ENG vs IND: বন্ধুত্বের খাতিরে এই খেলোয়াড়কে একাদশে সুযোগ দিয়ে কপাল চাপড়াচ্ছেন শুভমান গিল !! 1

ভারত ও ইংল্যান্ডের (ENG vs IND) বিরুদ্ধে এন্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় ম্যাচটি খেলা হচ্ছে এজবাস্টনে। দ্বিতীয় টেস্টে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তিন পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। আসলে, প্রথম টেস্টে তিনে ব্যাটিং করতে নেমে সাই সুদর্শন (Sai Sudharsan) ব্যাট হাতে ব্যার্থ হয়েছিলেন, এরপর দ্বিতীয় ম্যাচেই তাকে দল থেকে বাদ পড়তে হয়েছে। এছাড়া, প্রথম টেস্টে সুযোগ পাওয়া শার্দূল ঠাকুর (Shardul Thakur) সেভাবে ছন্দ দেখাতে পারেননি। তাছাড়া, তারকা পেসার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) এই টেস্টে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় টেস্টের জন্য নীতিশ রেড্ডি (Nitish Reddy), ওয়াসিংটন সুন্দর (Washington Sundar) এবং আকাশ দীপকে (Akash Deep) সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে ম্যানেজমেন্টের নির্বাচন করা এক তারকার নির্বাচনে মাথা চাপড়াচ্ছেন ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill)।

টস হেরে দ্বিতীয় টেস্টে আবার একবার ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছিল। ভারতীয় দলের হয়ে প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৮৭, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৮৯ এবং শুভমান গিলের (Shubman Gill) ২৬৯ রানে ভারতীয় দল ১০ উইকেটে ৫৮৭ রান বানায়। ভারতের রানের পাহাড়ের জবাবে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে, জেমি স্মিথ (Jamie Smith) ও হ্যারি ব্রুকের (Harry Brook) দৌলতে খেলায় ফেরে ইংল্যান্ড।

Read More: ‘উনি বানরাকাস’, গৌতম গম্ভীরকে ‘পঞ্চায়েত’ সিরিজের চরিত্রের তুলনা করলেন ফয়জল মালিক !!

এই খেলোয়াড়কে নিয়ে ভুল করলো টিম ইন্ডিয়া

Ind vs eng
Prasidh Krishna | Image: Getty Images

তবে, ভারতীয় দলের তারকা পেসার প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krishna) নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম টেস্টে কৃষ্ণকে একহাত নিয়েছিল ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে উভয় ইনিংসে ২২০ রান খরচ করে তিনি ৫ উইকেট নিলেও ওভার পিছু ৬.২৯ রান দিয়ে ফেলেছিলেন। এরপর দ্বিতীয় টেস্টেও তাঁর খারাপ বোলিং অব্যহত। দ্বিতীয় টেস্টে আকাশ দীপ (Akash Deep) ও মোহম্মদ সিরাজ (Mohammed Siraj) অসাধারণ বোলিং প্রদর্শন দেখালেও সেই প্রসিদ্ধ কৃষ্ণ আবার প্রচুর রান দিয়ে ফেলেছেন। ১৩ ওভারে ৭২ রান খরচ করেছে কৃষ্ণ। দ্বিতীয় টেস্টে বুমরাহ না থাকার একাদশে নিজের জায়গা পাকা করেছিলেন তিনি। তবে, তাঁর এই লজ্জাজনক পারফরম্যান্স তাঁর নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে। তৃতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। বুমরাহ ফিরলে তাকে বেঞ্চে বসতে হবে।

Read Also: IND vs ENG 2nd Test: ৪, ৬, ৪, ৪, ৪…ধুমধাড়াক্কা ব্যাটিং জেইমি স্মিথের, এজবাস্টনে মুখ পুড়লো প্রসিদ্ধ কৃষ্ণার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *