IPL প্লে অফের আগেই চরম সমস্যায় পাঞ্জাব কিংস, বিবাদ পৌঁছালো হাইকোর্টে !! 1

IPL 2025: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে সাময়িক সময়ের জন্য স্থগিত থাকলেও নতুন উদ্যমে আবারও দর্শকদের মন জয় করে নিচ্ছে আইপিএল। এই বছর টুর্নামেন্টে ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে পাঞ্জাব কিংস (PBKS)। বহু বছর পরে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফের জায়গা করে নিয়েছে তারা। লিগ তালিকায় শীর্ষে শেষ করাই এখন তাদের কাছে মূল লক্ষ্য। ফলে নতুন করে দলকে শক্তিশালী করার জন্য প্রস্তুতি শুরু করেছেন কর্মকর্তারা। তবে এর মধ্যেই দলের মধ্যে তৈরি বিশাল সমস্যা যা প্লে অফের আগে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) অনেকটাই চিন্তার মধ্যে রেখেছে।

মামলা করলেন প্রীতি জিন্টা-

IPL প্লে অফের আগেই চরম সমস্যায় পাঞ্জাব কিংস, বিবাদ পৌঁছালো হাইকোর্টে !! 2
Preity Zinta and Shreyas Iyer | Images: Getty Images

পাঞ্জাব কিংসের (PBKS) প্রধান পরিচালক হলো কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড। এই সংস্থার ৩ টি ডিরেক্টর হলেন মোহিত বর্মন (Mohit Burman), নেস ওয়াদিয়া (Ness Wadia) এবং প্রীতি জিন্টা। ফলে বলিউড অভিনেত্রীকে প্রায় প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে উপস্থিত থেকে পাঞ্জাবকে সমর্থন করতে দেখা যায়। কিন্তু এবার প্রীতি জিন্টা (Preity Zinta) বাকি পাঞ্জাব মালিকদের বিরুদ্ধে মামলা করলেন। ২১ এপ্রিল কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডর এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ডাকা হয়েছিল। এই বৈঠকে মুনিশ খান্নাকে ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়। ১০ মে প্রীতি জিন্টা (Preity Zinta) নিয়ম বহির্ভূতভাবে এই মিটিং ডাকা হয়েছে বলে উল্লেখ করেছিলেন। কিন্তু তিনি ২১ এপ্রিল বৈঠকে উপস্থিত ছিলেন। তবে এবার প্রীতি জিন্টা (Preity Zinta) এই মিটিংয়ের বিরুদ্ধে এবং মুনিশ খান্নাকে নিয়ম বহির্ভূতভাবে ডিরেক্টর করার অভিযোগে মামলা করলেন। তবে কেউ এই বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেননি। অন্যদিকে আইপিএলের মধ্যেই এইরকম পরিস্থিতি তৈরি হ‌ওয়ার কারণে পাঞ্জাব কিংস (PBKS) শিবিরে কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে।

দুরন্ত ফর্মে পাঞ্জাব কিংস-

IPL প্লে অফের আগেই চরম সমস্যায় পাঞ্জাব কিংস, বিবাদ পৌঁছালো হাইকোর্টে !! 3
PBKS | Images: Getty Images

গত বছর শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর টুর্নামেন্টের মেগা নিলামে এই তারকা ব্যাটসম্যানকে ২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে দলে তুলে নেয় পাঞ্জাব। এরপর গুজরাট টাইটান্স (GT) এবং লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করে তারা। বর্তমানে ১২ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে ১১ বছর পর আইপিএলের প্লে অফে পৌঁছেছে পাঞ্জাব কিংস (PBKS)। দলের হয়ে ব্যাট হাতে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বিধ্বংসী ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১২ বলে ৪৩৫ রান এসেছে তার ব্যাট থেকে। লিগ পর্বে পাঞ্জাব কিংসের (PBKS) এখন ২ টি ম্যাচ বাকি আছে। ২৪ মে শ্রেয়স আইয়ারের দল দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে এবং ২৬ মে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে মাঠে নামবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *