political-tussle-after-bcci-shifts-ipl-final-venue

IPL 2025: গত বছর চেন্নাইয়ের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল (IPL) জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। সেই সুবাদেই এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হওয়ার কথা ছিলো তাদের হোমগ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। পাশাপাশি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও আয়োজিত হওয়ার কথা ক্রিকেটের নন্দনকাননে। এক দশক পর ফাইনাল উপভোগ করতে  মুখিয়ে ছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। কিন্তু বিধি বাম। ভারত-পাক সীমান্ত সংঘর্ষে টুর্নামেন্ট এক সপ্তাহ স্থগিত থাকায় নতুন করে সূচি ঘোষণা করে বিসিসিআই। বদলে ফেলা হয় নক-আউট পর্বের ভেন্যু। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হায়দ্রাবাদ থেকে সরিয়ে দেওয়া হয় মুল্লানপুরের মাঠে। কপাল পোড়ে ইডেন গার্ডেন্সেরও। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল সরে যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

Read More: IPL 2025: মিনি পাঞ্জাব বানিয়েও সাফল্য পেলো না দিল্লী ক্যাপিটালস, অধরাই রইলো প্লে-অফ !!

শুরু রাজনীতির চাপান-উতোর-

Eden Gardens, Kolkata | IPL | Image: Getty Images
Eden Gardens, Kolkata | Image: Getty Images

জুনের গোড়ায় বর্ষা সাধারণত ঢুকে পড়ে দেশের পূর্বাংশে। তাই ৩ তারিখের হাইভোল্টেজের ম্যাচে বৃষ্টির বাধা এড়াতেই তা ইডেন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আহমেদাবাদে, যুক্তি দিয়েছে বিসিসিআই। কিন্তু রজার বিনি, দেবজিৎ সইকিয়াদের সাথে একমত নয় সিএবি। বিগত বেশ কয়েক বছরের আবহাওয়া সংক্রান্ত তথ্য পেশ করে ফাইনাল না সরানোর দাবী জানিয়েছিলো তারা। কিন্তু ধোপে টেকে নি সেই আপত্তি। ফাইনাল হাতছাড়াই হয়েছে ইডেনের। ২০২২ থেকে ২০২৫-এর মধ্যে এই নিয়ে তৃতীয় বার আইপিএলের (IPL) খেতাবী লড়াই আয়োজিত হচ্ছে আহমেদাবাদে। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভারত-পাক দ্বৈরথ ও ফাইনাল’ও দেওয়া হয়েছিলো নরেন্দ্র মোদী স্টেডিয়ামকেই। ফলে স্বাভাবিক কারণেই তৈরি হয়েছে বিতর্ক। পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে শুরু করেছে বিসিসিআই-এর বিরুদ্ধে।

বোর্ডের সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। গতকাল সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “আমাদের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে জুনের ১ থেকে ৪ তারিখের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে ২৬ মে থেকে। জুন মাসের প্রথম সপ্তাহের জন্য এখনও কোনো পূর্বাভাস জারি করা হয় নি। বিসিসিআই, আইপিএল গভর্ণিং কাউন্সিল কবে থেকে আবহাওয়া বিশেষজ্ঞ হলেন তা আমরা জানি না। কিন্তু ডক্টর এস দত্তের সই করা আইএমডি-র চিঠিতে এটাই বলা হয়েছে।” ভেন্যু বদল বিতর্কে লেগেছে রাজনৈতিক রঙ-ও। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন যে আবহাওয়া নয় বরং নিরাপত্তাজনিত সমস্যায় সরানো হয়েছে ম্যাচ। নগরপাল মনোজ বর্মাকে পাশে বসিয়েই সেই অভিযোগ অস্বীকার করেছেন অরূপ বিশ্বাস।

সুকান্তকে জবাব দিলেন ক্রীড়ামন্ত্রী-

Aroop Biswas | Image: Twitter
Aroop Biswas | Image: Twitter

ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে কেন্দ্রীয় শাসকদল বিজেপির প্রভাবের অভিযোগ উঠেছে আগেও। স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ মাসখানেক আগে অবধিও ছিলেন বিসিসিআই-এর সচিব পদে। আইপিএল (IPL) ফাইনালের ভেন্যু বদল নতুন করে সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। সুকান্ত মজুমদারের অভিযোগের প্রেক্ষিতে অরূপ বিশ্বাস জানিয়েছেন, “একজন বলছে আবহাওয়া। একজন বলছে নিরাপত্তা। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরও বলিছে যে সাত দিন আগে ছাড়া পূর্বাভাস করি না। ১-৪ জুনের জন্য কোনো পূর্বাভাস করা হয় নি। তার নথিও রয়েছে আমাদের কাছে। কেন বঞ্চনা করা হলো বাংলার ক্রিকেয়প্রেমীদের? এখানে সাতটা ম্যাচ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনাই ঘটে নি। ৬০-৬৫ হাজার দর্শক নিয়মিত খেলা দেখেছেন।”

গত কয়েক বছরে ঢেলে সাজানো হয়েছে ইডেনের নিকাশী ব্যবস্থা। সেদিকে ইঙ্গিত করে ক্রীড়ামন্ত্রী জানান, “ইডেনের চেয়ে ভালো স্টেডিয়াম দেশে নেই। মুষলধারে বৃষ্টি হলেও ইডেন থেকে জল বেরোতে মাত্র ৩০ মিনিট লাগে। তার পরেও এখান থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হলো। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলার ক্রিকেটপ্রেমীদের সাথে বঞ্চনা করা হয়েছে।” এবারের আইপিএলে (IPL) তিনটি ম্যাচ ভেস্তে গিয়েছে আবহাওয়াজনিত কারণে। পূর্বাভাস থাকা সত্ত্বেও সেগুলি স্থানান্তরিত করা হলো না কেন? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অরূপ বিশ্বাস। সূত্রের খবর আইপিএল ফাইনাল সরলেও সিএবি’তকে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বোর্ড। ২০২৬-এর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল দেওয়া হতে পারে কলকাতাকে।

Also Read: IPL 2025: ঘরের মাঠে হোঁচট খেলো গুজরাত টাইটান্স, ৩৩ রানের ব্যবধানে জয়ী লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *