PBKS vs MI: মুম্বাইকে হারিয়ে ম্যাচ জয়ের নায়ক হয়ে উঠবেন এই তারকা, পাঞ্জাবের ফাইনালের টিকিট করবেন কনফার্ম !! 1

IPL 2025: আসন্ন ৩ জুন এই বছরে আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ মহারণের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস (PBKS) মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে মাঠে নামতে চলেছে। আজকের ম্যাচে জয়ী দল মঙ্গলবার ফাইনালে আরবিসির মুখোমুখি হবে। শেষ ম্যাচে রজত পাটিদারের দলের কাছে ৮ উইকেটে হারের সম্মুখীন হয়েছিল পাঞ্জাব (PBKS)। তবে এলিমিনেটর ম্যাচে দুরন্ত ফার্মে ছিল মুম্বাই ইন্ডিয়ান (MI)। গুজরাট টাইটান্সকে ২০ রানে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। অন্যদিকে শেষ ম্যাচে হারলেও যুদ্ধ এখনও শেষ হয়নি বলে জানিয়ে দিয়েছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ফাইনালে পৌঁছাতে মরিয়া প্রীতি জিন্টার দল। আজ পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে ম্যাচ জয়ের অন্যতম নায়ক হতে পারেন এই তারকা।

Read More: IND vs ENG: ইংল্যান্ড সফরের ম্যাচে নেই শুভমান গিল, ১৭ আন্তর্জাতিক শতকের মালিকের উপর আস্থা রাখলো BCCI !!

জ্বলে উঠতে পারেন এই তারকা-

PBKS vs MI: মুম্বাইকে হারিয়ে ম্যাচ জয়ের নায়ক হয়ে উঠবেন এই তারকা, পাঞ্জাবের ফাইনালের টিকিট করবেন কনফার্ম !! 2
Prabhsimran Singh | Images: Getty Images

এই বছর আইপিএলে আমরা একাধিক বিস্ফোরক ওপেনিং জুটি দেখেছি। গুজরাট টাইটান্সের (GT) হয়ে ধারাবাহিকভাবে রান করে ভক্তদের মুগ্ধ করেছেন শুভমান গিল (Shubman Gill) ও সাই সুদর্শন (Sai Sudarshan)। চলতি টুর্নামেন্টে‌ পাঞ্জাবের হয়ে প্রিয়াংশ আর্য (Priyansh Arya) এবং প্রভসিমরান সিং (Prabhsimran Singh) ওপেনিং জুটিও শক্তিশালী পারফর্মেন্স করে আলোচনায় রয়েছেন। প্রভসিমরানের (Prabhsimran Singh) একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস দলকে প্লে অফে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৫ ম্যাচে এই তারকার ব্যাট থেকে এখনও পর্যন্ত ৫১৭ রান এসেছে। তিনি চলতি টুর্নামেন্টে করেছেন ৪ টি অর্ধশতরান। ফলে আজ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের হয়ে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন প্রভসিমরান (Prabhsimran Singh)। তিনি একাই কোয়ালিফায়ার ২-এর ম্যাচের রঙ বদলে দিতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত আইপিএলে এই তারকা ব্যাটসম্যান ১৫৩ স্ট্রাইক রেটে ৪৯ ম্যাচে ১২৭৩ রান সংগ্রহ করেছেন।

ট্রফি জয়ের দৌড়ে পাঞ্জাব-

PBKS vs MI: মুম্বাইকে হারিয়ে ম্যাচ জয়ের নায়ক হয়ে উঠবেন এই তারকা, পাঞ্জাবের ফাইনালের টিকিট করবেন কনফার্ম !! 3
PBKS | Images: Getty Images

এই বছর আইপিএলের (IPL 2025) লিগ পর্বে পাঞ্জাব কিংস (PBKS) নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে লড়াই চালিয়ে। প্রথম ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় অনেকটাই আত্মবিশ্বাস বৃদ্ধি করেছিল দলের। ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করে পাঞ্জাব। এর ফলে ১১ বছর পর প্লে অফে জায়গা করে নিয়ে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে প্রীতি জিন্টার দল। অধিনায়ক হিসেবে সফলতা পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও বিধ্বংসী ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি ১৫ ম্যাচে ৫১৬ রান সংগ্রহ করেছেন। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে ৮ উইকেটে লজ্জাজনক হারের সম্মুখীন হলেও মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া পাঞ্জাব ((PBKS)। ফলে বলাই যায় আজ আইপিএলে অন্যতম হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন ক্রিকেট ভক্তরা।

Read Also: ফাইনালে জায়গা নিশ্চিত পাঞ্জাব কিংসের, হাই ভোল্টেজ ম্যাচে এন্ট্রি নিচ্ছেন কিংবদন্তি তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *