ভারতীয় ক্রিকেটের অন্যতম চর্চিত ক্রিকেটার হয়ে উঠেছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। মুম্বাই ছেড়ে বর্তমানে মহারাষ্ট্রের হয়ে খেলতে শুরু করে দিয়েছেন পৃথ্বী। ২০২৪-২০২৫ সালের সৈয়দ মুস্তাক আলী ট্রফির পর মুম্বাই দল থেকেও ছেঁটে ফেলা হয়েছিল শ’কে। একসময়ে মুম্বাই দলের হয়ে দাপিয়ে খেলে বেড়িয়েছেন তিনি। তবে, ক্যারিয়ারে বিভিন্ন ওঠা নামার মুহূর্তের পর শ’ এখন তাঁর দ্বিতীয় ইনিংসের সূচনাটা বেশ ভালোই করেছেন। এবার, পুরনো দলের বিরুদ্ধে যেন নিজের সমস্ত ক্ষোভটা ব্যাটে ঝরালেন পৃথ্বী শ। মুম্বই ছেড়ে নতুন দলে যোগ দেওয়ার পরও ছন্দে রয়েছেন তিনি। খুব শিঘ্রই শুরু হতে চলেছে রঞ্জি ট্রফির নতুন মরশুম।
পুরানো দলের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন শ

নতুন মৌসুম শুরু হওয়ার আগে মুখোমুখি হয়েছিল মুম্বাই এবং মহারাষ্ট্র। তিন দিনের এই প্রস্তুতি ম্যাচে মহারাষ্ট্রের জার্সিতে নামেন শ। ব্যাট হাতে অনবদ্য একটি ইনিংস খেলেছিলেন তিনি। ১৪৪ বলে শতরান হাঁকান এবং ১৮৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁকে যেন প্রতিশোধের মতন ব্যাটিং করতে দেখা গিয়েছে। আর্শিন কুলকার্নির সঙ্গে ওপেনিং জুটিতে ৩০৫ রানের পার্টনারশিপ গড়েন পৃথ্বী। দুজন সময় নিয়েই ইনিংসের সূচনা করেছিলেন। আগ্রাসী রূপ ধারণ করেছিলেন শ। তবে, প্রাক্তন সতীর্থ ও অভিজ্ঞ মুম্বাইকার শামস মুলানির হাতে মুশির খানের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান শ। তবে শ’ এর ব্যাটিং মুম্বাই দলকে মানসিক দিক থেকে বেশ বড় ধাক্কাও দিয়েছে।
Read More: ডিভোর্সের হ্যাটট্রিক, আবারও বিয়ের পিঁড়িতে বসছেন শোয়েব মালিক !!
মুশিরের দিকে তেড়ে আসেন পৃথ্বী শ

ফিটনেস সংক্রান্ত সমস্যা, তাঁর মনোভাব, অনুশাসন এবং খেলার প্রতি তাঁর আচরণ সংক্রান্ত কারণে দলের প্রতি দায়বদ্ধতা নিয়েও উঠেছিল প্রশ্ন। যে কারণে মুম্বাই দল থেকে ছিটকে যান এবং আইপিএলের মতন মঞ্চে তাঁর মতন প্রতিভাবান খেলোয়াড়কে অবিকৃত থাকতে হয়েছে। সেইসব বিতর্ক পেছনে ফেলে পৃথ্বী এবার যেন নতুন করে জন্ম নিয়েছেন ব্যাট হাতে। ব্যাটে রান পেলেও আউট হওয়ার পরে সেই ব্যাট নিয়ে তেড়ে যান শ। শ’ কে আউট করে সেন্ড অফ দিতে থাকেন মুশির। সেটি অবশ্য ভালো চোখে মেনে নেননি তিনি। এরপর মুশিরের দিকে ব্যাট নিয়ে তেড়ে যান পৃথ্বী। তার সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পৃথ্বী। মুম্বইয়ের সতীর্থরা এসে সামলে দেন পরিস্থিতি।