Prithvi Shaw: রঞ্জির ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই এবং রেস্ট অফ ইন্ডিয়ার মধ্যে গত ১লা অক্টোবর থেকে শুরু হয়েছে ইরানি কাপ। ইরানি কাপের ম্যাচে মুম্বই দল ও রেস্ট অফ ইন্ডিয়া দলে একেরপর এক সুপারস্টারদের দেখতে পাওয়া যাচ্ছে। রেস্ট অফ ইন্ডিয়া দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
প্রথমে ব্যাটিং করতে এসে মুম্বই দলের হয়ে প্রথম ইনিংসে দ্বিশতরানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সরফরাজ খান। ২৮৬ বলে ২৫টি চার এবং ৪টি ছক্কার বিনিময়ে ২২২ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তাছাড়া ক্যাপ্টেন রাহানে ৯৭, তনুষ কটিয়ান শ্রেয়স আইয়ারের ৫৭ রানেই বিনিময়ে প্রথম ইনিংসে মুম্বই ৫৩৭ রান বানায়।
Read More: Prithvi Shaw: যুজবেন্দ্র চাহালের বোনের সাথেই সাতপাক ঘুরতে চলেছেন পৃথ্বী শ, বিয়ের ডেট হলো কনফার্ম !!
আক্রমণাত্মক ব্যাটিং করলেন পৃথ্বী
জবাবে ব্যাটিং করতে এসে রেস্ট অফ ইন্ডিয়া দলের হয়ে অভিমন্যু ঈশ্বরণ ২৯২ ম্যাচে ১৯১ রান বানান এবং ধ্রুব জুড়েলের ৯৩ রানের ইনিংসে ৪১৬ রানে শেষ হয় রেস্ট অফ ইন্ডিয়ার প্রথম ইনিংস। এরপর আবার ব্যাট করতে আসে মুম্বই দল। চতুর্থ দিনের শেষে মুম্বই দল ২৭৪ রানে এগিয়ে। মুম্বইয়ের এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের পিছনে রয়েছেন ওপেনার ব্যাটসম্যান পৃথ্বী শ (Prithvi Shaw)। প্রথম ইনিংসে কেবমাত্র ৪ রান বানিয়েছিলেন পৃথ্বী।
তবে দ্বিতীয় ইনিংসে পৃথ্বীর (Prithvi Shaw) ব্যাট থেকে ৩৭ বলে অর্ধশতাধিক রান এবং ১০৫ বলে ৭৬ রানের একটি ধ্বংসাত্মক ব্যাটিং দেখতে পাওয়া যায়। পৃথ্বী তার ব্যাটে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন। বাউন্ডারির বিচারে ৯ বলে ৩৮ রান বানিয়েছেন পৃথ্বী। তার এই দুরন্ত পারফর্মেন্সে আপাতত এগিয়ে মুম্বই দল। দিনশেষে মুম্বই ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান বানিয়েছে।