আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপর এই আরব আমিরশাহীতে বসতে চলেছে এশিয়া কাপ ২০২৫ এর আসর (Asia Cup 2025)। এবারের এশিয়া কাপে ভারতীয় দলের নির্বাচন নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। মুখ্য নির্বাচক অজিত আগারকারকে (Ajit Agarkar) বেশ সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। যে কারণে প্রধান নির্বাচককে বদলে ফেলার বেশ আর্জি জানানো হয়েছিল সমাজ মাধ্যমে। তবে বিসিসিআই অজিত আগারকারকে আবার মুখ্য নির্বাচক পদে সময়কাল বাড়িয়ে দিয়েছে। এশিয়া কাপের পরেই শেষ হচ্ছিল অজিতের মুখ্য নির্বাচক হিসেবে সময়কাল। কিন্তু এবার ২০২৬ সাল পর্যন্ত তাকেই মুখ্য নির্বাচক হিসাবে দেখতে পাওয়া যাবে।
মুখ্য নির্বাচক পদ বহাল আগারকারের

সূত্রের খবর, আগরকর মুখ্য নির্বাচক হিসেবে থাকাকালীন একাধিক বড় টুর্নামেন্টে (১টি এশিয়া কাপ, ১টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) সাফল্যে পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। অজিতের সময়কাল বাড়ানো হলেও বাকি সদস্যদের নিয়ে ছবিটা এখনো পরিষ্কার নয় তবে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শুক্রবার বিসিসিআই পাঁচ সদস্যের সিনিয়র পুরুষদের জাতীয় নির্বাচন কমিটিতে দুটি শূন্যপদ এবং মহিলা প্যানেলে চারটি পদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সাবেক বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝাকে (Pragyan Ojha) দক্ষিণ অঞ্চল থেকে জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে এক সূত্রের দাবি। বিসিসিআই সূত্রে খবর, আগামী বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
Read More: এশিয়া কাপের আগে দুঃসংবাদ, অবসরের ঘোষণা ভারতীয় তারকা স্পিনারের !!
প্রজ্ঞান ওঝা ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই খেলা এক খেলোয়াড়। প্রতিভা থাকলেও ক্যারিয়ার খুব লম্বা ছিল না তাঁর। ভারতের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচও জিতিয়েছিলেন তিনি। ভারতীয় টেস্ট দলে একসময় নিয়মিত সদস্য ছিলেন তিনি। আইপিএলের মঞ্চে পার্পেল ক্যাপও জিতেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেট থেকেও প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি। মাঠের এই অভিজ্ঞতা এবার কাজে লাগবে নির্বাচকের ভূমিকায়। বর্তমানে জাতীয় নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অজিত আগারকর। তাঁর নেতৃত্বে ভারতীয় দলের নির্বাচনী নীতিতে বেশ বদল দেখা যাচ্ছে। বিসিসিআইয়ের নির্বাচন কমিটি এখন বেশ কয়েকটি বিষয়ে খেয়াল রাখছে।
ভারতীয় ক্রিকেটে বড় রদবদল

প্রথমত, দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রাখছে। দ্বিতীয়ত অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দুর্দান্ত সুবিধা রাখছে এবং বড় টুর্নামেন্টের আগে দল নির্বাচনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে । এবার যদি প্রজ্ঞান ওঝা কমিটিতে যোগ দেন, তাহলে দক্ষিণ অঞ্চলের ক্রিকেটারদের মূল্যায়নে নতুন মাত্রা আসবে। ওঝা ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রশাসনিক কাজে ও ব্রডকাস্টিংয়ের কাজে যুক্ত। এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। তাছাড়া বেশ কয়েকটি ওডিআই সিরিজ সহ আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সবকিছুর উপর নজর রেখেই প্রজ্ঞান ওঝাকে হয়তো নির্বাচক প্যানেলের অংশ হতে দেখতে পাওয়া যাবে।