ক্রিকেট বিশ্বে আবার শিরোনামে উঠে এসেছে বাংলাদেশি ক্রিকেটারের কুকাজ। এবার বাংলাদেশি অলরাউন্ডার তোফায়েল আহমেদ রাইহানকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। তোয়াফেলের নামে শারীরিক নির্যাতনার অভিযোগ উঠেছে। এক যুবতী তাঁর নামে অভিযোগ করেছে – বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, প্রতারণা এবং যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন। অভিযোগ খতিয়ে দেখে পুলিশ ইতিমধ্যেই আদালতে চার্জশিট দাখিল করেছে। ২৫ বছর বয়সী তোফায়েল এখনও জাতীয় দলে সুযোগ না পেলেও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন এবং দেশীয় ক্রিকেটে বেশ পরিচিত মুখ। ফলে তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ক্রিকেটমহলে অস্বস্তি ছড়িয়ে পড়েছে।
তারকা ক্রিকেটারের উপর উঠলো অভিযোগ

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সমাজ মাধ্যমে ওই মহিলার সঙ্গে পরিচয় গড়ে ওঠে তোফায়েলের। প্রথমদিকে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরে সম্পর্কটি গাঢ় হয়। অভিযোগকারী জানান, তোফায়েল তাঁকে ঢাকার গুলশানের একটি হোটেলে নিয়ে গিয়ে স্ত্রী পরিচয় দেন এবং তাঁর সম্মতি ছাড়াই শারীরিক সম্পর্কে লিপ্ত হন। আরও দাবি, বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে একাধিকবার সম্পর্ক স্থাপন করলেও পরে বিয়ে করতে অস্বীকার করেন। বিষয়টি বুঝতে পেরে গত ১ অগস্ট গুলশান থানায় তিনি অভিযোগ দায়ের করেন। তারপর পুলিশ তদন্ত শুরু করে দেয়, তাদের চ্যাটের স্ক্রিনশট, কথোপকথনের রেকর্ড, হোটেল বুকিংয়ের তথ্য এবং মেডিক্যাল পরীক্ষার রিপোর্টসহ বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ কতৃপক্ষ। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, অভিযোগ অমূলক নয়। আদালতে আগামী ৩০ ডিসেম্বর মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Read More: ২০২৪ টি২০ বিশ্বকাপে গিলকে দলে না নেওয়ার জন্য রোহিত শর্মাকে ভারতরত্ন দেওয়া উচিত !!
এফআইআর হওয়ার পর তোফায়েল আগাম জামিনের আবেদন করেন এবং গত ২৪ সেপ্টেম্বর ছয় সপ্তাহের জামিন পান। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল, যা তিনি মানেননি বলে অভিযোগ। তোয়াফেল বর্তমানে বাংলাদেশ এ দলের হয়ে খেলছেন। সম্প্রতি হংকং সিক্সেস টুর্নামেন্টেও বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেন এবং দলকে ফাইনালে তুলতে সাহায্য করেন।