ক্রিকেটের বাইশ গজে সময়টা ভালো যাচ্ছে না পৃথ্বী শ-এর (Prithvi Shaw)। প্রায় দুই বছরের বেশী সময় জাতীয় দলের হয়ে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পান নি। ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ এবং টি-২০ খেলেছেন। টেস্টে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন আরও আগে। ২০১৮ সালের অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক পৃথ্বী (Prithvi Shaw) শুরুটা সাড়া জাগিয়েই করেছিলেন। অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন চোখধাঁধানো শতরান, কিন্তু এরপর যত সময় গিয়েছে আন্তর্জাতিক আঙিনা থেকে ধীরে ধীরে হারিয়ে গিয়েছেন তিনি। মাঠের অফ ফর্মের পাশাপাশি মাঠের বাইরেও নানা বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েছেন তিনি। তাতে আদপে ক্ষতি হয়েছে তাঁর ক্রিকেট কেরিয়ারেরই।
ভারতীয় দলে প্রত্যাবর্তনের জন্য ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ভালো খেলা অত্যন্ত প্রয়োজনীয় ছিলো পৃথ্বীর (Prithvi Shaw) কাছে। কিন্তু সেখানেও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে ৩৭৯ রান করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বছরের গোড়ার দিকে টি-২০ স্কোয়াডে জায়গাও দেওয়া হয়েছিলো তাঁকে। যদিও প্রথম একাদশে রাখা হয় নি। কিন্তু আইপিএলে হতশ্রী পারফর্ম করে সেই স্বল্প সুযোগটুকুও হারিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ বা আয়ারল্যান্ড সফরে জায়গা হয় নি। রাখা হয় নি সেপ্টেম্বরের এশিয়ান গেমসের দলেও। নিজের ব্যাটিং ছন্দ খুঁজে পেতে পৃথ্বী (Prithvi Shaw) দেশ ছেড়ে এখন পাড়ি দিয়েছেন বিদেশে। ইংল্যান্ডে খেলছেন মেট্রো ব্যাঙ্ক ওয়ান ডে কাপ। সেখানেও অবশ্য নিজেকে এখনও নিজেকে বিশেষ মেলে ধরতে পারেন নি। বরং অবিশ্বাস্যভাবে হিট উইকেট আউট হয়ে নেটমাধ্যমের চর্চায় ভারতীয় তরুণ।
Read More: World Cup 2023: বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড, হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এই তারকা খেলোয়াড়ের !!
ইংল্যান্ডে হিট-উইকেট পৃথ্বী শ-
ভারত ছেড়ে বর্তমানে পৃথ্বী শ (Prithvi Shaw) রয়েছেন ইংল্যান্ডে। সেখানের ঘরোয়া একদিনের প্রতিযোগিতা মেট্রো ব্যাঙ্ক ওয়ান ডে কাপে নর্দাম্পটনশায়ার কাউন্টির হয়ে খেলছেন মুম্বইয়ের তরুণ। প্রস্তুতি ম্যাচে ৩৯ বলে ৬৫ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে আশা জাগিয়েছিলেন পৃথ্বী। কিন্তু ওয়ান ডে কাপের প্রথম ম্যাচে ফের বড় রান করতে ব্যর্থ হলেন তিনি। আউট হলেন ৩৫ বলে ৩৪ রান করে। তবে পৃথ্বীর (Prithvi Shaw) কম রানে আউট হওয়া নয়, বরং যে ভাবে তিনি উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তাই উঠে এসেছে সমাজমাধ্যমের আলোচনায়। ফিটনেস নিয়ে প্রায়শই কটাক্ষের মুখে পড়তে হয়েছে পৃথ্বীকে (Prithvi Shaw)। ওয়ান ডে কাপে আউট হওয়ার পর ফের একবার প্রশ্ন উঠেছে তাঁর ফিটনেস নিয়ে। জাতীয় দলের রেডারে থাকা কোনো ক্রিকেটার কি ভাবে নিজের ফিটনেসকে এত হাল্কা ভাবে নিতে পারেন? প্রশ্ন তুলছেন অনেকেই।
গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন পৃথ্বী (Prithvi Shaw)। দ্রুত কিছু উইকেট পড়লেও ভারতীয় ব্যাটার এগোচ্ছিলেন মসৃণ ভাবেই। কিন্তু ডাচ বোলার ফান মেকেরেনের (Paul van Meekeren) শর্ট বল সামলাতে পারেন নি তিনি। কোনোক্রমে বল হেলমেটে আছড়ে পড়া রুখতে পারলেও বজায় রাখতে পারেন নি দেহের ভারসাম্য। সটান পড়ে যান স্টাম্পের উপরেই। হিট উইকেট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। প্রথমে ব্যাট করে গ্লস্টারশায়ার এদিন স্কোরবোর্ডে তুলেছিলো ২৭৮ রান। তাড়া করতে নেমে পৃথ্বীর (Prithvi Shaw) নর্দাম্পটনশায়ার একটা সময় অনেকটাই পিছিয়ে পড়েছিলো। অধিনায়ক ল্যুইস ম্যাকমানাস (Lewis McManus) এবং টম টেলর (Tom Taylor) ম্যাচে ফেরান তাদের। ম্যাকমানাসের ৫৪ এবং টম টেলরের ৮৮ বলে ১১২ রানের ইনিংস সত্ত্বেও ২৫৫ রানের বেশী এগোয় নি নর্দাম্পটশায়ার। মরসুমের প্রথম ওয়ান ডে ম্যাচে ২৩ রানে হারে পৃথ্বী শ-র দল।
দেখে নিন পৃথ্বী শ-র আউট হওয়ার ভিডিও-
A bizarre hit wicket dismissal for Prithvi Shaw. pic.twitter.com/Osn1YdVd3k
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 5, 2023