আরও একবার মন ভাঙলো পৃথ্বী শ-এর ! ব্রেক-আপ জল্পনা উস্কে সোশ্যাল মিডিয়ায় তরুণ ব্যাটারকে ‘আনফলো’ বান্ধবীর !! 1

সময়টা একদমই ভালো যাচ্ছে না পৃথ্বী শ-এর। হইচই ফেলে দিয়ে ক্রিকেট কেরিয়ারের শুরুটা করেছিলেন তিনি। স্কুল ক্রিকেট খেলার সময় থেকেই তাঁর ওপর নজর রেখেছে দেশের সমাজমাধ্যম। শচীন তেন্ডুলকরের উত্তরসূরীও বলা হচ্ছিলো তাঁকে। রঞ্জি ট্রফি, ইরানী ট্রফির মত ঘরোয়া প্রতিযোগিতাগুলিতে ঝুড়ি ঝুড়ি রান আসছিলো তাঁর ব্যাটে। ২০১৮ সালে ভারতের অনুর্দ্ধ-১৯ দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। সেই বছরেই সিনিয়র জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন। টেস্ট অভিষেকে শতরান করে আন্তর্জাতিক ক্রিকেটেও সাড়া জাগিয়ে শুরুটা করেছিলেন মুম্বইয়ের ব্যাটার। কিন্তু সময় যত এগিয়েছে চিত্রনাট্যে বদল এসেছে দ্রুত। ২০২১ এর পর প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। আইপিএলে দুরন্ত খেলেছেন, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন, তবুও শিকে ছেঁড়েনি তাঁর ভাগ্যে। সম্প্রতি রঞ্জিতে ৩৭৯ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ স্কোয়াডে ফেরত এসেছিলেন তিনি। কিন্তু প্রথম একাদশের দরজা বন্ধই রয়েছে তাঁর ভাগ্যে। স্বভাবতই হতাশা গ্রাস করেছে পৃথ্বী’কে (Prithvi Shaw)। এরই মধ্যে ব্যক্তিগত জীবনেও ধাক্কা গেলেন তিনি। শোনা যাচ্ছে পৃথ্বী’র সঙ্গে ব্রেক-আপ হয়েছে তাঁর বান্ধবী নিধি তাপাড়িয়ার (Nidhi Tapadia)।

বর্ষবরণের পার্টিতে একসাথে দেখা গিয়েছিলো পৃথ্বী ও নিধি’কে-

Nidhi Tapadia | image: instagram
Prithvi Shaw and Nidhi Tapadia commented on each others’ Instagram posts

বর্ষবরণের রাতে মুম্বইয়ের পাবে পৃথ্বীর (Prithvi Shaw) সাথে পার্টি করতে দেখা যায় পেশায় মডেল এবং অভিনেত্রী। নাম নিধি রবি তাপাড়িয়া’কে (Nidhi Ravi Tapadia)। পেশাগত জগতে বেশ কিছু আঞ্চলিক সিনেমা এবং মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে নিধি তাপাড়িয়াকে (Nidhi Ravi Tapadia)। বর্ষবরণের ভারতীয় ক্রিকেটারের পোস্ট করা ইন্সটাগ্রাম স্টোরিতে দেখা যায় কালো পোশাক ও টুপিকে একটি সোফার হাতলে বসে রয়েছেন পৃথ্বী (Prithvi Shaw)। পাশে সোফাটিতে বসে রয়েছেন নায়িকা। তাঁরও পরনে একটি কালো পোশাক। ছবির ক্যাপশনে ‘হ্যাপি নিউ ইয়ার’ লিখে দিয়েছিলেন পৃথ্বী। এর আগে এবং পরেও একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে একসাথে দেখা যায় দু’জনকে। কিছুদিন আগে রঞ্জি ট্রফিতে ৩৭৯ রানের একটি অসামান্য ইনিংস খেলেন পৃথ্বী। ভাউসাহেব নিম্বলকরের পর এখন রঞ্জি ট্রফির ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনিই। সেই বিশেষ দিনেও পৃথ্বীর (Prithvi Shaw) ছবি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছিলেন নিধি। আরও একটি পোস্ট করে তিনি লেখেন, “যারা প্রচেষ্টা চালিয়ে যায়, তারা কখনও হারে না।” অন্য একটি পোস্টে নিধি (Nidhi Tapadia) ক্যাপশন লিখেছিলেন, “বন্ধুরা ভালোবেসে আমায় লায়লা বলে ডাকে।” পৃথ্বী তাতে মন্তব্য করেন, “এই বন্ধুরা কারা?” মিষ্টি উত্তরে নিধি লিখেছিলেন, “এই যারা কমেন্ট করছে তারা।”

পৃথ্বী শ’কে ‘আনফলো’ করলেন নিধি-

Nidhi Tapadia | image: twitter
Nidhi Tapadia and Prithvi Shaw have unfollowed each other on Instagram

সোশ্যাল মিডিয়ায় দু’জনকে একাধিকবার কাছাকাছি দেখে ছড়িয়ে পড়েছিলো সম্পর্কের গুঞ্জন। এই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে কখনও অস্বীকারও করেন নি পৃথ্বী (Prithvi Shaw) বা নিধি কেউই। তবে সম্প্রতি তাঁদের ‘বন্ধুত্বের’ আকাশে যে কালো মেঘ দেখা গিয়েছে তা স্পষ্ট। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ইন্সটাগ্রামে একে অন্যকে ‘আনফলো’ করে দিয়েছেন পৃথ্বী এবং নিধি (Nidhi Tapadia)। ইন্সটাগ্রামে ১৬ লক্ষ ফলোয়ার রয়েছে ভারতীয় ক্রিকেটারের। তিনি নিজে ‘ফলো’ করেন ২৬৩ জন’কে। এই ২৬৩ জনের মধ্যে নেই নিধির নাম। অপরপক্ষে ১ লক্ষ ৮ হাজার ফলোয়ার রয়েছে অভিনেত্রী নিধি তাপাড়িও’র। ইন্সটাগ্রামে তিনি ‘ফলো’ করেন ৮৮ জনকে। এই তালিকা থেকে তিনি মুছে দিয়েছেন ‘বন্ধু’ পৃথ্বী’কে। একই সাথে তাঁর নতুন পোস্ট ঘিরেও শুরু হয়েছে জল্পনা। নিজের ছবির ব্যাকগ্রাউন্ডে একটি জনপ্রিয় পাঞ্জাবী ব্রেক-আপ সং জুড়ে দিয়েছেন তিনি। তবে কি পৃথ্বী’র সাথে ছাড়াছাড়ির কথা বোঝাতেই এই পোস্ট? উত্তর খুঁজছেন নেটিজেনেরা।

Read More: IND vs NZ: দ্বিতীয় টি-২০ ম্যাচের পিচ নিয়ে খুশি নয় ভারতীয় দল ! কিউরেটরের কাছে জবাবদিহি চাইলেন বোলিং কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *