ভারতীয় ক্রিকেটে পৃথ্বী শ-এর (Prithvi Shaw) উত্থান ২০১৮ সালে। অধিনায়ক হিসেবে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলেন তিনি। মুম্বইয়ের কিশোরের প্রতিভায় মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁকে ডাকতে শুরু করেছিলেন ‘দ্বিতীয় শচীন’ বলে। জাতীয় দলে সুযোগ পেতে বেশী দিন অপেক্ষা করতে হয় নি পৃথ্বী’কে। ২০১৮-তেই ডাক পান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অভিষেক টেস্টে শতরানও করেছিলেন ডান হাতি ওপেনার। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু প্রত্যাশিত পথে এগোয় নি পৃথ্বী’র (Prithvi Shaw) কেরিয়ার। চোট-আঘাত, শৃঙ্খলার অভাব ও একের পর এক বিতর্ক ক্রিকেটের মূলস্রোত থেকে সরিয়ে দিয়েছে তাঁকে। তবে অন্ধকারের মাঝেও কখনসখনও জ্বলে উঠেছে তাঁর ব্যাট। রঞ্জিতে ত্রিশতরান করেছেন। বিজয় হাজারে ট্রফিতে করেছেন দ্বিশতরান। লিস্ট-এ ক্রিকেটে একটি দ্বিশতক করেছেন ইংল্যান্ডের মাঠেও।
Read More: চলতি টেস্টেই কপাল খুলছে হার্দিক পান্ডিয়ার, ইংল্যান্ডের বিরুদ্ধে পাচ্ছেন সুযোগ !!
ইংল্যান্ডে দ্বিশতরান পৃথ্বী শ-এর-

২০২৩-এর ৯ অগস্ট ইংল্যান্ডের ওয়ান ডে কাপ টুর্নামেন্টে নর্দাম্পটনশায়ারের হয়ে মাঠে নেমেছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। প্রতিপক্ষ ছিলো সমারসেট। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো নর্দাম্পটনশায়ার। এমিলিও গে’কে সাথে নিয়ে ওপেন করতে নামেন পৃথ্বী। শোয়েব বশির, ড্যানিয়েল ল্যাম্ব, কার্টিস ক্যাম্ফার, লুইস গোল্ডওয়ার্দি’র মত বোলাররা ছিলেন সমারসেট শিবিরে। কিন্তু ভারতীয় তরুণের তাণ্ডবের সামনে রীতিমত খড়কুটোর মত উড়ে যান প্রত্যেকে। সেদিন নর্দাম্পটনের মাঠে ১১টি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন পৃথ্বী (Prithvi Shaw)। বাউন্ডারি মারেন ২৮টি। ৫০তম ওভারের তৃতীয় বলে যখন ল্যাম্বের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি, তখন তাঁর নামের পাশে ২৪৪ রান। প্রায় ১৬০ স্ট্রাইক রেটে এই অসামান্য ইনিংসটি খেলেন তিনি। রোহিত শর্মা’র পর দ্বিতীয় ভারতীয় হিসেবে লিস্ট-এ ক্রিকেটে একাধিক দ্বিশতকের অনন্য নজির গড়েন।
সেই ম্যাচে ৩০ রান করেন এমিলিও গে, রিকার্ডো ভাসকনসেলোস ও স্যাম হোয়াইটম্যান করেন যথাক্রমে ৪৭ ও ৫৪। আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেন নি। মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে রীতিমত ধস নেমেছিলো। কিন্তু পৃথ্বী’র (Prithvi Shaw) দাপুটে দ্বিশতকের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট খুইয়ে ৪১৫ রান তুলে ফেলে নর্দাম্পটনশায়ার। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩২৮তেই আটকে যায় সমারসেট। তাদের হয়ে ৭৭ রান করেন ওপেনার অ্যান্ড্রু উমিদ, ৪৭ রান করেন লুইস গোল্ডওয়ার্দি, ৫২ করেন অধিনায়ক শন ডিকসন ও আইরিশ তারকা কার্টিস ক্যাম্ফারের ব্যাট থেকে আসে ২৪ বলে ৪৯ রান। কিন্তু যথেষ্ট হয় নি তা। ৮৭ রানের ব্যবধানে হারতেই হয় সমারসেট’কে। নর্দাম্পটনশায়ারের হয়ে রব কিয়ঘ ও টম টেলর যথাক্রমে ৪ ও ৩টি উইকেট নিলেও ম্যাচের নায়ক সেদিন ছিলেন পৃথ্বীই (Prithvi Shaw)।
মুম্বই ছাড়ছেন পৃথ্বী শ, নিয়েছেন NOC-

গত এক-দেড় বছরে রীতিমত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে পৃথ্বী শ-এর (Prithvi Shaw)। আইপিএলের মেগা নিলামে তাঁকে নিয়ে আগ্রহ দেখায় নি কোনো ফ্র্যাঞ্চাইজি। মরসুমের মাঝপথে বিকল্প ক্রিকেটার হিসেবেও তাঁকে নেওয়ার কোনো উদ্যোগ কেউ নেয় নি। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও চেনা ছন্দে পাওয়া যায় নি পৃথ্বী’কে। বরং তাঁকে রঞ্জি ট্রফির স্কোয়াড থেকে ছেঁটেই ফেলেছিলো মুম্বই ক্রিকেট সংস্থা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির স্কোয়াডে ডাক পেলেও আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি বছর ২৫-এর তরুণ। পাশাপাশি আতসকাঁচের নীচে এসেছিলো তাঁর উচ্ছৃঙ্খল জীবনযাত্রা। ফলে বিজয় হাজারে ট্রফিতেও জায়গা পান নি তিনি। আগামী অগস্টে শুরু হচ্ছে নয়া ঘরোয়া ক্রিকেট মরসুমে। মুম্বইয়ের হয়ে সুযোগ পাওয়া যে কঠিন হবে, তা বুঝেছেন পৃথ্বী (Prithvi Shaw)। সেই কারণেই চেয়ে নিয়েছেন এনওসি। অন্য কোনো রাজ্য দলের হয়ে নামতে চলেছেন মাঠে।