ফিরলো ঋষভ পন্থের ঘটনার স্মৃতি, গুরুতর সড়ক দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেটার ও তাঁর পুত্র !! 1

গত বছরের ডিসেম্বরের ৩০ তারিখ দিল্লী থেকে নিজের গাড়িতে রুরকি ফিরছিলেন ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)। দিল্লী-রুরকি হাইওয়েতে মধ্যরাতে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে গিয়েছিলো তাতে। কোনোক্রমে সামনের কাঁচ ভেঙে ঋষভ বাইরে আসতে পারলেও গুরুতর আঘাত লাগে তাঁর। মুখে, চোখের পাশে, পিঠে সৃষ্টি হয়েছিলো গভীর ক্ষত। ছিঁড়ে গিয়েছিলো হাঁটুর লিগামেন্ট। ভয়াবহ সেই দুর্ঘটনার খবরে শিউরে উঠেছিলেন ক্রিকেটপ্রেমীরা। অনিশ্চয়তার অন্ধকারে ডুবেছিলো ঋষভের ক্রিকেট কেরিয়ার।

প্রথমে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঋষভ (Rishabh Pant)। পরে বিসিসিআই-এর উদ্যোগে তাঁকে স্থানান্তরিত করা হয় মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে। সেখানেই হাঁটুর অস্ত্রোপচার হয় তাঁর। এরপর লম্বা সময় ধরে রিহ্যাব চলছে ঋষভের। প্রথমে ক্রাচের সাহায্য নিয়ে হাঁটতে হচ্ছিলো তাঁকে। পরে ক্রাচ ফেলে নিজের পায়ে হাঁটা শুরু করেছেন ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক।

কবে মাঠে ফিরতে পারবেন, সেই প্রশ্নের উত্তর এখুনি দেওয়া যাচ্ছে না ঠিকই, তবে দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব চলছে তাঁর। শারীরিক অনুশীলনও শুরু করেছেন। যা স্বস্তি যুগিয়েছে দেশের ক্রিকেট দর্শকদের। ঋষভের সুস্থতার খবর যেখানে আশার আলো দেখিয়েছে ক্রিকেট অনুরাগীদের, ঠিক তখনই ফের এক হাড়হিম করে দেওয়া দুর্ঘটনার খবর এলো সামনে। প্রাক্তন পেসার প্রবীন কুমারের (Praveen Kumar) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলো মালবাহী ক্যান্টার ট্রাকের সাথে। গাড়িতে প্রবীন ছাড়াও ছিলেন তাঁর পুত্র।

Read More: TOP 5: মুখ্য নির্বাচক পদে অজিত আগরকার, কেরিয়ারে তালা পড়তে চলেছে এই পাঁচ ক্রিকেটারের !!

ভয়াবহ দুর্ঘটনার শিকার প্রবীন কুমার-

Praveen Kumar | Rishabh Pant | Image: Getty Images
Praveen Kumar | Image: Getty Images

মঙ্গলবার রাত দশটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে প্রবীন কুমারের (Praveen Kumar) ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়িটি। বাগপত রোডের মুলতান নগরের বাসিন্দা প্রবীন, গতকাল রাতে গাড়ি নিয়ে আসছিলেন পাণ্ডব নগর থেকে। আচমকাই গতি বাড়িয়ে এসে একটি মালবাহী ক্যান্টার ট্রাক তাঁর গাড়িটিকে মুখোমুখি ধাক্কা লাগে। সেই সময় গাড়ির ভিতরে ক্রিকেটার প্রবীন কুমার (Praveen Kumar) ছাড়াও ছিলেন তাঁর শিশুপুত্র। স্বস্তির খবর এই যে প্রবীন বা তাঁর পুত্রের কোনো রকম শারীতিক ক্ষতি হয় নি এই দুর্ঘটনার ফলে। তবে ল্যান্ড রোভার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ। ঘটনার পরেই আশেপাশে ভীড় জমতে শুরু করে দ্রুত। উত্তেজিত জনতাই মালবাহীন ক্যান্টার ট্রাকের চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় সিভিল লাইন থানার পুলিশ। সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পীয়ূষ কুমার সংবাদমাধ্যমকে জানান যে ক্যান্টার চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও পুলিশের তরফে প্রবীন (Praveen Kumar) ও তাঁর পুত্রের সম্পূর্ণ সুস্থ থাকার কথা পরিষ্কার করে দেওয়া হয় সংবাদমাধ্যমের কাছে। ঋষভের ঘটনার পর এই ঘটনার খবর সামনে আসায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। পুলিশের ঘোষণার পর হাঁফ ছাড়েন তাঁরাও।

অল্প বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যান প্রবীন-

Praveen Kumar | Rishabh Pant | Image: Getty Images
Praveen Kumar | Image: Getty Images

 

২০০৭ সালে প্রথম বার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন প্রবীন কুমার (Praveen Kumar)। বল হাতে দুই দিকেই স্যুইং করানোর অনবদ্য দক্ষতা ছিলো তাঁর। অনেকেই তাঁকে ভবিষ্যতের তারকা বলে মনে করেছিলেন। কিন্তু ২০১২’র পরে আর জাতীয় দলের হয়ে খেলা হয় নি তাঁর। টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-২০, তিন ফর্ম্যাটেই ‘মেন ইন ব্লু’র হয়ে খেলেছেন প্রবীন। ৬ টেস্টে নিয়েছেন ২৭ উইকেট। ৬৮টি একদিনের ম্যাচ খেলে ৭৭ উইকেট রয়েছে তাঁর কেরিয়ারে। আর ভারতের হয়ে ১০টি টি-২০ খেলে ৮ উইকেট নিয়েছেন তিনি। আইপিএলেও খেলেছেন দীর্ঘ সময়। ২০০৮ থেকে ২০১৭ অবধি আইপিএল খেলেছেন তিনি। ১১৯ ম্যাচে নিয়েছেন ৯০ উইকেট।

Also Read: WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ‘বলির পাঁঠা’ হবেন এই তারকা খেলোয়াড়, রিজার্ভ বেঞ্চে বসেই কাটবে সময় !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *