এশিয়া কাপে (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় ক্রিকেট দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) সামনে রেখেই আসন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য দল তৈরি করছেন। শুভমান গিলকে (Shubman Gill) দলে যোগ করে এবং সহ অধিনায়কের দায়িত্ব তুলে দিয়ে বিকল্প পরিকল্পনাও করে রেখেছেন।
অন্যদিকে গিল দলে আসার পর সঞ্জু স্যামসনকে (Sanju Samson) আর ওপেনার হিসেবে ব্যাটিং অর্ডারে দেখতে পাওয়া যাচ্ছে না। মিডিল অর্ডারে বিভিন্ন স্থানে এশিয়া কাপে ব্যাটিং করেছিলেন তিনি। এই তারকা ব্যাটসম্যানকে নিয়ে পরিক্ষা-নিরিক্ষা তীব্র সমালোচনার মুখে পড়েছে। এর মধ্যেই তাকে নিয়ে সূর্যকুমার যাদবের মন্তব্য সামনে এল।
Read More: চাহালের সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিয়ের পিঁড়িতে ধনশ্রী, এই জনপ্রিয় তারকার সঙ্গে বাঁধছেন গাঁটছড়া !!
সঞ্জুকে নিয়ে খামখেয়ালী সিদ্ধান্ত-

ভারতীয় টি-টোয়েন্টি দলের ওপেনার হিসেবে সঞ্জু স্যামসন নিজেকে প্রমাণ করেছেন। গত বছর এই ভূমিকায় ব্যাটিং করতে নেমে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোট ৩ টি শতরান হাঁকিয়েছিলেন। ফলে অভিষেক শর্মার সঙ্গে এই তারকা ব্যাটসম্যান ওপেনার হিসেবে নিজের দায়িত্ব চালিয়ে যাবেন বলেই মনে করা হচ্ছিল। কিন্তু গৌতম গম্ভীরের সিদ্ধান্তে পরিস্থিতির পরিবর্তন হয়ে যায়।এশিয়া কাপে শুভমান গিলকে আবরও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে আনা হয়।
সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর সঙ্গে এই তারকা ব্যাটসম্যানকে ওপেনার হিসেবে মাঠে নামতে দেখা যায়। এর ফলে ব্যাটিং অর্ডারে সঞ্জু স্যামসনের (Sanju Samson) জায়গা নিশ্চিত ছিল না। গ্ৰুপ পর্বে ওমানের বিপক্ষে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে দুরন্ত অর্ধশতরান করেছিলেন তিনি। এরপর সুপার ৪’এ এবং ফাইনালে তাকে ৫ নম্বর স্থানে ব্যাটিং করতে দেখা যায়। এই টুর্নামেন্টে ৭ ম্যাচে ১৩২ রান সংগ্রহ করেছিলেন সঞ্জু।
সঞ্জুকে নিয়ে সূর্যকুমারের দায়িত্ব-

এশিয়া কাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার (India vs Australia Series) মাটিতে ৫ ম্যাচের গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। এই সিরিজের জন্য দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই তারকা ব্যাটসম্যানকে ব্যাটিং অর্ডারে ওপেনার হিসেবে না হলেও নিশ্চিতভাবে রাখার বিষয়ে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পরামর্শ ছিল বলে এবার জানলেন সূর্যকুমার (Suryakumar Yadav)। আসলে গিল একাদশে ওপেনার হিসেবে থাকার কারণে মনে করা হচ্ছিল জিতেশ শর্মাকে (Jitesh Sharma) ফিনিশার হিসেবে রাখা হবে। যার ফলে বাইরে চলে যাবেন সঞ্জু।
ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “দলে গিল এবং জিতেশ শর্মা দুজনেই জায়গা পাওয়ার পর অনেকেই মনে করেছেন সঞ্জুর বদলে জিতেশকে খেলানো হবে। কিন্তু গৌতি ভাই প্রথম দিন থেকেই স্পষ্ট করে দিয়েছিলেন যে সঞ্জুকে যেকোনো জায়গায় হোক তাকে খেলানো উচিত।” ভারতীয় প্রধান কোচের সিদ্ধান্ত এই তারকা ব্যাটসম্যানের পারফর্মেন্সের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। যার ফলে তিনি দল থেকেও ভবিষ্যতে ছিটকে যেতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।