IPL 2025: আইপিএলের লিগ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ের মধ্যে শেষ করলে বিশেষ সুবিধা পায় দলগুলি। ফলে চলতি টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), গুজরাট টাইটান্স (GT), পাঞ্জাব কিংস (PBKS) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (MI) শেষ চারে জায়গা করে নেওয়ার পর এখন পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ের মধ্যে শেষ করতে চাইছে। পাঞ্জাব কিংস (PBKS) শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে মাঠে নেমেছিল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল ৬ উইকেটে হারের সম্মুখীন হয়েছে। এবার এই ম্যাচ শেষে মাঠের মধ্যেই উতপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন প্রীতি জিন্টা।
Read More: “আমি শুধু নিজের কাজ করেছি…” গাওস্কর’কে মোক্ষম জবাব গৌতম গম্ভীরের, ওড়ালেন ‘কৃতিত্ব কাড়ার’ দাবী !!
মাঠের মধ্যেই রেগে গেলেন প্রীতি জিন্টা-

পাঞ্জাব কিংসের (PBKS) অন্যতম মালিক প্রীতি জিন্টা (Preity Zinta)। প্রায় প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে উপস্থিত থেকে ক্রিকেটারদের উৎসাহ দিতে দেখা যায় তাকে। শনিবার জয়পুরে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের (PBKS vs DC) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল শেষ পর্যন্ত লড়াই চালালেও দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে তারা ৬ উইকেটে হারের সম্মুখীন হয়। ম্যাচে শেষে প্রীতি জিন্টা (Preity Zinta) মাঠের মধ্যেই মাথা গরম করে উতপ্ত বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়েন। এই রাগের পিছনে কারণ দলের হার নয় বরং ম্যাচের মধ্যে ঘটা এক অপ্রত্যাশিত ঘটনাকে ঘিরে। প্রথম ইনিংসের ১৫ তম ওভারে দিল্লি ক্যাপিটালসের হয়ে মোহিত শর্মা (Mohit Sharma) বোলিং করছিলেন। এই ওভারে পাঞ্জাব কিংসের (PBKS) শশাঙ্ক সিং (Shashank Singh) ৬ রানের উদ্দেশ্য ব্যাট হাতে বলটি বাউন্ডারির দিকে পাঠিয়ে দেন। বাউন্ডারির কাছে দাঁড়িয়ে থাকা করুন নায়ার (Karun Nair) বলটি ধরার চেষ্টা করেন। তিনি বলটি থামালেও তার পা বাউন্ডারি লাইনে ঠেকে গেছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়া হলে তিনি ছয় রান দেননি। মাঠের মধ্যেই এই ঘটনার প্রীতি জিন্টা তীব্র বিরোধীতা করেন।
প্রীতি জিন্টার ক্ষোভ প্রকাশ-

বলিউড অভিনেত্রী এবং পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা (Preity Zinta) নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, “এইরকম হাই প্রোফাইল টুর্নামেন্টে যেখানে থার্ড আম্পায়ারদের হাতে এতো প্রযুক্তি আছে। এই ধরনের ভুলগুলি গ্ৰহণযোগ্য নয়। এমনটা হওয়া উচিত ছিল না। ম্যাচ শেষে আমি করুনের (Karun Nair) সঙ্গে কথা বলেছিলাম। তিনি নিশ্চিত করেছিলেন যে ওটা ৬ ছিল।” অন্যদিকে চলতি আইপিএলে (IPL 2025) একের পর এক জয় তুলে নিয়ে ভক্তদের মুগ্ধ করেছে পাঞ্জাব। নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে ১৩ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে তারা। সফলভাবে নেতৃত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ব্যাটসম্যান। শ্রেয়স ইতিমধ্যেই ১৩ ম্যাচে মোট ৪৮৮ রান সংগ্রহ করেছেন।