“দেশের হয়ে খেলার সুযোগ…” লখনৌয়ের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং চালিয়ে ম্যাচ সেরা হলেন প্রভশিমরন সিং !! 1

আইপিএল ২০২৫ এর মঞ্চে (IPL 2025) ১৩ তম ম্যাচ জয়লাভ করল পাঞ্জাব কিংস। দাপটের সঙ্গে লখনৌ দলকে পরাস্ত করল শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) পাঞ্জাব কিংস। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলা লখনৌ সুপার জায়ান্টস দলের ব্যাটিং প্রদর্শনী ছিল নিতান্তই সাধারণ। প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতরেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল লখনৌ। দলের হয়ে সর্বাধিক ৪৪ রানের ইনিংস খেলেছিলেন নিকোলাস পুরান। তাছাড়া, আয়ুশ বাদানীর ৪১ এবং আব্দুল সমাদের ২৭ রানের ইনিংসে লখনৌ দল ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান বানাতে সক্ষম হয়েছিল।

৮ উইকেটে জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব

Ipl 2025
Shreyas Iyer | Image: Getty Images

লখনউ দল এই মৌসুমে প্রথম ম্যাচ দিল্লির বিরুদ্ধে পরাজিত হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে দুরন্ত একটি কামব্যাক দেখিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে দাপটের সঙ্গে পরাস্ত করেছিল। তবে আজকের ম্যাচে লখনৌ দলের ব্যাটিং ধস দলের পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। পাঞ্জাবের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন অর্ষদীপ সিং। জবাবে ব্যাটিং করতে এসে লখনৌ দলের হয়ে দিগভেশ রাঠি শুরুতেই পাঞ্জাব দলের ইনফর্ম ওপেনার প্রিয়ান্স আর্যকে প্যাভিলিয়নে ফেরান। তবে আজকের ম্যাচে দুরন্ত ইনিংস খেলেন প্রভশিমরন সিং। ব্যাট হাতে তিনি ৩৪ বলে ৯টি চার এবং ৩টি ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেন। তাছাড়া, ৩০ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পাঞ্জাব দলের হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলা নেহাল ওয়াধেরা ২৫ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪৩ রানের ইনিংস খেলেন। পাঞ্জাবের দুরন্ত ব্যাটিংয়ে ১৬.২ ওভারেই জয় সুনিশ্চিত করে নেয় পাঞ্জাব দল।

Read More: IPL 2025: প্রভশিমরন ও শ্রেয়সের দাপুটে ব্যাটিং, LSG-এর বিরুদ্ধে মৌসুমের দ্বিতীয় জয় সুনিশ্চিত করলো পাঞ্জাব কিংস !!

ম্যাচ সেরা হলেন প্রভশিমরন

Ipl 2025
Prabhsimran Singh | Image: Twitter

আজকের ম্যাচে দুরন্ত ব্যাটিং প্রদর্শন দেখিয়ে ম্যাচের সেরা হন প্রভশিমরন সিং। ম্যাচ সেরা হয়ে মন্তব্য করে তিনি বলেন, “সবাই জানে, তিনি (রিকি পন্টিং) একজন কিংবদন্তি। তিনি সবসময় খুবই ইতিবাচক থাকেন। তিনি কখনও ‘কি হলে কি হতে পারতো’ এসব নিয়ে ভাবেন না। তিনি সবসময় আমাদের খেলাকে সমর্থন করে এসেছেন। নেটে আমরা যে সকল শট (সুইপ এবং সুইচ হিট) অনুশীলন করেছি সেগুলো অনেক অনুশীলন করেছি। এটি (আইপিএল) এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে দেশের হয়ে খেলার লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে।

Read Also: IPL 2025: “টি-টোয়েন্টির সবচেয়ে বড়ো জালি ক্রিকেটার..” ২৭ কোটির ঋষভকে নিয়ে ট্রোলিং সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *