KKR'এ এন্ট্রি নিলেন পৃথ্বী শ, আগামী আইপিএলে সামলাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !! 1

বিশ্বজুড়ে চলা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলির মধ্যে আইপিএলের (IPL 2025) জনপ্রিয়তা নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। গত বছর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তারপর মেগা নিলামের মধ্যে দিয়ে এই দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে।‌ এই বছর আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে মাঠে নেমেছিল তারা। কিন্তু শেষ চারেই পৌঁছাতে পারেনি নাইট বাহিনী। এই কারণে আগামী মরসুমের আগে দল গোছানোর জন্য কর্মকর্তারা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। দল থেকে ইতিমধ্যেই একাধিক তারকা ক্রিকেটারদের বাদ দেওয়া হয়েছে। এবার পৃথ্বী শ (Prithvi Shaw)’এর মতো ব্যাটসম্যানকে দলে আনার জন্য প্রস্তুতি শুরু করলেন কর্মকর্তারা।

Read More: ঘোর আনন্দে নেমে এলো কালো মেঘ, হৃদরোগে আক্রান্ত স্মৃতি মান্ধানার বাবা !!

KKR’এ আসছেন পৃথ্বী-

dinesh-lad-on-prithvi-shaw-downfall
Prithvi Shaw | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স ২০২৬ আইপিএলের আগে ইতিমধ্যেই আন্দ্রে রাসেলের (Andre Russell) মতো তারকা ব্যাটসম্যানকে ছেড়ে দিয়েছে। দীর্ঘদিনের এই তারকা ব্যাটসম্যান দল থেকে বাদ পড়ায় অনেকেই মেনে নিতে পারেননি। এছাড়াও কুইন্টন ডি কক (Quinton de Kock)’এর মতো তারকাকে রিটেন করেননি দল। এর ফলে ওপেনারের জায়গায় একটা শূন্যতা তৈরি হয়েছে।‌ এই কারণে সূত্র অনুযায়ী নাইট রাইডার্স পৃথ্বী শ’কে দলে আনার জন্য আলোচনা শুরু করেছে।

এই তরুণ তারকা ব্যাটসম্যান আইপিএলে দীর্ঘদিন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সদস্য ছিলেন। তবে এই বছর মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় দল। নিলামে অবিক্রিত ছিলেন তিনি। সম্প্রতিক সময় আবারও ব্যাট হাতে দুরন্ত ফর্মে কামব্যাক করার চেষ্টা করছেন পৃথ্বী। ফলে এইরকম প্রতিভাবান ব্যাটসম্যানকে সুযোগ দিয়ে চমক দিতে চাইছে কেকেআর। মিনি নিলামের আগেই কথাবার্তা চূড়ান্ত হতে পারে। তা না হলে নিলামে এই তারকাকে নেওয়ার জন্য ঝাঁপাবেন কর্মকর্তারা।

ফর্মে ফিরছেন পৃথ্বী শ-

KKR'এ এন্ট্রি নিলেন পৃথ্বী শ, আগামী আইপিএলে সামলাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !! 2
Prithvi Shaw | Image: Twitter

২৬ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যানের নেতৃত্বে ২০১৮ সালে ভারতীয় দল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 WC) জয় করেছিল। তার ব্যাটিং দক্ষতায় মুগ্ধ হয়ে বিশেষজ্ঞরা শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) সঙ্গে তুলনা করতেন। ঘরোয়া ক্রিকেট সহ আইপিএলে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন। কিন্তু কম বয়সে জনপ্রিয়তা থাকে ভুল পথে ঠেলে দেয়‌। ক্রিকেট মাঠের বাইরে একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন পৃথ্বী। যার প্রভাব তার পারফর্মেন্সের ওপরেও পরেছিল।

তবে আবারও নিজেকে তৈরি করে ফর্মে ফিরেছেন এই আলোচিত ব্যাটসম্যান। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) চন্ডীগড়ের মতো দলের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় উঠে এসেছেন। এবার মহারাষ্ট্রের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) তাকে নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা যাবে বলে খবর সামনে এসেছে। রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজে সুযোগ পাওয়ায় পৃথ্বী এই ঘরোয়া টুর্নামেন্টে লিগ পর্বে দলকে নেতৃত্ব দেবেন। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা আইপিএলে ৭৯ ম্যাচে মোট ১৮৯২ রান তুলে নিয়েছেন।

Read Also: “তোমার কাজ ভক্তদের দূরে রাখা..”, নিরাপত্তারক্ষীর ওপর মেজাজ হারিয়ে সমালোচনায় শ্রেয়স আইয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *