T20 World Cup 2024

T20 World Cup 2024: এই মুহূর্তে আইপিএল নিয়ে ব্যস্ত ক্রিকেট মহল। এই টুর্নামেন্ট নিয়ে যাবতীয় উত্তেজনা উপভোগ করছে ক্রিকেট ফ্যানরা। তবে এই টুর্নামেন্ট শেষ হলেই শুরু হয়ে যাবে ক্রিকেটের আরেক মহাযজ্ঞ। হ্যাঁ, জুন মাসের প্রথম দিন থেকে আরম্ভ হবে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪। আর সেই টুর্নামেন্টের জন্য সব দলই নিজেদের প্রস্তুতি সারতে শুরু করেছে। এই তালিকায় টিম ইন্ডিয়াও রয়েছে জাদের লক্ষ্য হল দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপের ট্রফি জিতে নেওয়া।

ক্রিকেট বিশ্বকাপের আসর মানেই একটি ‘স্পেশাল’ ম্যাচ দেখার অপেক্ষায় থাকেন সবাই। আর সেটা হল ভারত-পাকিস্তানের লড়াই। রাজনৈতিক সমস্যার জন্য এই দুই দেশ একমাত্র আইসিসি টুর্নামেন্টগুলিতে একে অপরের বিরুদ্ধে খেলেন। তাই আসন্ন টি-২০ বিশ্বকাপেও এই ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। ৯ জুন নিউইয়র্কে এই দুই দলের হাইভোল্টেজ লড়াইটি অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

টি-২০’র লড়াইয়ে পাকিস্তানের থেকে এগিয়ে টিম ইন্ডিয়া

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে 'অ্যাসিড টেস্ট' জিততে মরিয়া টিম ইন্ডিয়া, এই দুর্দান্ত দল নিয়েই করবে বাজিমাত !! 1
IND vs PAK | Image: Getty Images

উল্লেখ্য, টি-২০ ফর্ম্যাটে পাকিস্তানের থেকে ভারত বেশ খানিকটা এগিয়ে আছে। টিম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত মোট ১২ টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। এই ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৮টি ম্যাচে। হেরেছে ৩ ম্যাচে। একটি ম্যাচ টাই হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল ২০২২ সালের অক্টোবরে। সেই ম্যাচে ৪ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া।

তবে তার কিছুদিন আগেই, ৪ সেপ্টেম্বর ২০২২-এ খেলা ম্যাচে ভারতকে হারের মুখে পড়তে হয়েছিল। সেটাই ছিল বিশ্বকাপের আসরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়। এবার আবারও মুখোমুখি হবে এই দুই দল। ভারতের কাছে তাই ৯ জুনের ম্যাচটা বদলার হতে চলেছে। আর তার জন্য শক্তিশালী একটা দল গড়ে পাকিস্তান শিবিরকে মাটি ধরিয়ে দেওয়া। তাই ফ্যানদের মনে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, কেমন হবে এই ম্যাচে ভারতের প্রথম একদশ।

কেমন হবে এই ম্যাচে ভারতের প্রথম একাদশ?

ind vs pak ,champions trophy 2025
IND vs PAK | Image: Getty Images

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই নার্ভের লড়াই। এই ম্যাচে মানসিকভাবে শক্তিশালী হয়ে মাঠে না নামলে সমস্যার মুখে পড়তে হয় খেলোয়াড়দের। তাই বেছে বেছে খেলোয়াড় নিতে হয় এই লড়াইয়ের জন্য। এই মুহূর্তে আইপিএল চলায় কোন কোন খেলোয়াড় ফর্মে রয়েছেন তা ভালো বোঝাই যাচ্ছে। তাদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ কেলোয়াড়দেও একটা মূল্য অবশ্যই থাকবে। তাই অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলেই তৈরি হবে ভারতীয় দল।

দেখে নিন দলটি:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *