গণেশ চতুর্থীতে নতুন বান্ধবীর সঙ্গে পরিচয় করালেন পৃথ্বী শ’, রূপে দীপিকা-অনুষ্কাদের খাওয়াবেন জল !! 1

ভারতের তরুণ ক্রিকেট তারকা পৃথ্বী শ’ (Prithvi Shaw) সবসময়ই আলোচনায় থাকেন। কখনও মাঠের পারফরম্যান্স, কখনও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন পৃথ্বী। মুম্বাইয়ের ঘরোয়া দল থেকে বাদ পড়ার পর পৃথ্বী এখন যোগ দিয়েছেন মহারাষ্ট্রে। নতুন ঘরোয়া দলের হয়েও দুরন্ত ব্যাটিং করছেন শ। বুচি বাবু টুর্নামেন্টে বছর ২৫-এর এই তরুণ তারকা কঠিন উইকেটে ছত্রিশগরের বিরুদ্ধে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলে চর্চায় উঠে এসেছিলেন। ঠিক তেমনই, এবার গণেশ চতুর্থী তার জন্য হয়ে উঠল আরও বিশেষ। উৎসবের দিনে তাকে দেখা গেল তার গুঞ্জনময়ী বান্ধবীর সঙ্গে।

নতুন সম্পর্কে নাম জড়িয়েছে পৃথ্বী শ’র

পৃথ্বী শ
Prithvi Shaw and Akriti Agarwal | Image: Twitter

মুম্বইয়ের জমকালো এক আয়োজনে অংশ নেন দু’জনেই। রঙিন আলো, ভক্তিমূলক গান আর আনন্দমুখর পরিবেশের মাঝে তাদের উপস্থিতি বেশ নজর কাড়ে নেটিজেনদের। পৃথ্বীকে এদিন উৎসবমুখর পোশাকে দেখা যায় এবং তাঁর গঞ্জনময়ী বান্ধবীকে ট্র্যাডিশনাল শাড়িতে দেখতে পাওয়া যায়। দুজনের হাসি মুখ দেখে বোঝা যাচ্ছিল তাঁরা একে অপরের সঙ্গ বেশ পছন্দ করেছেন। পৃথ্বীর এই গঞ্জনময়ী বান্ধবীটি হলেন অক্রিতি আগরওয়াল। সমাজ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর চর্চা শুরু হতে থাকে। অনেক ভক্তই দুজনকে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন।

Read More: “উত্তেজক ম্যাচ হবে…” এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাক, এল-ক্লাসিকোর ‘ফেভারিট’ বেছে নিলেন ওয়াসিম আক্রম !!

যদিও, পৃথ্বী শ’ এখন জাতীয় দলে নিয়মিত নন। ভারতের জার্সিতে শেষ ম্যাচটি তিনি ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিলেন। প্রতিভাবান এই খেলোয়াড়ের ক্যারিয়ার নিমেষের মধ্যে নষ্ট হয়ে যায়। আন্তর্জাতিক মানে সেভাবে নিজেকে পৃথ্বী মেলে না ধরলেও ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে তার নাম এখনও সমান জনপ্রিয়। সম্প্রতি তার ফিটনেস ও ফর্ম নিয়ে নানা আলোচনা শুরু হয়। যার জেরে এবছর কোনো আইপিএল দল কিনতে চায়নি তাকে। ক্যারিয়ার সুখের না হলেও ব্যাক্তিগত জীবনে তিনি বেশ সুখের মুহূর্ত কাটাচ্ছেন। বিশেষ করে অক্রিতি আগরওয়ালের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমের হট টপিক হয়ে রয়েছে। যদিও ক্যামেরার সামনে বা সমাজ মাধ্যমে আগে কখনও ধরা দেননি তাঁরা।

জাতীয় দলে ঢুকতে চাইবেন শ’

Prithvi Shaw
Prithvi Shaw | Image: Twitter

যদিও, গণেশ চতুর্থীর একটি বিশেষ দিনে দেখা গেল এই নতুন জুটিকে। তাদের একসাথে দেখার পর ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়ে গিয়েছে। ভারতে গণেশ চতুর্থী শুধু ধর্মীয় উৎসব নয়, বরং আনন্দ ও মিলনের প্রতীক। বিশেষ করে পশ্চিম ভারতে গণেশ চতুর্থী ধুমধাম করে পালন করা হয়। ব্যাক্তিগত জীবনে নানান টানাপোড়েনের পর আবার প্রেমে পড়েছেন ২৫ বছরের এই তারকা ক্রিকেটার। এবার তিনি চাইবেন তাঁর ক্যারিয়ারে মন দিয়ে আবার জাতীয় দলে ও আইপিএলে কামব্যাক করতে।

Read Also: “রোহিতকে সরানোর ষড়যন্ত্র…” কোচ গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভারতীয় প্রাক্তনীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *