Rishabh Pant: অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধীনে আইপিএলের শুরুটা দারুণ করেছে পাঞ্জাব কিংস। ৩৬টি আইপিএল ম্যাচের পরিসমাপ্তির পর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। ৭ ম্যাচে দুটি জয় নিয়ে পাঞ্জাব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে দলে শামিল করতে কালঘাম ছুটেছিলো পাঞ্জাব ম্যানেজমেন্টের। নিলামের মঞ্চে ২৬.৭৫ কোটিতে শ্রেয়াসকে কিনেছিল পাঞ্জাব কিংস। পাঞ্জাবের লক্ষ ছিল ভারতীয় দলের দুই তরুণ তারকা ঋষভ পন্থ (Rishabh Pant) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দুজনকেই দলে শামিল করতে চেয়েছিল। কিন্তু পরিস্থিতি অনুযায়ী, শুধুমাত্র শ্রেয়সের জন্যই ঝাঁপাতে পারে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি।
শ্রেয়াসকে মোটা টাকায় কেনে পাঞ্জাব কিংস

তবে, পাঞ্জাব কিংস ঋষভ পন্থকে (Rishabh Pant) না নিতেই হাফ ছেড়ে বেঁচে ছিলেন পন্থ নিজেই। পন্থ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি চিন্তায় ছিলেন যদি মেগা নিলামে পাঞ্জাব তাঁকে কিনে নেয়। শ্রেয়স ২৬.৭৫ কোটিতে পাঞ্জাবে যোগ দিতেই পন্থ নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে পাঞ্জাবে তার জায়গা হবে না। শেষ মেষ পন্থকে ২৭ কোটিতে কিনে নেয় লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে লখনউয়ের থেকে এগিয়ে রয়েছে পাঞ্জাব দল। আর পাঞ্জাবের এই দুরন্ত প্রদর্শনের পর সমাজ মাধ্যমে পাঞ্জাব মালকিন প্রীতি জিন্টার একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
Read More: IPL 2025: বল টেম্পারিংয়ে ফাঁসলেন লখনৌয়ের এই খেলোয়াড়, আইপিএল থেকে হতে পারে ব্যান !!
প্রীতির করা সেই মন্তব্যে, শ্রেয়স এবং পন্থের সঙ্গে তুলনা টানা হয়েছে। প্রীতি তার পোস্টে একজনকে অপরের থেকে বড় দেখিয়েছেন। একজনকে বড় নাম বলেছেন ও অন্য জনকে বড় পারফর্মার বলেছেন। ভাইরাল হওয়া মন্তব্যটিতে প্রীতি জানিয়েছেন, “আমদের হাতে ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ারকে নেওয়ার বিকল্প ছিল। তবে, আমরা বড় নাম নয় বরং বড় পারফর্মার চেয়েছিলাম। তাই আমরা শ্রেয়সকে দলে নিই।”
পন্থকে তুলোধনা করলেন প্রীতি

যদিও, সমাজ মাধ্যমে প্রীতির যে বয়ানটি ভাইরাল হচ্ছে সেটি ভুয়ো খবর বলে জানিয়েছেন প্রীতি নিজেই। প্রীতি জানান, ‘আমি খুবই দুঃখিত, এটা ভুয়ো খবর।‘ আপাতত শ্রেয়স চলতি আইপিএলে পন্থের থেকে রান বানানোর দিক থেকে অনেক এগিয়ে রয়েছেন। পন্থ এই মৌসুমে ১৫.১৪ গড়ে ও ৯৮.১৫ স্ট্রাইক রেটে ১০৬ রান বানিয়েছেন যেখানে শ্রেয়স ৪৩.৮৩ গড়ে এবং ১৮৫.২১ স্ট্রাইক রেটে ২৬৩ রান বানিয়ে ফেলেছেন।