ভারত ছাড়ছেন পৃথ্বী শ’, ৫ কোটি টাকার বিনিময়ে এই দেশের হচ্ছেন অধিনায়ক !! 1

ভারতীয় দলের অন্যতম সেরা তরুন প্রতিভা হলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। জাতীয় দলের হয়েও তিন ফরমেটের অভিষেক করেছেন তিনি। একসময় ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যত তারকা বলে মনে করা হত তাকে, দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়াতে ফিরে আসার চেষ্টা করছিলেন শ। কিন্তু কোনো ভাবেই দলে ঠাঁই হয়নি শ’র। ২০২১ সালে দীর্ঘ ৩ বছর আগে ভারতীয় দলের জার্সিতে শেষবার পৃথ্বীকে খেলতে দেখা গিয়েছিল। তারপর থেকে টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ পাননি তিনি।

দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে আসছেন পৃথ্বী। তবুও টিম ইন্ডিয়াতে জায়গা পাচ্ছেন না তিনি। সূত্রের খবর অনুযায়ী, আয়ারল্যান্ড দল শীঘ্রই তাকে দলে এন্ট্রি দিতে চলেছে। পাশাপশি, তাকে দলের অধিনায়কও বানানো হবে। আর এই সুযোগ পেলে ছাড়তে চাইবেন না পৃথ্বী (Prithvi Shaw)।

Read More: কপাল খুললো ঈশান কিষানের, বাংলাদেশের বিরুদ্ধে T20 সিরিজে নিলেন এন্ট্রি !!

শ বর্তমানে কাউন্টি মাতাচ্ছেন

Prithvi Shaw
Prithvi Shaw | Image: Getty Images

পৃথ্বী শ বর্তমানে ইংল্যান্ডে কাউন্টিতে অংশ নিচ্ছেন। বর্তমানে শ’ কে কাউন্টি ক্রিকেটের বাদশা বলা হচ্ছে। কারণ শেষ তিন ইনিংসে তিনি ৮১.৩৪ গড়ে ২৪৫ রান বানিয়েছেন তাও আবার ১২৩.২৪ স্ট্রাইক রেটে। ব্যাট হাতে রিতিমতন তান্ডব শুরু করেছেন শ। এই পরিস্থিতিতে পৃথ্বীকে দলে সুযোগ দিতে দ্বিধাবোধ করবে না আয়ারল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

গত কয়েক বছর ধরে শুধু ভারতীয় দলে নয় বরং আইপিএল দলেও যোগ্য সুযোগ পাচ্ছেন না তিনি। তবে ব্যাট হাতে তার পারফরম্যান্স আইপিএলের মঞ্চেও ফুটে ওঠেনি। গত কয়েক বছর ধরে দিল্লি ফ্রাঞ্চাইজির হয়েই খেলে আসছেন তিনি। আসন্ন আইপিএলের মেগা নিলামের আগে তাকে দিল্লি ক্যাপিটালস দল মুক্ত করতে পারে।

পৃথ্বী শ’র ক্যারিয়ার

Prithvi Shaw
Prithvi Shaw | Image : Getty Images

পৃথ্বী ভারতের জার্সিতে ৫টি টেস্ট, ৬টি ওডিআই ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে টেস্ট ক্রিকেটে ১টি শতরান ও ২টি অর্ধ-শতরান বানিয়েছিলেন। তাছাড়া, ৪২.৩৮ গড়ে এই ফরম্যাটে ৩৩৯ রান বানিয়েছেন ও ৩১.৫ গড়ে ওডিআই ফরম্যাটে ১৮৯ রান বানিয়েছেন। T20 আন্তর্জাতিক ফরম্যাটে খাতা খুলতে ব্যার্থ হয়েছিলেন তিনি। পৃথ্বীর আইপিএলের রেকর্ডের কথা বলতে গেলে, ৭৯টি আইপিএল ম্যাচে ২৩.৯৫ গড়ে ও ১৪৭.৪৭ স্ট্রাইক রেটে ১৮৯২ রান বানিয়েছেন।

Read Also: Prithvi Shaw: ৪, ৪, ৪, ৬, ৬…ব্যাটিং তাণ্ডব পৃথ্বী শ-র, ইংল্যান্ডের মাঠে আবারও খেললেন ধুন্ধুমার ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *