দুই সারা এখন অতীত, এবার শুভমানের প্রেমে পাগল হলেন এই বলিউড সুন্দরী !! 1

চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill) নিয়েছেন দলে এন্ট্রি। দ্বিতীয় টেস্টে দলে সুযোগ পাওয়ার পর, ছন্দ দেখিয়েছেন শুভমান গিল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শুভমান ৩১ এবং দ্বিতীয় ইনিংসে তিনি ২৮ রান বানিয়েছিলেন। ভক্তদের নজরে থাকবে শুভমান গিলের গাব্বার পারফর্মেন্স। গতবার ভারতীয় দল ব্রিসবেন গাব্বায় ইতিহাস তৈরী করেছিলেন। যেখানে পন্থ এবং শুভমান দুজনেই ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার এই ময়দানে। তবে, সমাজ মাধ্যমে শুভমানকে নিয়ে শুরু হয়েছে চর্চা। শুভমানের ব্যাক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে চর্চা।

শুভমানের সঙ্গে জড়িয়েছিল সারা-দের নাম

Sara Ali Khan and Sara Tendulkar
Sara Ali Khan and Sara Tendulkar | Image: Twitter

কখনও সচিন কন্যা সারা তেন্ডুলকর আবার কখনও সাইফ কন্যা সারা আলী খানকে নিয়ে চর্চায় থাকেন শুভমান (Shubman Gill)। আবার বলিউডের উঠতি অভিনেত্রী রিধিমা পণ্ডিতের সঙ্গে শিরোনামে উঠে এসেছিল। তবে সবকিছু উপেক্ষা করে শুভমান নাকি বলিউড অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়ালের সঙ্গে নতুন সম্পর্ক শুরু করেছেন। সূত্রের খবর, তারকা ক্রিকেটার শুভমান গিল নাকি এখন প্রজ্ঞার সৌন্দর্যে মেতেছেন। তবে শুধু গিলই নয়, প্রজ্ঞার মনেও নাকি গিল প্রেম জেগে উঠেছে।

বলিউডে সদ্য পা দিয়েছেন প্রজ্ঞা। ২০১৪ সালে ‘টিটু এমবিএ’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। কিছুদিন আগে অক্ষর কুমারের সঙ্গে খেল মে-ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে প্রজ্ঞাকে। বলিউডে খুব বেশি সিনেমাতে তাকে দেখা না গেলেও তিনি দক্ষিণের নানান সিনেমাতে কাজ করেছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে নয় বরং দক্ষিনেই বেশি নাম কামিয়েছেন তিনি। তাছাড়া মডেলিং জগতের খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি, এমনকি বিভিন্ন নামিদামি কোম্পানির বিজ্ঞাপনের শুটিংয়ে তাকে দেখা যাচ্ছে। জানা গিয়েছে, বিজ্ঞাপনের শুটিংয়েই নাকি শুভমানের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর।

নতুন সম্পর্কে জড়িয়েছেন শুভমান

Pragya Jaiswal, shubman gill
Pragya Jaiswal | Image: Twitter

তবে শুভমান (Shubman Gill) ও প্রজ্ঞা দুজনে সম্পর্কে রয়েছেন তা সঠিক জানা যায়নি, তবে প্রজ্ঞা প্রকাশ্যেই শুভমানকে ভালো লাগার কথা জানিয়েছেন। এক সাক্ষাৎকারে প্রজ্ঞা জানিয়েছেন শুভমানের সঙ্গে ডেটিং করতে তার কোনো সমস্যা নেই। মন্তব্য করে তিনি বলেছেন, “শুভমানকে আমার বেশ পছন্দ। আমি সিঙ্গেল, তাই আমার শুভমানের সঙ্গে ডেটিং করতে কোনো সমস্যা নেই।” ক্রিকেটারদের প্রসঙ্গে ভিন্ন মত প্রদান করেছেন প্রজ্ঞা। তিনি মন্তব্য করে বলেছেন, “কোনো ক্রিকেটারের পক্ষে বা বিপক্ষে আমি নই। যদি কেউ ভাল মানুষ হন, তাহলে তার সাথে সময় তো কাটানো যেতেই পারে।

Read Also: Shubman Gill: “সামলাতেই পারে না…” তৃতীয়বার বোল্যান্ডের শিকার শুভমান, ক্ষোভের আগুন নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *