কেদার যাদব
এই মুহূর্তে কেদার যদবকে দেশের সেরা ফিনিশারের তকমা দেওয়া হচ্ছে। অাগামী বিশ্বকাপে তিনি দেশের সেরা বাজি হতে চলেছেন। গতবছরের অক্টোবর মাস থেকে তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন।এর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিহের মাটিতে তাঁট স্পিন অবশ্যই কাজে দেবে।