চলতি আইপিএলে বড় সিদ্ধান্ত পৃথ্বী শয়ের, সংসার চালাতে গলি টুর্নামেন্টে নিচ্ছেন অংশ !! 1

২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতে খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। তাঁর আগ্রাসী ব্যাটিং, দুর্দান্ত রানের খিদে প্রশংসা কুড়িয়েছিলো ক্রিকেটজনতার। ‘দ্বিতীয় শচীন তেন্ডুলকর’ তকমা পেতেও বেশী দেরী হয় নি। এমনকি ‘ক্রিকেট ঈশ্বর’ নিজেও বহু বার তারিফ করেছিলেন পৃথ্বী’র। জাতীয় দলের ডাক পেতেও বেশী দিন অপেক্ষা করতে হয় নি তাঁকে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান করে আজহারউদ্দিন, সৌরভ, রোহিত শর্মাদের মত কিংবদন্তিদের সাথে এক আসনে বসার পেয়েছিলেন তিনি। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। চোট-আঘাত, বেহিসেবী জীবন, একের পর এক বিতর্ক ক্রিকেটের মূলস্রোত থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় পৃথ্বীকে (Prithvi Shaw)। যেভাবে উল্কার গতিতে উত্থান হয়েছিলো তাঁর, ঠিক সেই গতিতেই মুখ থুবড়ে পড়ে তাঁর কেরিয়ার।

Read More: IPL 2025: ইউ-টার্ন নিলেন MS ধোনি, ছাড়ছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব !!

শিরিডির টি-২০ লীগে পৃথ্বী-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

২০২১-এর পর থেকে জাতীয় দলের দরজা বন্ধ রয়েছে পৃথ্বী শ-র (Prithvi Shaw) জন্য। গত বছর মুম্বই দলের স্কোয়াড থেকেও ছেঁটে ফেলা হয় তাঁকে। শৃঙ্খলাবিধি ভঙ্গ, সঠিক সময়ে অনুশীলনে যোগ না দেওয়ার মত একাধিক গুরুতর অভিযোগ উঠেছিলো তাঁর বিরুদ্ধে। এরপর আইপিএলের মেগা নিলামেও বড়সড় ধাক্কা খেতে হয় পৃথ্বীকে। ২০১৮ থেকে ২০২৪ অবধি দিল্লী ক্যাপিটালসের জার্সিতে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ খেলেছেন তিনি। কিন্তু অফ ফর্ম, উচ্ছৃঙ্খলতার কারণে এবার আর তাঁকে রিটেন করে নি ফ্র্যাঞ্চাইজি। দল পাওয়া যে কঠিন হবে তা খানিক আঁচ করেই সম্ভবত বেস প্রাইস বেশ কমিয়ে নিলামে অংশ নিয়েছিলেন পৃথ্বী (Prithvi Shaw)। কিন্তু ৭৫ লক্ষ টাকা খরচ করেও তাঁকে দলে পেতে চায় নি কোনো ফ্র্যাঞ্চাইজি। দুই বার নাম ডাকা হলেও আগ্রহ দেখান নি কেউই। অবিক্রিত থাকতে হয় ২৫ বর্ষীয় তরুণকে।

পৃথ্বীকে ছাড়াই শুরু হয়ে গিয়েছে আইপিএল (IPL)। চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় আহত হওয়ার পর অনেকে ভেবেছিলেন যে বিকল্প হিসেবে শিকে ছিঁড়তে পারে তাঁর ভাগ্যে। কিন্তু সেই পথে হাঁটেন নি মহেন্দ্র সিং ধোনিদের টিম ম্যানেজমেন্ট। তাঁরা বেছে নিয়েছেন মুম্বইয়েরই বছর সতেরোর তরুণ আয়ুষ মাথরে’কে। গোটা দেশ যখন আইপিএল নিয়ে ব্যস্ত, তখন পৃথ্বী’কে (Prithvi Shaw) দেখা গেলো শিরিডি প্রিমিয়ার লীগে। নাহ! ক্রিকেটার হিসেবে নয়, বরং প্রধান অতিথি হিসেবে মহারাষ্ট্রের শিরিডি শহরের এই টুর্নামেন্টে হাজির ছিলেন তিনি। তাঁর আগমনের ব্যানার, পোস্টারে ছেয়ে ফেলা হয়েছিলো এলাকা। সেই ব্যানারের ছবি আপাতত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়া। ‘এখানে নয়, ওর উচিৎ ছিলো আইপিএল খেলা,’ হতাশা ব্যক্ত করেছেন এক অনুরাগী। ‘নিজের হাতেই প্রতিভা নষ্ট করলো,’ আক্ষেপ আরও একজনের।

পৃথ্বী’র পোস্টারে ছয়লাপ শিরিডি-

কাউন্টি খেলবেন পৃথ্বী শ-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

আইপিএলের দরজা বন্ধ হওয়ার পর আপাতত পৃথ্বী’র (Prithvi Shaw) কাছে নিভৃতে অনুশীলন চালিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তাই খোলা নেই। কিছু দিন পর কাউন্টি ক্রিকেট রয়েছে। যদি নর্দাম্পটনশায়ারের হয়ে ভালো খেলতে পারেন তাহলে ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফিরলেও ফিরতে পারেন তিনি। আপাতত সেখানেই ফোকাস করতে চাইবেন। ২০২৩ ও ২০২৪ সালেও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়েছিলেন তিনি। বেশ কয়েকটি ভালো ইনিংসও খেলেছিলেন লাল ও সাদা বলের ক্রিকেটে। কিন্তু ২০২৩-এ গোটা মরসুম খেলতে পারেন নি তিনি। পিএসএল-এ গ্রেড টু টিয়ার ধরা পড়ায় দেশে ফিরে আসতে হয়। বেশ কিছু মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। ২০২৪-এ পৃথ্বী (Prithvi Shaw) ভালো খেললেও তাঁর দল নর্দাম্পটনশায়ার আহামরি সাফল্য পান নি। এবারও ‘ইংলিশ সামারে’ নিজেকে উজাড় করে দিতে চাইবেন তিনি।

Also Read: IPL 2025: ঋতুরাজের বিকল্প খুঁজে নিলো চেন্নাই, ভাঙা ব্যাটে খেলেই আইপিএলে বছর সতেরোর কিশোর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *