pollard scored 52 of 19 in cpl 2024

আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেও দেশ বিদেশ জুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াতেন কাইরন পোলার্ড (Kieron Pollard)। বড় বড় ছক্কা মারা এবং দ্রুতগতিতে ব্যাটিং করার জন্য বেশ পরিচিত পোলার্ড। মঙ্গলবার সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে সিপিএল ২০২৪’এর মঞ্চে পোলার্ড তার ধ্বংসাত্মক ব্যাটিং দেখিয়েছেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে এক দুর্দান্ত ইনিংস খেলেছেন পোলার্ড।

ফাফ ডু প্লেসিসের অধিনায়কত্বধীন সেন্ট লুসিয়া কিংস প্রথমে ব্যাটিং করতে এসে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান বানায়। এই রান তাড়া করতে এসে একটা পর্যায়ে ত্রিনবাগো নাইট রাইডার্স জেতার ১৮ বলে ৩২ রানের প্রয়োজন ছিল। দুই দলের কাছেই ম্যাচ জেতার যথেষ্ঠ সুযোগ ছিল। কিন্তু পোলার্ড থাকতে বোলারদের পক্ষে সঠিক জায়গায় বোলিং করা অতটা সহজ নয়। তার মাঝে আলজারী জোসেফ ১৮তম ওভারে বোলিং করতে এসে দিয়েছিলেন মাত্র ৫ রান যার ফলে ত্রিনবাগো নাইট রাইডার্সের উপর চাপ পড়ে। তবে ক্যারিয়ার জুড়ে কাইরন পোলার্ড এমন চাপ অনেক নিয়েছেন ও ম্যাচ প্রতিপক্ষের নাকে ডগা থেকে ছিনিয়েও এনেছেন।

Read More: বাংলাদেশ সিরিজের আগে বড় খোলাসা, হেড কোচের পদ থেকে ইস্তফা দিচ্ছেন গৌতম গম্ভীর !!

বিধ্বংসী ব্যাটিং করলেন কাইরন পোলার্ড

Kieron Pollard
Kieron Pollard | Image: Getty Images

১৯ তম ওভারে ম্যাথিউ ফোর্ডের ওভারে ৪টি ছক্কা মেরে ম্যাচ প্রায় শেষ করে দেন তিনি। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৩ রান। প্রথম বলেই চার মেরে ম্যাচ শেষ করেন আকিল হোসেন। ২৭৩.৬৮ স্ট্রাইক রেটে অপরাজিত ৫২ রান বানান ক্যাপ্টেন পোলার্ড (Kieron Pollard), তার ইনিংস জুড়ে দেখা গিয়েছে মোট ৭টি ছক্কা। ১৯ বলের ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি। ত্রিনবাগো নাইট রাইডার্স ৫ বল বাকি থাকতেই জয়ী হয়। ম্যাচটি ৪ উইকেটে জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

এই জয়ের নায়ক ছিলেন কাইরন পোলার্ড। পোলার্ড শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও অবদান রেখেছেন। ২২ রানে ১ উইকেট নেন তিনি। ম্যাচ জুড়ে ব্যাটসম্যানরা মিলে মোট ৩০টি ছক্কা হাঁকিয়েছেন, ত্রিনবাগো নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা মোট ১৭টি ছক্কা হাঁকান ও সেন্ট লুসিয়া কিংসের ব্যাটসম্যানরা মারেন ১৩টি ছক্কা। পোলার্ডের (Kieron Pollard) এই বিধ্বংসী ইনিংসের পর তাকেই ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়।

Read Also: Kieron Pollard: ৬, ৬, ৬, ৬, ৬… পোলার্ড ঝড় বাইশ গজে, ক্যারিবিয়ান কিংবদন্তির ব্যাটিং তাণ্ডবে ছিন্নভিন্ন প্রতিপক্ষ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *