একটা সময় মুম্বইয়ের ক্রিকেটমহলে হইচই ফেলে দিয়েছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। স্কুল ক্রিকেটে তাঁর পরিসংখ্যান চোখ কপালে তুলে দিয়েছিলো বিশেষজ্ঞদের। অনেকেই তাঁর তুলনা শুরু করে দিয়েছিলেন শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে। ক্রিকেটের ঈশ্বর স্বয়ং মুগ্ধ হয়েছিলেন পৃথ্বী’র প্রতিভায়। তাঁর সাথে দেখাও করেছিলেন তিনি। আশীর্বাদ করেছিলেন আগামীর জন্য। বয়সভিত্তিক ক্রিকেটের বিভিন্ন ধাপ পেরিয়ে ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে অংশ নেন পৃথ্বী। তাঁকেই অধিনায়ক বেছে নিয়েছিলো বিসিসিআই। মুম্বইয়ের তরুণের জয়যাত্রা জারি ছিলো বিশ্বমঞ্চেও। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রফি জেতে ভারতীয় দল। সিনিয়র ক্রিকেটের মঞ্চেও পৃথ্বীকে আগামীর সুপারস্টার হিসেবে চিহ্নিত করেছিলেন অনেকেই। খোদ আইসিসি’ও ইউটিউব ভিডিও’র থাম্বনেলে পৃথ্বী’র (Prithvi Shaw) পাশে লিখেছিলো ‘পরবর্তী শচীন।’
Read More: IND vs NZ, 1ST TEST 2024: বরুণ দেবের নজর বেঙ্গালুরুতে, বৃষ্টির কারণে পন্ড হলো ভারত-নিউজিল্যান্ডের প্রথম দিনের খেলা !!
অন্ধকারে ডুবেছে পৃথ্বী’র কেরিয়ার-
২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ (ICC U-19 World Cup) জয়ের কিছুদিনের মধ্যেই টিম ইন্ডিয়াতে ডাক পান পৃথ্বী শ (Prithvi Shaw)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুটাও সাড়া জাগিয়ে করেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের মত অভিষেক টেস্টে করেছিলেন শতরান। কিন্তু যে উচ্চতায় তিনি পৌঁছতে পারবেন বলে মনে করা হয়েছিলো সেখানে পৌঁছানো সম্ভব হয় নি পৃথ্বী’র পক্ষে। কখনও চোট আঘাত আবার কখনও মাঠের বাইরে কোনো বিতর্ক জড়িয়ে পড়েছেন তিনি। যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর কেরিয়ার। ২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে শেষবার তাঁর গায়ে উঠেছিলো টেস্ট দলের জার্সি। ২০২১ সালের শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই শেষবার টিম ইন্ডিয়ার একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। এরপর কেটে গিয়েছে তিন বছর। একবারের জন্যও ভারতের টিম লিস্টে লেখা হয় নি পৃথ্বী শ-এর (Prithvi Shaw) নাম।
যাবতীয় প্রতিকূলতাকে পিছনে ফেলে ভারতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে গিয়েছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি বা বিজয় হাজারে ট্রফিতে নিয়মিত রান করেছেন। দেশ ছেড়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও অংশ নিয়েছেন নিয়মিত। নর্দাম্পটনশায়ারের হয়ে শতক, দ্বিশতকের ইনিংস’ও খেলেছেন। কিন্তু কোনোভাবেই টিম ইন্ডিয়ার রাস্তা আর খুঁজে পান নি তিনি। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কোচ থাকাকালীন ২০২৩-এর গোড়ার দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছিলেন। কিন্তু একাদশে তাঁকে রাখা হয় নি। এরপর বদলে গিয়েছে ভারতীয় শিবিরের খোলনলচে। দ্রাবিড় সরে গিয়েছেন। নয়া কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তরুণদের নিয়মিত সুযোগও দিচ্ছেন তিনি। কিন্তু পৃথ্বী রয়ে গিয়েছেন সেই ব্রাত্যের দলেই।
ভারতীয় দলের দরজা বন্ধই পৃথ্বী’র সামনে-
রঞ্জিতে ৩৭৯ রানের ইনিংস খেলেছেন পৃথ্বী (Prithvi Shaw)। নর্দাম্পটনশায়ারের হয়ে পঞ্চাশ ওভারের ম্যাচে করেছেন দ্বিশতরান। তার পরেও নির্বাচকদের রেডারে নেই তিনি। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার হাতে যে পরিমাণ ব্যাটিং বিকল্প রয়েছে তাতে মুম্বইয়ের তরুণের প্রত্যাবর্তনের রাস্তা কন্টাকাকীর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। টেস্টে ওপেনার হিসেবে রয়েছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল। তৃতীয় বিকল্প হতে পারেন শুভমান গিল (Shubman Gill)। স্কোয়াডে রয়েছেন কে এল রাহুল’ও। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন ঋতুরাজ গায়কোয়াড়, অভিমণ্যু ঈশ্বরণ’রা। ওয়ান ডে রোহিত-শুভমান জুটি গত দুই বছরে প্রতিষ্ঠিত। বিকল্প হিসেবে ভারতের হাতে যশস্বী, ঋতুরাজরা রয়েছেন। একই অবস্থা টি-২০তে। শুভমান ও যশস্বীই আপাতত প্রথম পছন্দ দলের। তবে সঞ্জু স্যামসন (Sanju Samson), ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা’রা রয়েছেন বিকল্প হিসেবে। ‘মিরাক্ল’ ছাড়া ফেরা মুশকিল পৃথ্বী’র।