gambhir-wants-kkr-to-equal-csk-and-mi

দ্রাবিড় জমানা যে টি-২০ বিশ্বকাপের পর শেষ হবে তা জানা গিয়েছিলো আগেই। সংবাদমাধ্যম সূত্রে খবর যে ভারতের কোচ হচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দুই বছর লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি। এই বছরই যোগ দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে (KKR)। এক মরসুম কাটার পরেই দায়িত্ব ছাড়ছেন সম্ভবত তিনি। গত ২৭ মে ভারতীয় কোচের পদে আবেদনের শেষ দিন ছিলো। সংবাদসংস্থা ক্রিকবাজ জানিয়েছে যে আবেদন করেছেন গম্ভীর (Gautam Gambhir)। আইপিএল ফাইনালের দিন সচিব জয় শাহ ও গম্ভীরকে দীর্ঘক্ষণ একান্তে আলোচনাও করতে দেখা গিয়েছে। যার পর জোরালো হয়েছে টিম ইন্ডিয়ার হটসিটে তাঁর বসার গুঞ্জন।

Read More: ENG vs PAK: “এত মার খান কেন?” সমর্থকের প্রশ্নে ঘোর অস্বস্তিতে পাক অলরাউন্ডার শাদাব খান !!

২০১১ সালে অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রথমবার তাঁর হাত ধরেই প্লে-অফে খেলেছিলো তারা। ২০১২ সালে এসেছিলো প্রথম ট্রফি। ২০১৪তে কলকাতা যখন দ্বিতীয়বার আইপিএল জেতে তখনও অধিনায়কের ভূমিকায় ছিলেন গম্ভীরই। সেই সাফল্যের দশ বছর পর ২০২৪-এ এলো তৃতীয় ট্রফি। ঘটনাচক্রে এই সাফল্যেও রয়েছেন গম্ভীরের হাত। নাইট মেন্টর হিসেবে দারুণভাবে দলকে পরিচালনা করেছেন তিনি। সুনীল নারাইনকে ওপেনার হিসেবে খেলানো, হর্ষিত রাণা, বৈভব আরোরাদের মত তরুণদের উপর আস্থা রাখা, মিচেল স্টার্ককে ভরসা যোগানোর মত সিদ্ধান্ত কাজে এসেছে দলের। সেই কারনেই ট্রফিজয়ী মেন্টরকে ছাড়তে চায় না কেকেআর। BCCI-এর কাছে গম্ভীরের বদলে দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়োগ করার কথা জানাতে পারে তারা।

এই নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ ভাইরাল হয়েছে ট্যুইটারের দুনিয়ায়। নিছক মজার ছলে করা পোস্টটিতে আলাপচারিতায় দেখা যাচ্ছে নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakanta Pandit) ও তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলকে (Andre Russell)। চন্দ্রকান্ত নাকি বলছেন “জিজি (গৌতম গম্ভীর) ভারতীয় দলের কোচ হতে যাচ্ছে। সাজঘরের মজাটাই আর থাকবে না।” জবাবে ঠাট্টা করে রাসেল বলছেন, “চিন্তা করবেন না চান্দু স্যর। আমি আপনার হয়ে ফর্মটা ফিল-আপ করে দিয়েছি। আপনাকে কোচ হওয়া থেকে এখন কেউ আটকাতে পারবে না।” অর্থাৎ গম্ভীরের বিদায় আটকাতে প্রয়োজনে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে যে বিরাট-রোহিতদের অন্দরমহলে পাঠাতে সমর্থকদের আপত্তি নেই তাই বোঝা গিয়েছে এই পোস্ট থেকে।

দেখে নিন সেই পোস্টটি-

Also Read: T20 বিশ্বকাপের আগেই দলে বড় পরিবর্তন, অধিনায়ত্ব পেলেন কোহলি তো ভাগ্য খুললো এই তরুণ ক্রিকেটারদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *