আগামী ১৭ তারিখ থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (CPL) অভিযান শুরু করছে ট্রিনবাগো নাইট রাইডার্স (Trinbago Knight Riders)। আইপিএল, মেজর লীগ ক্রিকেট, আইএলটি-২০’র মত টুর্নামেন্টে চলতি মরসুমে দাগ কাটতে পারে নি নাইট ফ্র্যাঞ্চাইজিরা। সিপিএলে সেই ব্যর্থতা ভুলে ট্রফির জন্য ঝাঁপাতে মরিয়া শাহরুখ খানের দল। জেসন রয়, টিভ ডেভিড, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের মত টি-২০ দুনিয়ার সুপারস্টারেরা রয়েছেন নাইট (Trinbago Knight Riders) স্কোয়াডে। সদ্য পাকিস্তানের বিরুদ্ধে উইন্ডিজের ওয়ান ডে সিরিজ জয়ের নায়ক জেডন সিয়ালসকেও (Jadon Seales) দেখা যাবে লাল-সোনালী জার্সিতে। এখন থেকেই ভবিষ্যতের চিন্তাও যে শুরু করছেন কর্মকর্তারা, তার প্রমাণ মিলেছে অধিনায়ক বদলের সিদ্ধান্তে। কিয়েরন পোলার্ডের মত কিংবদন্তিকে সরিয়ে দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে নিকোলাস পুরানের (Nicholas Pooran) হাতে।
Read More: এই ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তি পাকা করলো রাজস্থান, পুরোনো দলেই ফিরছেন সঞ্জু স্যামসন !!
নাইটদের অধিনায়ক পুরান-

২০১৯ সালে ডোয়েন ব্র্যাভোকে সরিয়ে ট্রিনবাগো নাইট রাইডার্সের (Trinbago Knight Riders) অধিনায়ক হয়েছিলেন কিয়েরণ পোলার্ড (Kieron Pollard)। ছয় মরসুম দায়িত্ব সামলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি। সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকেও। মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে রয়েছেন তিনি। তবে অন্যান্য টি-২০ ফ্র্যাঞ্চাইজি লীগগুলিতে খেলছেন দাপটের সঙ্গে। ২০২৫-এর সিপিএল শুরুর আগে নাইটদের নেতার পদ থেকে সরে গেলেন তিনি। বদলে দায়িত্ব তুলে দেওয়া হলো নিকোলাস পুরানের (Nicholas Pooran) হাতে। এই মুহূর্তে টি-২০ জগতের অন্যতম সেরা তারকা পুরান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাত্র ২৯ বছর বয়সে অবসর নেওয়ার পর ফোকাস করেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। নেতৃত্বও তাঁর কাছে নতুন নয়। উইন্ডিজ জাতীয় দলের পাশাপাশি এম আই নিউ ইয়র্কের অধিনায়কত্বও করেছেন তিনি।
২০২২ থেকে ট্রিনবাগো নাইট রাইডার্সে (Trinbago Knight Riders) রয়েছেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত তিনি। সাক্ষাৎকারে জানিয়েছেন, “এটার তাৎপর্য অপরিসীম। ট্রিনবাগো নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করতে পারাই একটা বিশেষ সম্মানের বিষয়, আর কিনা এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করার সুযোগ পাচ্ছি। আমি নিজের সেরাটাই দিতে চাই আর আশা রাখছি যে যথাসম্ভব সঠিক সিদ্ধান্ত নিতে পারব। এই দায়িত্বটা (ডোয়েন) ব্র্যাভো থেকে (কিয়েরণ) পোলার্ড হয়ে আমার কাছে এসেছে।” পুরাতন অধিনায়ককে পাশে পাবেন জেনে খুশি নতুন নেতা। বলেছেন, “পোলার্ড যে এখনও খেলছে সেটা আমার কাছে সবচেয়ে তৃপ্তির বিষয়। সুনীল (নারাইন) ও আন্দ্রে’ও (রাসেল) রয়েছে। ওদের বিপুল অভিজ্ঞতার উপর আমি আস্থা রাখতে পারি। ওদের মাঠে নেতৃত্ব দেওয়া আমার কাছে বিরাট ব্যাপার।”
নতুন অধিনায়ক ঘোষণা TKR-এর-
A new sun rises over TKR as 𝐂𝐚𝐩𝐭𝐚𝐢𝐧 𝐏𝐨𝐨𝐫𝐚𝐧 leads us into the future. 👑
Kieron Pollard | Nicholas Pooran | #WeAreTKR | #TrinbagoKnightRiders pic.twitter.com/qrH1VLXh8r
— Trinbago Knight Riders (@TKRiders) August 14, 2025
পুরানকে স্বাগত জানিয়েছেন পোলার্ড-

অধিনায়ক বদলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কিয়েরণ পোলার্ড। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করে তোলা খুবই গুরুত্বপূর্ণ। এই বছর (ডোয়েন) ব্র্যাভো হেড কোচ হয়ে আসার পর আমাদের মনে হয়েছিলো যে নতুন কাউকে অধিনায়ক বেছে নেওয়ার জন্য এটাই সঠিক সময়। (নিকোলাস) পুরান ঘরের ছেলে। আমার মনে হয় এটা ওর জন্য সঠিক সুযোগ। কয়েক বছর ধরেই ওকে প্রস্তুত করে তুলছিলাম আমরা।” “আমি জানি না আর কতদিন খেলব। কিন্তু যতদিন মাঠে রয়েছি, চাইব নিকোলাসের কাজটা সহজ করে দিতে। ওকে চোখের সামনে বড় হতে দেখেছি। ও আমাদের নীতি, মানসিকতা জানে। আমরা জয়ের যে পরিবেশ তৈরি করতে চাই, তাও ও জানে। বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটাররা ওকে শ্রদ্ধা করে। তাই ওর হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্তটা সহজই ছিলো,” সংযোজন তাঁর।
Also Read: মুরলিধররন বা আশ্বিন নন, আন্তর্জাতিক ক্রিকেটের এই ব্যর্থ তারকাকে নিজের গুরু বলে চমক দিলেন মেহেদী হাসান !!