prithvi-shaw-brilliant-knock-vs-durham

স্কুল ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্স করে প্রথম বাইশ গজের দুনিয়ায় পরিচিতি লাভ করেন পৃথ্বী শ (Prithvi Shaw)। মুম্বইয়ের কিশোরকে সেই সময় পরবর্তী শচীন তেন্ডুলকর হিসেবে দেখছিলেন অনেকেই। ২০১৮ সালে ভারতের অনুর্দ্ধ-১৯ দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতার পর দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে পৃথ্বীর (Prithvi Shaw) নাম। সিনিয়র দলের হয়ে অভিষেকের জন্য বেশীদিন অপেক্ষা করতে হয় নি তাঁকে। টেস্ট কেরিয়ারের শুরুটাও করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করে। কিন্তু সাড়া জাগানো উত্থান হলেও বেশীদিন সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ধরে রাখতে পারেন নি তিনি। চোট-আঘাত ও নানান ভুল সিদ্ধান্তের কারণে ছিটকে যান জাতীয় দলের রেডার থেকে। প্রত্যাবর্তনের লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে ঘাম ঝরাচ্ছেন তিনি। ভারতের পাশাপাশি অংশ নিয়েছেন ইংল্যান্ডের টুর্নামেন্টেও।

Read More: শুধুমাত্র আইপিএল নয় বিদেশী লীগও খেলবেন ভারতীয় ক্রিকেটাররা, সম্মতি দিচ্ছে BCCI !!

ডারহামের বিপক্ষে দুর্দান্ত পৃথ্বী-

Prithvi shaw
Prithvi Shaw | Image: Getty Images

চলছে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপ। ইংল্যান্ডের ঘরোয়া লিস্ট-এ টুর্নামেন্টে নর্দাম্পটনশায়ারের হয়ে অংশ নিয়েছেন ভারতের পৃথ্বী শ (Prithvi Shaw)। গত বছরের মত এবারও অনবদ্য ফর্মে রয়েছেন তিনি। এর আগে হ্যাম্পশায়ারের বিরুদ্ধে ৪০ করেছিলেন, ৭৬ রানের ইনিংস খেলেছিলেন মিডলসেক্সের বিরুদ্ধে। গতকাল ডারহামের বিপক্ষেও তুললেন ঝড়। গতবার এই ডারহামের বিরুদ্ধেই করেছিলেন শতরান। এবারও ফর্ম ধরে রাখলেন তিনি। অপর প্রান্তে পরপর উইকেট পড়লেও অবিচল ছিলেন পৃথ্বী (Prithvi Shaw)। বাস দে লীডে, কলিন অ্যাকারম্যানদের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এলো দুর্দান্ত ৯৭ রানের ইনিংস। ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ইনিংস সাজান তিনি। অল্পের জন্য শতরান হাতছাড়া হলেও ভারতীয় ওপেনারের ব্যাটিং নজর কেড়েছে ইংল্যান্ডের ক্রিকেটজনতার। দেশে ঘরোয়া ক্রিকেট মরসুম শুরুর আগে এই ফর্ম নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে পৃথ্বী’র।

হারতে হলো নর্দাম্পটনশায়ারকে-

Colin Ackerman | Image: Getty Images
Colin Ackerman | Image: Getty Images

পৃথ্বী শ-এর (Prithvi Shaw) অনবদ্য ইনিংস সত্ত্বেও জয়ের মুখ দেখলো না নর্দাম্পটনশায়ার। নেপথ্যে বাকিদের ব্যাটিং ব্যর্থতা। ওপেনার রিচার্ড ভাসকনসেলোস ফেরেন মাত্র ৯ রান করে। তিনে নেমে জর্জ বার্টলেট করেন ৩৪ রান। অধিনায়ক ল্যুইস ম্যাকমানাসের সংগ্রহ ৩২। এছাড়া উল্লেখযোগ্য রান পান নি কেউই। রব কিওহ, সাইফ জাইদদের স্বল্প রানেই বেঁধে রাখে ডারহাম। ৪৯.২ ওভারে ২৬০ রানে গুটিয়ে যায় নর্দাম্পটনশায়ারের ইনিংস। রান তাড়া করতে নামা ডারহামের দুই ওপেনার মাইকেল জোনস ও বেন ম্যাককিনি যথাক্রমে ৯ ও ১২ রান করে সাজঘরে ফিরেছিলেন । তবে এরপর ম্যাচ থেকে হারিয়ে যায় নর্দাম্পটনশায়ার। দুর্দান্ত ব্যাটিং করেন অ্যালেক্স লিস ও কলিন অ্যাকারম্যান (Colin Ackerman)। ৫৫ বলে ৫৫ করেন লিস। ১০৮ রানের ঝলমলে ইনিংস খেলেন ডাচ তারকা অ্যাকারম্যান। স্কট বর্টউইকের ৪২ রান জয় নিশ্চিত করে ডারহামের।

পৃথ্বী শ-এর কেরিয়ার পরিসংখ্যান-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

ভারতের তরুণ তুর্কি পৃথ্বী শ (Prithvi Shaw) আন্তর্জাতিক আঙিনায় আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন ২০১৮ সালে। ৫টি মাত্র টেস্ট খেলেছেন দেশের হয়ে। ৪২.৩৭ গড়ে রয়েছে ৩৩৯ রান। করেছেন ১টি শতরান ও ২টি অর্ধশতক। ৬টি একদিনের ম্যাচ খেলে তাঁর রান সংখ্যা ১৮৯। গড়ে ৩১.৫০। কুড়ি-বিশের ফর্ম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করেছেন মাত্র ১ বার। শূন্য করেই সেবার ফিরতে হয়েছিলো সাজঘরে। জাতীয় দলের হয়ে সীমিত সুযোগ পেলেও ঘরোয়া ক্রিকেটে বারবারই নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন পৃথ্বী। প্রথম শ্রেণির খেলায় ৫২ ম্যাচে ৪৮.৮৩ গড়ে তাঁর রান সংখ্যা ৪৩৪৬। রয়েছে ১৩ শতরান ও ১৭ অর্ধশতক। লিস্ট-এ’তে ৬১ ম্যাচে ৫৭.৫০ গড়ে করেছেন ৩২৭৮ রান। শতক ১০টি, অর্ধশতরান ১৩টি। টি-২০তে খেলেছেন ১০৮ ম্যাচ। করেছেন ২৭০৫ রান। শতক ১টি, হাফ-সেঞ্চুরি ২০টি।

Also Read: IND vs SL: রুদ্ধশ্বাস ম্যাচে সেয়ানে সেয়ানে টক্কর ভারত-শ্রীলঙ্কা’র, টাই’তে হলো পরিসমাপ্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *