নিলামের আগেই মন ভাঙলো প্রীতি জিন্টার, এই খেলোয়াড় দিলো ধোঁকা !! 1

চলতি বছরের শেষেই আইপিএল ২০২৫’এর (IPL 2025) নিলাম অনুষ্ঠিত হতে পারে। আর এই নিলামের আগেই মন ভেঙেছে পাঞ্জাব কিংস দলের মালকিন প্রীতি জিন্টার (Preity Zinta)। আইপিএলে পাঞ্জাব কিংস দলের মালকিন হিসেবে দেখা যায় প্রীতিকে। ক্রিকেটের প্রতি তিনি ছিলেন খুবই আসক্ত। সে কারণেই আইপিএলে ক্রিকেট দল কিনে ফেলেন তিনি, ২০০৮ সালে আইপিএল যখন শুরু হয় তখন থেকেই পাঞ্জাব দলের মালকিনের পদে দেখা যায় তাকে।

পাঞ্জাবের প্রতিটি ম্যাচেই প্রায় প্রীতিকে (Preity Zinta) মাঠে দেখতে পাওয়া যায়, তবে প্রতিবছর পরাজয় ছাড়া পাঞ্জাব দলের জয় বেশি উপভোগ করেননা। দীর্ঘ ১০ বছর আগে ২০১৪ সালে শেষবার পাঞ্জাবকে আইপিএল ইতিহাসের তাদের দ্বিতীয় প্লে অফের ম্যাচে অবতীর্ণ হতে দেখা গিয়েছিল। সেবারেই পাঞ্জাবের পক্ষে শিরোপা জেতার একটি বড় সুযোগ ছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাবকে হারিয়ে তাদের দ্বিতীয় শিরোপা জয় করে। সূত্রের খবর অনুযায়ী, ২০২৫ সালের আইপিএলের জন্য প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের পাঁচটি করে খেলোয়াড়কে ধরে রাখতে পারে। এই পরিস্থিতির পাঞ্জাব ফ্রাঞ্চাইজি ইতিমধ্যেই তাদের পাঁচ খেলোয়াড়কে ধরে রাখার একটি ইঙ্গিত দিয়েছে।

Read More: জয় শাহ ICC’র চেয়ারম্যান হতেই লটারি লাগলো পাকিস্তানের, চ্যাম্পিয়ন্স ট্রফি সহ এই টুর্নামেন্টের আয়োজন করে হবে মালামাল !!

শিখর ধাওয়ান দিলেন প্রীতিকে ধোঁকা

Shikhar Dhawan, preity zinta
Shikhar Dhawan | Image: Getty Images

যদিও ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় দেখতে পাওয়া যাবে না পাঞ্জাব দলের গত দুই সিজনের অধিনায়ক শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। শিখর ধাওয়ান দলের একজন গুরুত্বপূর্ণ ওপেনার এবং অধিনায়ক ছিলেন। যদিও গত সিজনের চোট পাওয়ার কারণে অর্ধেকের বেশি ম্যাচ তার পক্ষে খেলা সম্ভব হয়নি। এমনকি এই মৌসুম শুরু হওয়ার আগে তিনি অবসরের ঘোষণাও দিয়েছেন। তিনি অবসর নিতেই মাথায় হাত পড়েছে প্রীতি জিন্টার। আসন্ন মৌসুমীর জন্য আবার একবার নতুন অধিনায়ককে খুঁজতে হবে প্রীতিদের। অধিনায়ক হিসেবে ধাওয়ান সফল না হলেও তার উপরেই বেশ ভরসা দেখাতেন প্রীতি।

নিলামের মঞ্চ থেকে অধিনায়ক বাছাই করা একটি খুবই কঠিন কাজ। যার ফলে পাঞ্জাব কিংস ধাওয়ানের অনুপস্থিতি বোধ করবে। ভারতীয় ক্রিকেট দলের তারকা শেখর ধাওয়ান ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিল। তবে এরপর জাতীয় দলে তার আর সুযোগ না হয়ে ওঠার জন্য আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। বিরাট কোহলির পর আইপিএলে সবথেকে সফল ব্যাটসম্যান হলেন শিখর ধাওয়ান ২২২টি ম্যাচে তিনি ৩৫.০৭ গড়ে এবং ১২৭.১২ স্ট্রাইক রেটে ৬৭৬৮ রান বানিয়েছেন তিনি। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলার সময় তিনি প্রথমবারের মতো আইপিএল শিরোপা জয় করেছিলেন।

Read Also: Preity Zinta: স্যাম কারানের সাথে প্রতারণা প্রীতি জিন্টার, দিলেন না নেতৃত্বের সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *