আজ রায়পুরে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Match) বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের দখলে করার উদ্দেশ্যে মাঠে নেমেছিল ভারতীয় দল। প্রথম ম্যাচে ১৭ রানে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী ছিল ব্লু ব্রিগেডরা। কেএল রাহুলরা (KL Rahul) আজ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে । ম্যাচে ব্যাট হাতে আজও বিধ্বংসী ফর্মে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তার সঙ্গে রুতুরাজ গায়কোয়াডও (Ruturaj Gaikwad) ভরসা জোগান। তবে দ্বিতীয় ইনিংসে বোলাররা সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। ফলে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে হারের সম্মুখীন হল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। ফলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার মুখে পড়েছে ব্লু ব্রিগেডরা।
Read More: নতুন বিয়ের তারিখ ফাইনাল স্মৃতি-পলাশের, এই দিনেই সাতপাক ঘুরবেন দুজন !!
ভারতের লজ্জাজনক হার-

বুধবার ভারতীয় দলের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কিন্তু তারা সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। এইরকম পরিস্থিতিতে বিরাট কোহলি এসে দলের হাল ধরেন। তিনি রুতুরাজ গায়কোয়াডের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৯৩ বলে ১০২ রানের ইনিংস খেলেন কিং কোহলি। রুতুরাজের ব্যাট থেকে আসে ৮৩ বলে ১০৫ রান। এরপর কেএল রাহুলের (KL Rahul) অপরাজিত ৬৬ রানে ভর করে ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রান সংগ্রহ করে নেয়।
এই রান তাড়া করতে নেমে এইডেন মার্করাম (Aiden Markram) দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে অনেকটাই এগিয়ে দিয়েছিলেন। এছাড়াও ম্যাথু ব্রিটজকে (Matthew Breetzke) ৬৮ রানের এবং ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ৫৪ রানের ইনিংস খেলে দলকে আত্মবিশ্বাস দেন। এর ফলে বিদেশের মাটিতে সবচেয়ে বড়ো ওডিআই রান তাড়া করে জয় পাওয়ার ইতিহাস গড়লেন প্রোটিয়ারা। আজ ম্যাচে ভারতীয় বোলিং আক্রমণ রীতিমতো হতাশ করেছে। হর্ষিত রানা (Harshit Rana) থেকে প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) জলের মতো রান খরচ করেন।
এর ফলে সমালোচনার মুখে পড়েছে বোলিং আক্রমণ। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং মহম্মদ শামির (Mohammed Shami) মতো তারকাদের বসিয়ে রেখে প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানাকে বাছাই করা নির্বাচকদের সবচেয়ে বড়ো ভুল সিদ্ধান্ত।” “আমার দেখা সবচেয়ে খারাপ বোলার হলেন প্রসিদ্ধ কৃষ্ণা।”, বলেও উল্লেখ করছেন অনেকে। এক সমর্থক কটাক্ষ করে লিখেছেন, “পাকিস্তানের হারিস রাউফের মতো আমাদের রান মেশিন প্রসিদ্ধ রয়েছে।” এর সঙ্গেই গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) ভূমিকাও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে।
দেখুন ট্যুইট চিত্র-