঘটনাটি ২০২৩ সালের জানুয়ারি মাসে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ঘটেছিল। আসামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাইয়ের হয়ে এক ইনিংসে ৩৮৩ বলে ৩৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এই তারকা ব্যাটসম্যান। পৃথ্বী (Prithvi Shaw) ইনিংসটি ৪৯ টি চার এবং ৪ টি ছয় দিয়ে সাজিয়েছিলেন। এখনও পর্যন্ত এই রান রঞ্জি ট্রফিতে এক ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রান।
একাধিক রেকর্ড গড়েছেন পৃথ্বী-

আসামের বিপক্ষে ৩৭৯ রান করে পৃথ্বী শ (Prithvi Shaw) রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) একাধিক রেকর্ড গড়েছিলেন। এখনও পর্যন্ত রঞ্জি ট্রফিতে ৩৫০ রান করা সর্বশেষ ক্রিকেটার তিনি। ১ জানুয়ারি ২০১৭ সালে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে পৃথ্বী শ (Prithvi Shaw) অভিষেক করেছিলেন। এই ম্যাচের দ্বিতীয় দ্বিতীয় ইনিংসেই তিনি শতরান করে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ হয়েছিলেন। এরপর দলীপ ট্রফিতেও অভিষেক করেও শতরান করে ইতিহাস তৈরি করেন পৃথ্বী (Prithvi Shaw)। শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পর তিনি একমাত্র ব্যাটসম্যান যিনি রঞ্জি ট্রফি এবং দিলীপ ট্রফি উভয় টুর্নামেন্টেই অভিষেক ম্যাচে শতরান করেছেন। অন্যদিকে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বীরেন্দ্র শেহবাগের (Virender Sehwag) পর পৃথ্ব শ (Prithvi Shaw) একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে ত্রিশতরান করার সঙ্গে সঙ্গে লিস্ট ‘এ’-তে দ্বিশতরান এবং টি টোয়েন্টিতে শতরান করেছেন।