পাকিস্তানকে হারিয়ে লেজেন্ডস লিগের শিরোপা জয় করেও রেহাই নেই হরভজন-যুবরাজ’দের। পাকিস্তানকে লেজেন্ডস লিগ ফাইনালের মঞ্চে পরাস্ত করার পর টিম ইন্ডিয়ার ৩ তারকা ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh), হরভজন সিং (Harbhajan Singh) ও সুরেশ রায়নাদের (Suresh Raina) করা সেলিব্রেশন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এক পুলিশ আধিকারিক মামলা দায়ের করেছেন এই ৩ ক্রিকেটারকে নিয়ে।
প্রসঙ্গত, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়ার পর হরভজন সিং তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে একটি মজাদার ভিডিও শেয়ার করেছিলেন। ইনস্টাগ্রামের একটি রিলের তালেতালে যুবরাজ, হরভজন ও রায়নাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার সাথে সাথে সমাজ মাধ্যমে উঠছে নিন্দার ঝড়। ৩ ক্রিকেটারের বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে মজা ওড়ানোর অভিযোগও উঠতে শুরু হয়েছে। এমনকি প্যারা ব্যাডমিন্টন তারকা যুবরাজ-হরভজনদের আচরণের তীব্র নিন্দা করেছেন এবং দাবি জানান যে, পোলিও আক্রন্ত বা শারীরিক প্রতিবন্ধীদের হাঁটার ধরন নিয়ে বিদ্রুপ করার মধ্যে বীরত্বের কিছু নেই।
বিপাকে হরভজন যুবরাজ’রা
এমনকি, বিষয়টি এতটাই গুরুতর হয়ে গিয়েছে যে, ন্যাশনাল সেন্টার ফর প্রমোশন অফ এমপ্লয়মেন্ট ফর ডিজাবেল্ড পিপল অর্থাৎ NCPDP’ র এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান আলি হরভজন’ দের এই আচরণের উপর তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। তবে জলদি ভুল শুধরে নেন হরভজন, সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটি সরিয়ে ফেলেন তিনি।
ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, “ইংল্যান্ডে চ্যাম্পিয়নশিপ জেতার পরে ইনস্টাগ্রামে শেয়ার করা ‘তওবা-তওবা’ ভিডিয়োটি নিয়ে যারা অভিযোগ করছেন, তাঁদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে, আমরা কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। আমরা সকল ব্যক্তি ও সম্প্রদায়কে সম্মান করি। ভিডিওটি শেয়ার করার পিছনে একটিমাত্র কারণ ছিল আমাদের দীর্ঘ ১৫ দিন ধরে খেলা এই টুর্নামেন্টের পর শারীরিক অবস্থা কেমন ছিল, সেটা বোঝানোর জন্যই ভিডিওটি করা হয়েছিল।”
পাশাপশি, হরভজন আরও জানিয়েছেন যে, “কাউকে কষ্ট দেওয়া বা অসম্মান করা আমার বা আমাদের উদ্দেশ্যে ছিল না। এখনও যদি কারও আমরা ভুল করেছি বলে মনে হয় তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয় বিষয়টি এখানেই স্থগিত রাখার প্রয়োজন।”