political-influence-on-asia-cup-squad

দীর্ঘ টালবাহানার পর এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজনের ক্ষেত্রে মিলেছে সবুজ সংকেত। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ২৮ সেপ্টেম্বর অবধি। টিম ইন্ডিয়া রয়েছে গ্রুপ-এ’তে। ১০ তারিখ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে অভিযান শুরু করছে তারা। পাকিস্তান ও ওমানের বিপক্ষে বাকি দু’টি গ্রুপ ম্যাচ রয়েছে যথাক্রমে ১৪ ও ১৯ তারিখ। কারা জায়গা পাবেন ভারতীয় স্কোয়াডে? কৌতূহল ছিলো ক্রিকেটমহলে। অবশেষে যাবতীয় প্রশ্নের উত্তর মিলেছে গত মঙ্গলবার। মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করে স্কোয়াড ঘোষণা করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar)। মোট ১৫ জন’কে রাখা হয়েছে দুবাইগামী দলে। এছাড়া পাঁচ জন’কে বেছে নেওয়া হয়েছে স্ট্যান্ড-বাই হিসেবে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়া হলেও এড়ানো যায় নি বিতর্ক।

Read More: ভারত নয় এবার আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলো পাকিস্তান !!

উঠছে বিস্ফোরক অভিযোগ-

Indian Cricket Team | Asia Cup | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

কোনো এক হাইপ্রোফাইল রাজনৈতিক নেতার বদান্যতায় এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াডে জায়গা করে নিয়েছেন কোনো এক ক্রিকেটার, এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রখ্যাত সাংবাদিক বিক্রান্ত গুপ্তা (Vikrant Gupta)। সংবাদমাধ্যম স্পোর্টস তক-এর ইউটিউব চ্যানেলে একটি শো চলাকালীন তিনি বলেন, “আমি যেটা শুনছি সেটা ঠিকই। একজন রাজনীতিবিদ্‌ একজন বিসিসিআই সদস্যের উপর চাপসৃষ্টি করে রেখেছিলেন একজন নির্দিষ্ট খেলোয়াড়কে বেছে নেওয়ার জন্য। আর খেলোয়াড় দলে জায়গাও পেয়েছেন।” “ভারতে এখন এভাবে দল নির্বাচন হবে?” প্রশ্ন তুলেছেন তিনি। মূল স্কোয়াড ও স্ট্যান্ড-বাই তালিকায় মিলিয়ে ২০ জন’কে ভাবা হয়েছে এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য। তাঁদের মধ্যে কার রয়েছে রাজনৈতিক যোগ? তাঁর নাম অবশ্য জানান নি বিক্রান্ত।

ভারতে ক্রিকেট ও রাজনীতির সহাবস্থান নতুন নয়। নানা সময় ক্রিকেট নিয়ামক সংস্থাগুলির উচ্চপদে আসীন থেকেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। দিনকয়েক আগে অবধিও বিসিসিআই-এর সচিব পদে ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ (Jay Shah)। এখনও দেশের কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থার সহ-সভাপতি পদে রয়েছেন কংগ্রেস নেতা রাজীব শুক্ল (Rajeev Shukla)। এছাড়া দেশের নানা প্রান্তে জওহারলাল নেহরু, রাজীব গান্ধী, অরুণ জেটলি, নরেন্দ্র মোদীদের নামে স্টেডিয়ামও রয়েছে। এমনকি ক্রিকেটারদেরও অবসরের পর চুটিয়ে রাজনীতি করতে দেখা গিয়েছে ইতিমধ্যে। নভজ্যোত সিং সিধু, মনোজ তিওয়ারিরা তো সামলেছেন মন্ত্রীত্ব’ও। তবে ভারতীয় ক্রিকেট দল নির্বাচনে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ সম্ভবত এই প্রথম।

কি বলছেন বিক্রান্ত? দেখে নিন ভিডিও-

শ্রেয়স ইস্যুতে সরগরম ক্রিকেটমহল-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

২০২৪-এ আইপিএল ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ২০২৫-এও খেলেছেন আইপিএল ফাইনাল। পাঞ্জাব কিংস জার্সিতে ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টে ৬০৪ রানও করেছেন। কিন্তু তারপরেও ভারতীয় টি-২০ দলের দরজা বন্ধই রইলো তাঁর জন্য। এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াডে রাখা হয় নি তাঁকে। মুখ্য নির্বাচক অজিত আগরকার জানিয়েছেন, “শ্রেয়সের প্রতি সম্মান রেখেই প্রশ্ন করছি-ও কার বদলে খেলবে? এটা (বাদ পড়া) শ্রেয়সের দোষ নয়। আমাদেরও দোষ নয়। আমরা কেবল ১৫ জন’কে বেছে নিতে পারি।” তাঁর সাফাই অবশ্য মনঃপুত হয় নি ক্রিকেটজনতার। যদি মুম্বইয়ের তারকা রেডারে থেকে থাকেন নির্বাচকদের তাহলে স্ট্যান্ড-বাই তালিকাতেও তাঁকে রাখা হলো না কেন? প্রশ্ন তুলেছেন তাঁরা। মূল স্কোয়াডে দু’জন উইকেটরক্ষক থাকতেও স্ট্যান্ড-বাই হিসেবে ধ্রুব জুরেল’কে রাখা কতটা যুক্তিযুক্ত? উঠেছে সেই প্রশ্নও।

Also Read: Asia Cup 2025: দলের মেরুদণ্ডকেই ছেঁটে ফেললো বোর্ড, চমক এশিয়া কাপের স্কোয়াডে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *